সুনীত হালদার, হাওড়া: পারিবারিক বিবাদ (family tussle) মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ (police attacked)। হাওড়ার (Howrah) গোলাবাড়ি থানার অন্তর্গত ৬১ বিজয় কুমার মুখার্জি লেনের ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ২ (two arrested)।


পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ


এবার হাওড়ায় আক্রান্ত পুলিশ। পারিবারিক বিবাদ নিয়ে ঝামেলার খবর পায় পুলিশ। সেই ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হল হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার  করা হয়েছে দু'জনকে।


গোলাবাড়ি থানার অন্তর্গত ৬১ বিজয় কুমার মুখার্জী লেন। সেখানে অলক শেঠ ও ভারত শেঠের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। সেই বিবাদ থেকে আদালতে মামলা গড়িয়েছে। আজ দুপুরে দুই পরিবারের মধ্যে ফের ঝামেলা শুরু হয়। অভিযোগ অলক শেঠের স্ত্রী সান্তনা শেঠ ও ছেলে সংকেত শেঠ হামলা চালায় ভারত শেঠের ওপর। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। অভিযোগ এরপরই অলক শেঠের স্ত্রী ও ছেলে চড়াও হয় পুলিশের ওপর। কাটারি ও বাঁশ নিয়ে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ।


ঘটনায় তিনজন পুলিশ কর্মী জখম হয়েছেন। যাঁদের মধ্যে মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। এরপর গোলাবাড়ি থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। বাজেয়াপ্ত করা হয়েছে একটি কাটারি, বাঁশ ও লোহার বড় হাতুড়ি। আহত পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।


আরও পড়ুন: Online Fraud Case: গার্ডেনরিচ অ্যাপ প্রতারণা মামলায় ধৃত আমির খানকে হেফাজতে চাইল ইডি


প্রসঙ্গত, দিন কয়েক আগেই নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচূড়া বাজার এলাকাতেও পুলিশ আক্রান্তের ঘটনা ঘটে। একটি দলীয় কার্যালয়ের নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেই সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। সেখানে পুলিশ পৌঁছলে কনস্টেবল প্রভাত সরকারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি।


তার আগেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে তৃণমূলে। বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরী গ্রামে ঘটনাটি ঘটে। তাতে দলেরই এক কর্মী আহত  বলে খবর মেলে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী বিপত্তারণ ভাণ্ডারি-সহ চার জন বাসহরী গ্রাম থেকে ওই পঞ্চায়েতেরই সেকেন্দ্রাপুর গ্রামে যাচ্ছিলেন। প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি মুকুল মণ্ডলের বাড়িতে অগ্রহায়ণে কালীপুজোর অনুষ্ঠানের জন্য চাঁদা আনতেই তাঁরা বেরিয়েছিলেন বলে খবর। কিন্তু কিছুটা দূরে বসহরী গ্রামেই তাঁদের পথ আটকান পদুমার বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের লোকজন বলে অভিযোগ।