রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: এক সশস্ত্র দুষ্কৃতীর (miscreants) উপর নজরদারি (track) চালিয়ে গোটা অস্ত্র কারবার চক্রের (arms racket) হদিশ পেল পুলিশ। সামশেরগঞ্জের ঘটনা। ৭টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে বলে খবর। গ্রেফতার (arrest) করা হয় তিনজনকে। পঞ্চায়েত ভোটের আগে কীসের জন্য এত বেআইনি অস্ত্র মজুত করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।
কী জানা গেল?
পঞ্চায়েত ভোটের আগে 'বেআইনি অস্ত্রের ভাঁড়ার', 'বারুদের স্তূপ', 'গোলা-গুলির কারবার' এই সব শব্দবন্ধগুলোই এখন 'বাংলা'র সঙ্গে বিশেষণ হয়ে ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনীতিতে। সৌজন্যে প্রায় প্রতিদিন উদ্ধার হয়ে চলা বেআইনি আগ্নেয়াস্ত্র। গত ২৯ নভেম্বর ভাঙড়ে বোমা উদ্ধার হয়। এবার মুর্শিদাবাদে এক দু্ষ্কৃতীকে ট্র্যাক করতে গিয়ে অস্ত্র-কারবারি চক্রের হদিশ পেল পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, 'মোট ৭টি অস্ত্র ও ৪০ রাউন্ড গুলি আমরা পেয়েছি।' বেআইনি অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, রাকিব হোসেন নামে এক দুষ্কৃতী অস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই তথ্যের ভিত্তিতেই শুরু হয়েছিল অনুসন্ধান। আর সেই রাকিবের নাগাল পেতেই আরও ৩ জন সন্দেহভাজন অস্ত্রকারবারির হদিশ পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত রাকিব হোসেন, রবিউল শেখ আর তহিদুল শেখের কাছ থেকে মোট ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করে বাবু শেখ নামে আরও এক অস্ত্রকারবারির হদিশ পায় পুলিশ। সূত্রে খবর, বাবু শেখের সামশেরগঞ্জের বাড়ি থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। যদিও বাড়ির মালিক বাবু শেখ পুলিশি অভিযানের আগেই গা ঢাকা দেয়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভোলানাথ পাণ্ডের মতে, 'স্পেশাল টিম করা হয়েছে। এটা খতিয়ে দেখব। ডিজির নির্দেশ রয়েছে। কোনও দুষ্কৃতীকে ছাড়া হবে না। এই অস্ত্র উদ্ধার চলবে।' বাংলায় পঞ্চায়েত ভোটের আগে, রোজকার খবরে জায়গা করে নিয়েছে দিকে দিকে অবৈধ অস্ত্রকারবারিদের দাপট। মুর্শিদাবাদেও সেই ট্র্যাডিশন চলছে। ঘটনাচক্রে এদিনই আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বাসন্তী হাইওয়ে থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে কলকাতা পুলিশের STF।
বাসন্তীতে বিস্ফোরক...
শুক্রবার, হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। তার আগে, কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসন্তী হাইওয়ে থেকে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করল কলকাতা পুলিশের।
STF সূত্রে দাবি, বাসন্তী হাইওয়ের ওপর, দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০ কেজি আর্সেনিক সালফাইড। শেখ রমজান ও শেখ ফিরোজ নামে দুই যুবককে বিস্ফোরক সমেত গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতির মধ্যেই বন্ধ শিক্ষকদের স্কুলে বদলি, এসএসসির আবেদন মেনে সিদ্ধান্ত