ঝিলম করঞ্জাই, কলকাতা: এবার ডেঙ্গি আক্রান্ত ডাক্তারি ছাত্রের মৃত্যু (Medical Student Dengue Death) ঘিরে তুমুল হইচই। মৃত্য়ু হল এসএসকেএমে (SSKM Medical Student Dengue Death) অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া অনিমেষ মাখির। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষ। এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ মৃ্ত্যু হয় তাঁর। শরীরে রক্তক্ষরণ হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর।
কী জানা গেল?
সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত দু'দিনে শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয় ওই চিকিৎসককে। হাসপাতাল সূত্রে খবর, অনিমেষের 'ক্যাপিলারি লিকেজ' হচ্ছিল। শরীরের ভিতর অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হল না। আজ সকালে তিন বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অনিমেষের। সিপিআর করেও কিছু করা যায়নি বলে খবর। মাসদেড়েক আগেও দক্ষিণ কলকাতার বাসিন্দা, ডেঙ্গি আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু খবরের শিরোনামে এসেছিল। সেবার প্রাণ যায় গড়ফার বাসিন্দা, দেবদ্যুতি চট্টোপাধ্য়ায়ের। ইন্সটিটিউট অফ অফথালমোলজির চক্ষু বিশেষজ্ঞ ছিলেন তিনি। মৃত্যুর আগে, চার দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছিল, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল। আচমকা প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ায় মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসা চলার পর মারা যান দেবদ্যুতি। এবার এসএসকেএমের মেডিক্যালের স্নাতকোত্তর পড়ুয়ার মৃত্যুতে ফের আলোচনায় ওই ঘটনা।
ডেঙ্গি-চিত্র...
ঘটনা হল, উৎসবের আলোর ঝলকানির নিচেই দাপট জারি রেখেছে ডেঙ্গি। দিনদুয়েক আগে, খাস কলকাতায় এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর মেলে। ১০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামণি নস্কর ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চতুর্থীর দিন। পঞ্চমীর দিন তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। মাত্র ১৭ ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। তার আগে, সম্প্রতি ভরা পুজোয় চোখ ভিজেছিল শহর কলকাতার এক পরিবারের। ডেঙ্গিতে একরত্তিকে হারিয়েছিল পার্ক সার্কাসের বাসিন্দা, এক পরিবার। মাত্র ২ মাস হয়েছিল, পৃথিবীর আলো দেখেছিল সে। তবে ডেঙ্গি আক্রান্ত হয়ে চলে যেতে হয় তাকেও। জানা যায়, ওই শিশুর বয়স ছিল মাত্র ২ মাস। ২৯ সেপ্টেম্বর জ্বর নিয়ে ভর্তি করা হয়েছিল পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ-এ। পরদিনই ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হওয়ায় পিআইসিইউ-তে দেওয়া হয় ডেঙ্গি আক্রান্ত শিশুকে। কার্যত কাছাকাছি সময়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন দমদম পুরসভা এলাকার এক বাসিন্দা। বেলেঘাটা আইডি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই যুবক। মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ ছিল। সব মিলিয়ে নিয়ে কলকাতা তথা বঙ্গে ডেঙ্গি-উদ্বেগ কমার লক্ষণ নেই।
আরও পড়ুন:রেশন দুর্নীতির সঙ্গে কীভাবে জড়িয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ?