Recruitment Scam: বিকাশ ভবনের গুদামে CBI-এর হাতে চাঞ্চল্যকর নথি, 'TET-এ অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়..' !

CBI On Primary Recruitment Scam : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিকাশ ভবনের গুদামে তল্লাশি চালিয়ে CBI-এর হাতে এল চাঞ্চল্যকর নথি !

Continues below advertisement

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পরপর ৫ দিন সল্টলেকের বিকাশ ভবনের গুদামে তল্লাশি চালিয়ে CBI-এর হাতে এল চাঞ্চল্যকর নথি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বাজেয়াপ্ত নথিতে দেখা গেছে, এক সরকারি আমলার কাছে ২০১৪ সালের TET-এ অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়

Continues below advertisement

ওই চাকরিপ্রার্থীরা যে পরীক্ষায় পাস করতে পারবেন না তা ভালমতোই জানতেন তৎকালীন শিক্ষামন্ত্রী। নথিতে কয়েকজন প্রভাবশালীর নামও মিলেছে বলে CBI-এর দাবি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় ৭৫২ জনের নাম ছিল। এর মধ্যে প্রাথমিকে চাকরি পান ৩১০ জন। বিকাশ ভবন থেকে উদ্ধার হওয়া নথি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম হাতিয়ার বলে CBI-এর দাবি। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ও প্রোমোটার অয়ন শীলকে জেলে গিয়ে জেরা করার জন্য় আদালতে আবেদন করেছিল সিবিআই। যদিও কেন্দ্রীয় এজেন্সির আবেদনের বিরোধিতা করেছেন পার্থ চট্টোপাধ্য়ায় ও অয়ন শীলের আইনজীবীরা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ও প্রোমোটার অয়ন শীলকে 'শোন অ্য়ারেস্ট' দেখানোর পর, এবার তাঁদের জেলে গিয়ে জেরা করতে চেয়েচিল CBI.

শুক্রবার ব্য়াঙ্কশাল কোর্টের বিশেষ CBI আদালতে ধৃতদের জেলে গিয়ে জেরা করার আবেদন করেছিল কেন্দ্রীয় এজেন্সি। ধৃতদের ভার্চুয়ালি আদালতে পেশ করে CBI-এর আইনজীবী সওয়ালে বলেন, ইন্টারভিউ প্রক্রিয়া সম্পর্কে জানতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অয়ন শীলকে জেরা করার প্রয়োজন।এই আবেদনের বিরোধিতা করেন পার্থ ও অয়নের আইনজীবীরা।প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী পাল্টা দাবি করেন, ইন্টারভিউ প্রক্রিয়ায় তাঁর (পার্থ চট্টোপাধ্য়ায়) কোনও ভূমিকা নেই।

গোটা প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ত্রিত বোর্ড পরিচালনা করে।তিনি আরও বলেন, প্রায় আড়াই বছর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই সময়ের মধ্য়ে CBI তাঁকে জেরা করার প্রয়োজন মনে করেনি। ED-র মামলায় সুপ্রিম কোর্টে জামিনের সম্ভাবনা তৈরি হওয়ার পরে নতুন করে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়।ভার্চুয়াল মাধ্য়মে নিজের অসুস্থতার কথা জানিয়ে জেরার আবেদন খারিজের আর্জি জানান পার্থ চট্টোপাধ্য়ায়।

আরও পড়ুন, ধর্মতলায় অনশনের আজ দ্বাদশী, হাসপাতালে ভর্তি ৬ অনশনকারী, কবে সাড়া দেবে সরকার?

তবে শেষ অবধি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির ২ বছর পর প্রথমবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করল সিবিআই।২০২২-এর ২৩ জুলাই ED-র হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। CBI-এর দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তাই প্রথমে পার্থ চট্টোপাধ্যাকে শোন অ্যারেস্ট করে কেন্দ্রীয় এজেন্সি। এরপর আদালতের অনুমতি নিয়ে আজ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে যান CBI আধিকারিকরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola