রাণা দাস, পূর্ব বর্ধমান: ২০১৪’র প্রাথমিক টেট দুর্নীতির (Primary TET Scam) অভিযোগ সংক্রান্ত মামলায় ২৬৯ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের একসময়ের দাপুটে সিপিএম (CPM) নেতার মেয়ের নাম। কীভাবে চাকরি? তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
২৬৯ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট
২০১৪’র প্রাথমিক টেট দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই CBI তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্তও বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি।
সেই তালিকায় কালনার দাপুটে সিপিএম নেতার মেয়ের নাম ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, ২৬৯ জনের তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের ১৭ জনের নাম। সেই তালিকার ২ নম্বরে নাম রয়েছে কালনা পুরসভার ২ বারের প্রাক্তন সিপিএম কাউন্সিলর বীরেন্দ্র বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নাম।
একসময়, বামপন্থী সংগঠন All Bengal Primary Teachers Association-র পূর্ব বর্ধমানের পদাধিকারীও ছিলেন বীরেন্দ্র বসু মল্লিক। এ দিকে বৈশাখীর স্বামীও প্রাইমারি শিক্ষক। যিনি আবার ২০১৫ সালে সিপিএমের হয়ে পুরভোটে লড়েন।
এহেন সিপিএম ঘরানার বৈশাখী বসু মল্লিকের নাম ২৬৯ জনের বাতিল তালিকায় উঠতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৈশাখী বসু মল্লিকের স্বামী শুভাশিস সরকার বলেন, "এটা কোর্টের বিষয় আমি কিছু বলতে পারব না। আমার স্ত্রী এখন বাইরে আছে।"
আরও পড়ুন: Primary TET: চন্দন মণ্ডলই আসলে রঞ্জন, কোর্টে খোলসা করলেন উপেন
ঘটনার দায় নিতে নারাজ, জেলার সিপিএম নেতৃত্ব থেকে এবিপিটিএ কর্তৃপক্ষ। কালনা শহরের এরিয়া কমিটির সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "পার্টির যে সময়ই যে যুক্ত থাকুক দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তার ব্যক্তিগত বিষয়। সে যে দুর্নীতি করত না, সেটাও প্রমাণ করার দায়িত্ব তাঁর। যাঁরা চাকরি পেয়েছে, তাদের থেকে যাঁরা চাকরি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।"
পূর্ব বর্ধমান এবিপিটিএ-র সাধারণ সম্পাদক নীরব খাঁ বলেন, "উনি যদি এই চক্রের মধ্যে ঢুকে থাকেন, তাহলে ভুল কাজ করেছেন। সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে, কোর্টের নির্দেশে প্রথমে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি বাতিল হয়েছে। এ বার বাতিল দাপুটে সিপিএম নেতার মেয়ের চাকরি। তা নিয়ে তৃণমূল এবং সিপিএমকে একযোগে নিশানা বিজেপি-র। কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, "যে লিস্ট বেরিয়েছে তাতে সিপিএম নেতার মেয়ের নাম। এর থেকেই প্রমাণিতসিপিএম আর তৃণমূল একসঙ্গেই দুর্নীতির সঙ্গে যুক্ত।"
সিপিএম নেতার মেয়ের নাম ঘিরে বিতর্ক
কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, "লিস্ট নিয়ে মন্তব্য করব না। কোর্টের বিষয়। সিপিএমের সব নেতারা বিজেপির সঙ্গে যুক্ত, ওদের মুখে এসব কথা মানায় না।" সবমিলিয়ে, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।