কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই খবর মেলে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee Injured)। এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পর আপাতত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে 'এক্স' হ্যান্ডলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। 


গুরুতর আহত মুখ্যমন্ত্রী, দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর


কপালে গুরুতর আঘাত, প্রকাশ্যে আসা ছবিতে দেখা যায় গলগল করে রক্ত বেরোচ্ছে মুখ্যমন্ত্রীর কপাল থেকে। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে। এরপর তাঁকে ফের উডবার্নে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাড়ি ফিরে আসেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, 'মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করি।'






 


সূত্রের খবর সামনের ঘর থেকে ভিতরের ঘরে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে পা পিছলে পড়ে শোকেসের কোণায় মাথা ঠুকে রক্তপাত শুরু হয় মুখ্যমন্ত্রীর, খবর এমনই। মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী। চিকিৎসকেরা জানান যে তিনটি কপালে ও নাকে একটি সেলাই পড়েছে মুখ্যমন্ত্রীর। যখন তাঁকে হাসপাতালে আনা হয় তখন তাঁর কপালে গভীর ক্ষত ছিল বলে জানান চিকিৎসকেরা।


আরও পড়ুন: Dev: দাসপুরে ভস্মীভূত কারখানা পরিদর্শন, প্রশাসনিক সাহায্যের আশ্বাস ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের


উডবার্ন ওয়ার্ড থেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়  বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে সিটি স্ক্যান করানোর জন্য। পরে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দ্রুত আরোগ্য কামনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। 'খবর শুনে উদ্বিগ্ন, দিদির দ্রুত আরোগ্য কামনা করি, ভগবান মঙ্গল করুন', এক্স হ্যান্ডেলে পোস্ট অরবিন্দ কেজরিওয়ালের। দ্রুত আরোগ্য কামনা এম কে স্টালিন, নবীন পট্টনায়েক, মেহবুবা মুফতির। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।