ভাস্কর মুখোপাধ্যায়, আবির ইসলাম ও এরশাদ আলম, বীরভূম: মিছিল ও মানববন্ধনের পর এবার প্রতিবাদ সভা। জমি বিতর্কে অমর্ত্য সেনকে (Amartya Sen) বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে শুরু হল বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ। যোগ দিলেন শিল্পী, পরিচালক, চিকিৎসক থেকে বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, পড়ুয়া, প্রাক্তনী ও আশ্রমিকরা। প্রতিক্রিয়া দিয়ে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ।                           


অবস্থান-বিক্ষোভে বিশ্বভারতী বাঁচাও কমিটির: শুক্রবার ছিল মিছিল ও মানববন্ধন। শনিবার থেকে শুরু হল প্রতিবাদ সভা। বিপন্ন রবীন্দ্র ঐতিহ্য, অসম্মানিত অমর্ত্য সেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগে সরব হলেন বিশিষ্ট জনেরা। জমি বিতর্কে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে, নোবেলজয়ী বাড়ি প্রতীচীর কাছে শুরু হল বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ।                                

রঙে-রেখায় প্রতিবাদ জানালেন শিল্পী শুভাপ্রসন্ন ও যোগেন চৌধুরী। গানে গানে সরব হন কবীর সুমন।এদিন প্রতিবাদ মঞ্চে শিল্পী, পরিচালক সহ বিশিষ্টদের সঙ্গে ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, পড়ুয়া, প্রাক্তনী ও আশ্রমিকরা। বিশ্বভারতী বাঁচাও কমিটির মঞ্চের পাশে আরও একটি মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন শাসক দলের মন্ত্রী-সাংসদ-বিধায়করা। ঘটনায় নোবেলজয়ীর পাশে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদা থেকে ফেরার পথে ফের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে না, আমাকে তো চেনে না। আমি যা দেব না।’’                   


সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদকে তাঁর শান্তিনিকেতনের বাড়ি প্রতীচীর ১৩ ডেসিমল জমি খালি করার নির্দেশ দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে, তাঁকে উচ্ছেদ করা হবে জানিয়ে কর্তৃপক্ষের তরফে নোটিসও দেওয়া হয়। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন। এই ঘটনায় বিশ্বভারতীর ভূমিকার প্রতিবাদে দেওয়া হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদের ডাক। শনিবার এলাকায় মিছিল ও মানব বন্ধন করে সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। এদিন থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিশ্বভারতী বাঁচাও কমিটি। এবিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।


আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর