কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ডাউন বর্ধমান লাইনে বড়সড় রেল দুর্ঘটনা। ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত। বর্ধমান থেকে শক্তিগড় স্টেশনে আসার সময়ে এমন দুর্ঘটনা ঘটে। শক্তিগড় স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত হয় ডাউন বর্ধমান -ব্যান্ডেল লোকালের দুটি বগি।


লোকাল ট্রেনের চালকের দিকের ইঞ্জিন ও তারপরের ২টি কামরা লাইনচ্যুত হয়েছে। পাশের লাইনেই ছিল তেলের ট্যাঙ্কার। সূত্রের খবর, ট্র্যাক বদলের সময় ওই তেলের ট্যাঙ্কারের সঙ্গে লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। সেই আঘাতেই লাইনচ্যুত হয় লোকালের ইঞ্জিন ও দুটি বগি। তেলের ট্যাঙ্কারের ২টি বগিও লাইনচ্যুত হয়েছে। রাতে ৯টা নাগাদ বর্ধমান থেকে ছাড়ে ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। শক্তিগড় স্টেশনে ঢোকার ঠিক আগে রাত ন'টা ১৬ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। 


ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন রেলের আধিকারিকরা। উদ্ধারকাজ শুরু হয়েছে। রেলের সূত্রের খবর, কোনও যাত্রীর আহত হওয়ার খবর রাত পর্যন্ত নেই। 


প্রবল ভোগান্তি:
রেল দুর্ঘটনার পর ওই লাইনে রেল চলাচলে মারাত্মক অসুবিধা শুরু হয়েছে। কর্ড ও মেইন শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি ব্য়াহত। শুধু আপ লাইনে ট্রেন চলছে। ওই লাইন দিয়ে বিভিন্ন দূরপাল্লার ট্রেনও যাতায়াত করে। এই দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন।


আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?