গলসি (পূর্ব বর্ধমান): পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে ফের বোমা (bomb) উদ্ধার (recovery) গলসিতে (galsi)। আজ ফের ১টি জারিকেন ভর্তি বোমা উদ্ধার হল গলসির পুরষায়। মোট ৩০টি তাজা বোমা উদ্ধার করল বম্ব স্কোয়াড (bomb sqaud)। বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। গত কাল ৪টি জারিকেন ভর্তি বোমা উদ্ধার হয়েছিল। এবার ফের। 


কী ঘটল?
গত কালই গলসিতে ৪ ড্রাম বোমা উদ্ধার ঘিরে হইচই পড়ে যায় গোটা এলাকায়। পুলিশ এলাকা ঘিরে ফেলে, ডাকা হয় বম্ব স্কোয়াডকে। তার পর এদিন কার্যত ফের একই ঘটনার পুনরাবৃত্তি। প্রসঙ্গত, ভোটের আগে রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্য়েই বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রশাসনকে।


এক ঘটনা ভাঙড়েও...
গত কালের ঘটনা। সাত সকালে ভাঙড়ের এক ফাঁকা মাঠে পড়ে থাকা ব্যাগ ভর্তি বোমা নজরে এসেছিল কৃষকদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। ভাঙড়ের ভোগালি এলাকায় পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হয় চারটি তাজা বোমা। ওই এলাকায় কীভাবে বোমা এল, কে বা কারা বোমা মজুত করল, তার তদন্ত শুরু করে কাশীপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে, ভাঙড় যেন মুক্তাঞ্চল। গত মঙ্গলবার ভাঙড়ের প্রাণগঞ্জে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টির ঘটনা ঘটে। সম্প্রতি ভাঙড়ের নাটাপুকুরে বাড়ির, ভিতরে অত্যাধুনিক বোমা তৈরির কারখানার হদিশ মিলেছে। একাধিকবার উদ্ধার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। এবার বোমা উদ্ধার হল ভাঙড়ের ভোগালিতে। এর ঠিক আগের দিনই রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। বিস্ফোরণে চুরমার হয়ে যায় দোতলার জানালার কাচ। আগুন লেগে যায় একটি ঘরে। দেওয়ালে বোমা বিস্ফোরণের দাগ ধরা পড়ে দেওয়ালে। অবাধ দুষ্কৃতী দৌরাত্ম্যে আতঙ্কিত বৃদ্ধ দম্পতি। গোটা ঘটনায় আতঙ্কে প্রাক্তন ভূমি রাজস্ব আধিকারিক ও তাঁর স্ত্রী। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ। আবার সপ্তাহখানেক আগেই ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালিয়ে অস্ত্র, বোমা, ১৫ কেজি বারুদ উদ্ধার হয়েছিল। পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ছিল উদ্ধার হওয়া সরঞ্জামের তালিকায়। পুলিশের দাবি, বোমা তৈরির অত্যাধুনিক কারখানা ছিল সেখানে।


আরও পড়ুন:অ্যাডমিট কার্ডে 'ভুল' ঠিকানা, পরীক্ষা শেষের আধ ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছলেন ১০ টেট পরীক্ষার্থী