কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: করোনার (Coronavirus) থাবা বর্ধমান জেলা আদালতে। কোভিডে আক্রান্ত (Covid Positive) হয়েছেন দুই বিচারক। এছাড়াও আরও এক বিচারকের নিকট আত্মীয় করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তিন বিচারকের এজলাসে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান বার অ্যাসোসিয়েশন (Burdwan Bar Association)। ইতিমধ্যেই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


আরও পড়ুন,চুরিও করিনি, ডাকাতিও করিনি, সিবিআই ডাকলে আবার যাব: অনুব্রত


বর্ধমান  বার অ্যাসোসিয়েশনের  সম্পাদক জানিয়েছন,  দুই বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এক বিচারকের পরিবারের একজন করোনা আক্রান্ত হওয়ায় বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, আগামী ইংরাজী ০৬.০৭.২০২২ তারিখ হইতে ১৫.০৭.২০২২ তারিখ অবধি উক্ত আদালত কক্ষগুলিতে বর্ধমান বার এ্যাসোশিয়েশনের সদস্য-সদস্যাগণ প্রবেশ করে কোনও রূপ কাজ সম্পন্ন করিবেন না। গত কয়েকদিন ধরেই পূর্ববর্ধমান জেলার করোনা আক্রান্ত সংখ্যা ঊর্ধ্বমুখী। মঙ্গলবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ জন। এরমধ্যে শুধুমাত্র বর্ধমান পৌর এলাকাতেই করোনা আক্রান্ত ১৫ জন। প্রসঙ্গত, গত বছর কলকাতা হাইকোর্টেও, কোভিড সংক্রমণ হতেই আদালত চত্বরে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এবং অনলাইনে যাবতীয় মামলার কাজ চালানো হয়। খুব জরুরী ছাড়া প্রবেশ নিষেধ করে দেওয়া হয়।


অপরদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে একদিনে করোনার সংক্রমণ ২ হাজার ছুঁইছুঁই। রাজ্যে একদিনে ১ হাজার ৯৭৩জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩জনের মৃত্যু। রাজ্যে করোনার পজিটিভিটি রেট বেড়ে ১৬ শতাংশের কাছে। শুধু কলকাতাতেই একদিনে করোনায় ৭১৭জন আক্রান্ত। উঃ ২৪ পরগনায় একদিনে ৪৮২জন এবং দঃ ২৪ পরগনায় ১৩৮জন সংক্রমিত। জুলাইয়ের প্রথম ৫দিনেই রাজ্যে ৮ হাজারের উপরে করোনার সংক্রমণ। একই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। এখানে একদিনে করোনায় ৭১৭ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী উত্তর ২৪ পরগনায় একদিনে ৪৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ১৩৮ জন সংক্রমিত হয়েছেন। জুলাইয়ের প্রথম ৫ দিনেই রাজ্যে ৮ হাজারের উপরে করোনার সংক্রমণ।