কমলকৃষ্ণ দে, বর্ধমান(পূর্ব বর্ধমান) : ছোট ও মাঝারি শিল্পে বিদ্যুৎ সংযোগ দেবে ডিভিসি। ইউনিট পিছু গড়ে ৪.৮০ টাকা দরে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এছাড়াও পাঞ্চেত ও মাইথনে ২০০০ মেগাওয়াটের সোলার প্ল্যান্ট বসানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানানো হল দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে।


ডিভিসি-র তরফে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত ৫০০ কেভি বিদ্যুৎ চাহিদা-সম্পন্ন বড় শিল্প সংস্থাকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দিত তারা। এবার ১১ কেভি চাহিদাযুক্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বিদ্যুৎ সরাবরাহের চিন্তাভাবনা নিয়েছে তারা। প্রয়োজনে আরও কম চাহিদা সম্পন্ন শিল্পে ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হবে। আগামী দিনে বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার চিন্তাভাবনা আছে সংস্থার।


বর্তমানে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে তাদের সরাসরি গ্রাহক সংখ্যা ৩০০। যা শুধুমাত্র বড় শিল্পের মধ্যেই সীমাবদ্ধ। রাজ্যে শিল্পোন্নয়ন, গ্রাহক পরিষেবা বাড়ানো ও পুরানো গ্রাহকদের ধরে রাখাই লক্ষ্য ডিভিসির। সাংবাদিক সম্মেলনে একথা জানায় তারা। আজ বর্ধমানে বর্ধমান ভবনে বিদ্যুৎ সংযোগ সরবরাহ মেলার আয়োজন করা হয় ডিভিসির তরফে। এর আগে আরও তিন জায়গায় মেলা করে তারা। বর্তমানে ৭টি তাপবিদ্যুৎ ও ৩টি জলবিদ্যুৎ কেন্দ্রে ৬৮০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে ডিভিসি। তার মধ্যে ৩০০টি বড় শিল্প সংস্থাকে সরাসরি বিক্রি করে তারা। এরা সকলেই বড় শিল্প সংস্থা। বাকিটা বিভিন্ন সংস্থাকে বিক্রি করা হয়।


আরও পড়ুন ; আকাশপথে উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা পরিদর্শন মমতার, 'DVC র জল ছাড়া নিয়ে ক্ষোভপ্রকাশ'


এবার গ্রাহক সংখা বাড়াতে ছোট ও মাঝারি শিল্পে কম খরচে বিদ্যুৎ দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে ডিভিসির। তাদের দাবি, অন্য সংস্থার থেকে বিদ্যুতের দাম কম রেখেছে তারা। এদিন ৩৯ জন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীরা এই মেলায় অংশ নেন বলে জানিয়েছেন ডিভিসি কর্তৃপক্ষ।


আরও পড়ুন ; "নিজে না পারলে অন্যের ঘাড়ে দোষ চাপানো অভ্যাস", ডিভিসি-ইস্যুতে মমতাকে বিঁধলেন দিলীপ