কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের মেমারি পুরসভায় তৃণমূলের প্রচারে বাজছে জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি। ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী টোটোয় মাইক বেঁধে এই গান বাজিয়ে এলাকায় ঘুরছেন। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করতেই এই উদ্যোগ, দাবি তৃণমূল প্রার্থীর। হিন্দি সিনেমার আইটেম সং-কে হাতিয়ার করার জবাব মিলবে ভোটবাক্সে, কটাক্ষ বিজেপির। 


বামেরা শুরু করেছিল প্রথমবার। এবার ভোট প্রচারে বামেদের পর প্যারোডি গানকে হাতিয়ার করল শাসক দল তৃণমূল। জনপ্রিয় একটি হিন্দি সিনেমার আইটেম সংকে প্যারোডি হিসাবে তৈরি করে বাড়ি বাড়ি প্রচার করছে শাসক দল তৃণমূল। মেমারি পুরসভার ১০ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপ্রিয় সামন্ত ওরফে গুটেনকে জয়ী করার আহ্বান জানিয়ে তৈরি হয়েছে প্যারোডি গান। "১০ নং ওয়ার্ডে  গুটেন দাকে আবার চাই" এই প্যারোডি গানই বাঁজছে মোবাইলে মোবাইলে। সাড়াও মেলেছে প্রচুর। প্রচারে অভিনবত্ব আনার জন্য  প্রচারে ঝড় তুলতে এবং গানের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরতেই  এই ভাবনা বলে জানিয়েছেন সুপ্রিয় সামন্ত।


এদিকে রাজ্যের অন্য প্রান্তে একটি বিক্ষিপ্ত ঘটনায়, পুরভোটে (Municipal Election 2022) তৃণমূলের (TMC) টিকিট নিয়ে টানাপোড়েনে সংসারে ভাঙন! স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস (Divorce Notice) ধরালেন স্বামী (Husband)! এমনই দাবি করেছেন দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী (TMC Candidate) ও তাঁর নির্দল (Independent Candidate) স্ত্রী (Wife), যা উসকে দিয়েছে বিধানসভা ভোটের (Assembly Election) আগে সৌমিত্র খাঁ-সুজাতা মণ্ডলের বিচ্ছেদ কাহিনির স্মৃতি।


উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরজিৎ রায়চৌধুরী বলেছেন, 'আমি আমার মিসেসকে ডিভোর্স নোটিস পাঠিয়েছি।' আর দক্ষিণ দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী  রীতা রায়চৌধুরী যে প্রসঙ্গে বলেছেন, 'আমি নোটিস পেয়েছি। অ্যাকসেপ্টও করেছি।'


আরো পড়ুন: সরিষাহাটে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ভাই