West Bengal News Live: জোড়াবাগানের মণ্ডল পাড়ায় ঝুপড়িতে আগুন

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Feb 2022 11:38 PM
WB News Live Updates: জোড়াবাগানের মণ্ডল পাড়ায় ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

জোড়াবাগানের মণ্ডল পাড়ায় ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় নেভাতে হিমশিম দমকলের ৬টি ইঞ্জিন। 

West Bengal News Live Updates: শিয়ালদা-সেক্টর ৫ মেট্রোর চূড়ান্ত পরীক্ষা ১৫ মার্চ

শিয়ালদা-সেক্টর ৫ মেট্রোর চূড়ান্ত পরীক্ষা ১৫ মার্চ। পরীক্ষা সফল হলেই শিয়ালদা পর্যন্ত চলবে মেট্রো।পরীক্ষা সফল হলে বাংলা নববর্ষের আগেই শুরু হবে পরিষেবা

WB News Live Updates: সস্তায় বিপুল পরিমাণ সোনা পাওয়ার টোপ দিয়ে ৯ লক্ষ টাকা লুঠের অভিযোগ

নামি স্বর্ণ ঋণদানকারী সংস্থার নাম করে সস্তায় বিপুল পরিমাণ সোনা পাওয়ার টোপ। এক ব্যবসায়ীর থেকে ৯ লক্ষ টাকা লুঠের অভিযোগ। ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। 

West Bengal News Live Updates: পুরভোটে কাকা-ভাইপোর লড়াইয়ে জমজমাট পূর্ব বর্ধমানের কাটোয়া

পুরভোটে কাকা-ভাইপোর লড়াইয়ে জমজমাট পূর্ব বর্ধমানের কাটোয়া। কাটোয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি আবার কাটোয়ার বিধায়কও। আর ওই ৬ নম্বর ওয়ার্ডেই কংগ্রেস প্রার্থী করেছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো রঞ্জিত চট্টোপাধ্যায়কে। দলীয় প্রার্থীকে জেতাতে ভাইপোর বিরুদ্ধে প্রচারে নেমেছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক। একই পরিবারের দুই সদস্য ভোট রাজনীতির ময়দানে বিপরীতমুখী লড়াইয়ে। 

WB News Live Updates: নির্দল প্রার্থীকে বাড়িতে বৈঠক করতে দেওয়ায় বাড়ি মালিককে প্রকাশ্যে 'হুমকি'

নির্দল প্রার্থীকে বাড়িতে বৈঠক করতে দেওয়ায় বাড়ি মালিককে প্রকাশ্যে হুমকি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার। বাঁকুড়ার শীটপুকুর লেনের ঘটনা। নির্দল প্রার্থী টাকা বিলি করছিলেন। দাবি, অভিযুক্ত আইএনটিটিইউসি নেতার। অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থীর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে, কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Updates: শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি, তৃণমূল-বিজেপি  হাতাহাতি

শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি। কাঁথি ১৩ নম্বর ওয়ার্ড সুপার মার্কেটের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল-বিজেপি  হাতাহাতি। শুভেন্দুর প্রচার থেকে তৃণমূলের উদ্দেশে কটূক্তি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধরের অভিযোগ মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির। কাঁথি থানার সামনে বিক্ষোভ। পাল্টা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির। শুভেন্দু ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। 

WB News Live Updates: তমলুক পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। সেই সঙ্গে তাঁর ৫ অনুগামীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও বিক্ষুব্ধ নির্দল প্রার্থী ভোটে লড়ার সিদ্ধান্তে অনড়। নির্দল-কাঁটা নিয়ে তৃণমূলের অন্দরের এই টানাপোড়েনকে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Updates: পুরভোটেও টাকার বিনিময়ে টিকিট, অভিযোগ পুরাতন মালদার এক বিক্ষুব্ধ বিজেপি নেতা ও নির্দল প্রার্থীর

পুরভোটেও টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। এবার এই অভিযোগ তুললেন, পুরাতন মালদার এক বিক্ষুব্ধ বিজেপি নেতা ও নির্দল প্রার্থী। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে গেরুয়া শিবির। ওই পুরসভার মোট চারটি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা।

WB News Live Updates: এবার পুরভোটের প্রচারেও নজর কাড়ছে প্যারোডি

এবার পুরভোটের প্রচারেও নজর কাড়ছে প্যারোডি। উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভায় সিপিএমের থিম সং, আবার ফিরছে বামফ্রন্ট। নেট দুনিয়ায় ভাইরাল এই গান।  গান গেয়ে সাড়া মিলবে না, কটাক্ষ তৃণমূল ও বিজেপির।

West Bengal News Live Updates: শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি,তৃণমূল-বিজেপি বচসা

শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি। কাঁথি ১৩ নম্বর ওয়ার্ড সুপার মার্কেটের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল-বিজেপি বচসা। শুভেন্দুর প্রচার থেকে তৃণমূলের উদ্দেশে কটূক্তি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধরের অভিযোগ মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির। 

WB News Live Updates: ‘গরিবের দল তৃণমূল কংগ্রেস, বৈভব কমাতে হবে', জাতীয় কর্মসমিতির বৈঠকে বার্তা মমতার

নতুনদের প্রয়োজন, কিন্তু মনে রাখতে হবে ওল্ড ইজ গোল্ড’ ,তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে বার্তা মমতার। সূত্রের খবর তিনি বলেছেন, ‘গরিবের দল তৃণমূল কংগ্রেস, বৈভব কমাতে হবে। নবীন-প্রবীণ সবাইকে নিয়ে চলতে হবে। দলে নতুন-পুরনোদের মধ্যে সমন্বয় রক্ষা করে চলতে হবে’

West Bengal News Live Updates: অভিষেককে রেখেই জাতীয় স্তরে তৃণমূলের একাধিক কমিটি

অভিষেককে রেখেই জাতীয় স্তরে তৃণমূলের একাধিক কমিটি। তৃণমূলের সহ সভাপতি যশবন্ত সিন্‍‍হা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য 

WB News Live Updates: বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত

বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত।চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী , আসানসোলের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়, ডেপুটি ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক>

West Bengal News Live Updates: তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে থাকলেন অভিষেকই

 কালীঘাটে মমতার নেতৃত্বে বৈঠকে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষ। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে থাকলেন অভিষেকই।সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম

WB News Live Updates: পুলিশ সেজে ভিড় বাস থেকে যাত্রীকে নামিয়ে ছিনতাইয়ের অভিযোগ

পুলিশ সেজে ভিড় বাস থেকে যাত্রীকে নামিয়ে ছিনতাইয়ের অভিযোগ। গতকাল ভরসন্ধ্যায় বারাসাতে স্বর্ণ ব্যবসায়ীর থেকে ‘লুঠ’।গোবরডাঙার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে রূপোর সামগ্রী ‘লুঠ’।প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার রূপো ‘ছিনতাই’।বাস থেকে নামিয়ে গাড়িতে তুলে ‘লুঠ’ ,সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে পুলিশ

West Bengal News Live Updates: কালীঘাটে মমতার নেতৃত্বে বৈঠকে তৃণমূলের জাতীয় কর্মসমিতি

কালীঘাটে মমতার নেতৃত্বে বৈঠকে তৃণমূলের জাতীয় কর্মসমিতি। জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে পরপর ৩টি আলাদা বৈঠক মমতার।বৈঠক শুরুর কিছু আগে অভিষেকের সঙ্গে কথা বললেন মমতা। এর পরে অভিষেক, মলয় ঘটকের সঙ্গে কথা বলেন মমতা । তারপরে অভিষেক, ফিরহাদ, মলয়ের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী, এমনই খবর সূত্রের।

WB News Live Updates: পুরভোটের আগে ফের বিস্ফোরক মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর

‘ভাঙড়, ভোজেরহাট, হাড়োয়া, মিনাখাঁয় বলা হচ্ছে মদন মিত্র বিপদে। কী কী অস্ত্র আনতে হবে, কী অসুবিধে হচ্ছে বলে জানতে চাইছে। মদনদার জন্য যেতে হবে বলা হচ্ছে, এসব চলবে না। এই খেলা যারা খেলছে...এখানে কোনও গুন্ডামি হবে না’,পুরভোটের আগে ফের বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক

West Bengal News Live Updates: অনাস্থা প্রস্তাব আনাকে ঘিরে রণক্ষেত্র দেগঙ্গা

গ্রাম পঞ্চায়েতের সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনাকে ঘিরে রণক্ষেত্র দেগঙ্গা। যুব তৃণমূল কংগ্রেস সভাপতিকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। 

WB News Live Updates: তৃণমূলের বার্তার পরেও পুরভোটে নির্দল প্রার্থী, জেলায় জেলায় বহিষ্কার

তৃণমূলের বার্তার পরেও পুরভোটে নির্দল প্রার্থী, জেলায় জেলায় বহিষ্কার। ১০ জেলায় এখনও পর্যন্ত ৭০জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।বাঁকুড়ায় ১০জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।পঃ মেদিনীপুরে আরও ৩ জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী বহিষ্কৃত।নদিয়ায় এখনও পর্যন্ত ২১জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে বহিষ্কার

West Bengal News Live Updates: কিছুক্ষণের মধ্যেই আজ বৈঠকে তৃণমূলের জাতীয় কর্মসমিতি

আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকে তৃণমূলের জাতীয় স্তরের পদাধিকারীদের নাম ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে, তৃণমূলের সাংগঠনিক স্তরে আনা হতে পারে One Plus Two ফর্মুলা। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি জাতীয় কার্যনির্বাহী সভাপতির পদ তৈরি করা হতে পারে।

WB News Live Updates: যোধপুর পার্কে চাঁদার নামে ‘জুলুম’, ৫ জনেরই জামিন

যোধপুর পার্কে চাঁদার নামে ‘জুলুম’, ৫জনেরই জামিন।  তৃণমূল নেতা বিজয় দত্ত-সহ ৫ অভিযুক্তেরই জামিন।ধৃতদের জেল হেফাজতের আবেদন করেছিল পুলিশ।জেল হেফাজতের আর্জি খারিজ আলিপুর আদালতে

West Bengal News Live Updates: মার্চ থেকে আগের মতোই বেসরকারি স্কুলে দিতে হবে পুরো বেতন, জানাল হাইকোর্ট

‘মার্চ থেকে আগের মতোই স্কুলে দিতে হবে পুরো বেতন। ৮০ শতাংশ নয়, বেসরকারি স্কুলে দিতে হবে পুরো ফি। করোনা কালে বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশ দিতে হবে।  ২৫ মার্চ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ’, স্কুলের ফি নিয়ে মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

WB News Live Updates: চোর সন্দেহে কলকাতার প্রোমোটারকে পিটিয়ে খুন!

চোর সন্দেহে কলকাতার প্রোমোটারকে পিটিয়ে খুন! বারুইপুরের বেগমপুর এলাকায় চাঞ্চল্য।মাঝরাতে বান্ধবীকে নিয়ে বাইকে চড়ে ঘুরতে আসেন প্রোমোটার।চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনির অভিযোগ।মৃত প্রোমোটার কলকাতার নেতাজিনগরের বাসিন্দা।খুনের নেপথ্যে প্রোমোটিং সংক্রান্ত বিবাদ? তদন্তে পুলিশ

West Bengal News Live Updates: নজরদারি চলছে সারাক্ষণ, মমতার কাছে স্মারকলিপি যোধপুরপার্ক ক্যাফে মালিকের

জোর করে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় যোধপুর পার্কে বাইক বাহিনী। ‘ক্যাফে ঘিরে বাইক বাহিনীর আনাগোনা’। ‘সর্বক্ষণ ক্যাফেতে বাইক বাহিনী নজর রাখছে’। ‘ক্যাফে সম্পর্কে সোশাল মিডিয়ায় চলছে অপপ্রচার’। অভিযোগ ক্যাফে কর্ণধার স্মরলিপি চক্রবর্তীর। মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চেয়ে আবেদন স্মরলিপির।

WB News Live Updates: রামপুরহাট পুরভোটে বাবা-ছেলে মুখোমুখি, মায়ের সমর্থন ছেলের দিকেই

রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাবা-ছেলের লড়াই। বাব বিক্ষুব্ধ বিজেপি কর্মী, টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ছেন। ছেলে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। মায়ের ভোট ছেলের দিকেই। ভোট এলেই উনি নির্দল হিসেবে দাঁড়িয়ে অন্য দলকে সুবিধা করে দেন, কটাক্ষ বিজেপি প্রার্থীর। তৃণমূল প্রার্থীর দাবি, তাঁর লড়াই বাম প্রার্থীর সঙ্গে। বিজেপির কোনও অস্তিত্ব নেই। রামপুরহাট পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ৫ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি ১৩টি ওয়ার্ডে ২৭ ফেব্রুয়ারি ভোট।

West Bengal News Live Updates: রামপুরহাট পুরভোটে বাবা-ছেলে মুখোমুখি, মায়ের সমর্থন ছেলের দিকেই

রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাবা-ছেলের লড়াই। বাব বিক্ষুব্ধ বিজেপি কর্মী, টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ছেন। ছেলে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। মায়ের ভোট ছেলের দিকেই। ভোট এলেই উনি নির্দল হিসেবে দাঁড়িয়ে অন্য দলকে সুবিধা করে দেন, কটাক্ষ বিজেপি প্রার্থীর। তৃণমূল প্রার্থীর দাবি, তাঁর লড়াই বাম প্রার্থীর সঙ্গে। বিজেপির কোনও অস্তিত্ব নেই। রামপুরহাট পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ৫ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি ১৩টি ওয়ার্ডে ২৭ ফেব্রুয়ারি ভোট।

WB News Live Updates: প্রচারে তৃণমূল প্রার্থীর মুখোমুখি, হাত মেলালেন দিলীপ

বারাসাত পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের সময় তৃণমূল প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেন দিলীপ ঘোষ। 

West Bengal News Live Updates: ১৫ দফা দাবিতে রাস্তায় আশাকর্মীরা, অবরুদ্ধ ধর্মতলা চত্বর

আশা কর্মীদের অভিযান ঘিরে অবরুদ্ধ ধর্মতলা চত্বর। ১৫ দফা দাবিতে নবান্ন, রাজভবন ও স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল। ডোরিনা ক্রসিং অবরোধ করে প্রতিবাদ। ২০-২৫ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর।
 

WB News Live Updates: তৃণমূলে তোলাবাজ, দুর্নীতিবাজ, মাফিয়া ভর্তি, বললেন অধীর

তৃণমূলে তোলাবাজ, দুর্নীতিবাজ, মাফিয়া ভর্তি হয়ে আছে। আক্রমণ অধীররঞ্জন চৌধুরীর।

West Bengal News Live Updates: রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত

শীত বিদায়ের মুখেও রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বসন্ত সমাগমের আগে উত্তুরে হাওয়ার দাপট কমছে। পাশাপাশি, ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই বৃষ্টি। যদিও ফাল্গুনের শুরুতে এখনও বাতাসে হিমেল পরশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি নীচে। আগামী কয়েকদিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

WB News Live Updates: সরিষাহাটে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ভাই

ডায়মন্ড হারবারের সরিষাহাটে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ভাই। সম্পর্কে নিহত নুরসালাম বেগের ভাই ধৃত শেখ নুরউদ্দিন। পুলিশ সূত্রে খবর, নিহত যুব তৃণমূল নেতার ভায়রাভাই শরিফুল মোল্লা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিবাদে টাকার বিনিময়ে নুরউদ্দিনকে ষড়যন্ত্রে সামিল করে। তদন্তে নেমে গতকাল এলাকা থেকেই নুরউদ্দিনকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এই নিয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২। পলাতক এক দুষ্কৃতী। অন্যদিকে, যুব তৃণমূল নেতা খুনে মূল ষড়যন্ত্রকারী শরিফুল মোল্লাকে পিটিয়ে মারার ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা।

West Bengal News Live Updates: চোর সন্দেহে কলকাতার প্রোমোটারকে পিটিয়ে খুন বারুইপুরে

চোর সন্দেহে কলকাতার প্রোমোটারকে পিটিয়ে খুন! বারুইপুরের বেগমপুর এলাকায় চাঞ্চল্য। মাঝরাতে বান্ধবীকে নিয়ে বাইকে চড়ে ঘুরতে আসেন প্রোমোটার। চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনির অভিযোগ। মৃত প্রোমোটার কলকাতার নেতাজিনগরের বাসিন্দা। খুনের নেপথ্যে প্রোমোটিং সংক্রান্ত বিবাদ? তদন্তে পুলিশ ।

WB News Live Updates: তিনি বিজেপি-তেই আছেন, মুকুল রায়ের অনুকরণে এ বার দাবি বাগদার বিধায়কের

গেরুয়া টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। বিধানসভা নির্বাচন মিটতে ফের বিজেপি-তে ফিরে এসেছিলেন। সর্বসমক্ষে জোড়াফুল পতাকা তুলে নিয়েছিলেন হাতে। এক বার ফের ভোলবদল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের। পুরভোটের আগে, তাঁর দাবি, তিনি এখনও বিজেপিতেই আছেন। শুধু তাই নয়, নিজেদের মধ্যে কোন্দল না করলে, পুরভোটেও বিজেপি-র ভাল ফল করা উচিত ছিল বলে মন্তব্য করলেন তিনি।

West Bengal News Live Updates: গ্রুপ সি মামলায় সিবিআই তদন্তের উপর অন্তবর্তী স্থগিতাদেশ হাই কোর্টের

গ্রুপ সি মামলায় সিবিআই তদন্তের উপর অন্তবর্তী স্থগিতাদেশ হাই কোর্টের।  ৩৫০ জনের চাকরি বাতিলের নির্দেশেও স্থগিতাদেশ। পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি।

WB News Live Updates: মধ্যমগ্রামে দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান, দুধ ঢেলে রাস্তা শুদ্ধ

পুরভোটের প্রচারে মধ্যমগ্রামের ১৬ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান। গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। দিলীপ ঘোষ চলে যাওয়ার পর দুধ ঢেলে রাস্তা শুদ্ধ করেন যুব তৃণমূল কর্মীরা। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live Updates: কাঁথিতে ফের শুভেন্দু অধিকারীর প্রচারে উত্তেজনা, গো ব্য়াক স্লোগান

কাঁথিতে ফের শুভেন্দু অধিকারীর প্রচারে উত্তেজনা। ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে গেলে শুভেন্দুকে গো ব্যাক স্লোগান। পাল্টা ভারতমাতা কি জয় স্লোগান বিজেপি কর্মীদের।

WB News Live Updates: রাজ্যপালের বিরুদ্ধে মামলা খারিজ হাই কোর্টে

রাজ্যপালের বিরুদ্ধে মামলা খারিজ হাই কোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে খারিজ মামলা। আদালতের কাছে উত্তর দিতে বাধ্য নন রাজ্য পাল, জানাল হাই কোর্ট।

West Bengal News Live Updates: কাঁথি কলেজে দুর্নীতির অভিযোগ, সৌম্যেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ

কাঁথি কলেজে দুর্নীতির অভিযোগ, শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দুর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল কাঁথি আদালত। ১৪ এপ্রিলের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ্য আইসি-কে। আদালতের নথি পাইনি, মন্তব্য করব না, প্রতিক্রিয়া সৌম্যেন্দুর।

WB News Live Updates: পুরভোটেও ভরপুর বিনোদন, প্রচারে বাজছে প্যারোডি গান

বিধানসভা ভোটের পর এবার পুরভোটের প্রচারেও নজর কাড়ছে প্যারোডি। উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভায় সিপিএমের থিম সং, আবার ফিরছে বামফ্রন্ট। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল এই গান। অশোকনগর-কল্যাণগড়ে এই থিম সং বাজিয়েই প্রচার করছেন বাম প্রার্থীরা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। মানুষ বামফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে, গান গেয়ে সাড়া মিলবে না। 

West Bengal News Live Updates: টিকিট না পেয়ে মালদায় নির্দল হিসেবে ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা

পুরভোটে পুরাতন মালদায় বিজেপির গোঁজ-কাঁটা। ২০টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডে টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা। এর মধ্যে রয়েছেন এক ওয়ার্ড সভাপতিও। বিক্ষুব্ধ বিজেপি নেতার অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ওয়ার্ড কমিটি থেকে নাম পাঠানো হলেও, তাকে গুরুত্ব দেয়নি বিজেপি নেতৃত্ব।

WB News Live Updates: নির্দল প্রার্থীকে বাড়িতে বৈঠকে অনুমতি, প্রকাশ্যে বাড়ির মালিককে হুমকি তৃণমূল নেতার

নির্দল প্রার্থীকে বাড়িতে বৈঠক করতে দেওয়ায় বাড়ি মালিককে প্রকাশ্যে হুমকি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের শীটপুকুর লেনে।

West Bengal News Live Updates: রানিগঞ্জের খনিতে কয়লার চাঁই ধসে মৃত্যু শ্রমিকের

খনিতে কাজ করার সময়, কয়লার চাঁই ধসে মৃত্যু হল এক শ্রমিকের। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে রানিগঞ্জে ইসিএলের জে কে নগর কয়লা খনিতে।

WB News Live Updates: সুকান্ত সেতুর ওপর দুর্ঘটনা, মিনিডোরের সঙ্গে অটোর সংঘর্ষ, আহত চার

সন্তোষপুরে সুকান্ত সেতুর ওপর দুর্ঘটনা। মিনিডোরের সঙ্গে অটোর সংঘর্ষে আহত অটো চালক-সহ ৪। আশঙ্কাজনক অবস্থায় যাদবপুরে কেপিসি হাসপাতালে ভর্তি। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। অজয়নগরের দিকে যাচ্ছিল অটোটি। উল্টোদিক থেকে আসা যাদবপুরগামী মিনিডোরের সঙ্গে সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় অটো। মিনিডোরের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live Updates: যোধপুর পার্কের ঘটনায় এক তৃণমূল নেতা-সহ ৫জন গ্রেফতার

উৎসবের নাম করে ক্যাফেতে তোলাবাজির অভিযোগ। টাকা না দিলে ভাঙচুরের হুমকি। যোধপুর পার্কের ঘটনায় এক তৃণমূল নেতা-সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বিতর্কের জেরে যোধপুর পার্ক উৎসব বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

WB News Live Updates: ৬ জেলায় আরও ২৯ জন বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

দলের নির্দেশ মেনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়াননি। এই অভিযোগে, ৬ জেলায় আরও ২৯ জন বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। তার মধ্যে সবচেয়ে বেশি নদিয়ায় ১১জনকে বহিষ্কার করা হয়েছে।

West Bengal News Live Updates: শহরে জ্বালানির দাম অপরিবর্তিত, পেট্রল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা

জ্বালানির দামে হেরফের হল না কলকাতায়। শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১০৪.৬৭ টাকা। লিটারপ্রতি ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।

WB News Live Updates: পড়ুয়াদের জন্য বেলজিয়ামের প্রযুক্তি, কলকাতা পুরসভার ‘আনন্দ গাড়ি’ উদ্যোগ

পড়াশোনা নিয়ে আগ্রহ বাড়াতে উদ্যোগ। কলকাতা পুরসভার স্কুলের পড়ুয়াদের জন্য বেলজিয়ামের প্রযুক্তি আনা হচ্ছে। নাম ‘আনন্দ গাড়ি’। সোমবার থেকেই পুরসভার স্কুলে স্কুলে এই গাড়ি ঘুরবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ শিক্ষা।

West Bengal News Live Updates: যোধপুর পার্কে ক্যাফেতে তোলাবাজির অভিযোগ

যোধপুর পার্কে ক্যাফেতে তোলাবাজির অভিযোগ। নিন্দায় সরব বিদ্বজনেরা। আইনশৃঙ্খলা নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা করল বিরোধীরা। তৃণমূল এই ঘটনাকে সমর্থন করে না। জানালেন কুণাল ঘোষ

WB News Live Updates: স্কুলের বেসরকারিকরণ করতে চেয়েছিল রাজ্য! তুঙ্গে বিতর্ক

সরকারি স্কুলগুলি কি বেসরকারি হাতে তুলে দিতে চেয়েছিল রাজ্য? ভাইরাল হওয়া একটি বিজ্ঞপ্তির খসড়া নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। যদিও স্কুল শিক্ষা দফতর সূত্রের দাবি, যে বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে, সেটি ভুয়ো। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live Updates: ইংরেজবাজারে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

পুরভোটের আগে উত্তেজনা ছড়াল ইংরেজবাজার ও বাঁকুড়ায়। ইংরেজবাজারে বিজেপির ফ্লেক্সে আগুন ও কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ায় তৃণমূলের প্রচার সামগ্রী নষ্ট করার ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির।এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 

WB News Live Updates: পুরুলিয়ার ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

পুরভোটের মুখে পুরুলিয়ার ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় ভাঙচুর। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অস্বীকার করেছে তৃণমূল। মেদিনীপুরে দলীয় প্রার্থীর পোস্টার ছেঁড়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। বারাসাতে তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ায় উত্তেজনা ছড়ায়।

West Bengal News Live Updates: প্রার্থী অপহরণের অভিযোগ ঘিরে ভাটপাড়ায় উত্তেজনা

পুরভোটের আগে প্রার্থী অপহরণের অভিযোগ ঘিরে ভাটপাড়ায় উত্তেজনা। ভোটে না লড়ার মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে শাসকদল, দাবি গেরুয়া শিবিরের। বিজেপি প্রার্থী নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, পাল্টা তৃণমূল।

WB News Live Updates: উত্তর কলকাতায় এবি সম্প্রীতি কাপ

ডায়মন্ড হারবারের এমপি কাপের আদলে এবার উত্তর কলকাতায় এবি সম্প্রীতি কাপ। উত্তর কলকাতা জেলা যুব তৃণমূল নেতৃত্বের দাবি, এবি-র অর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তৃণমূলে বিভেদের জল্পনা উসকে দিয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে আগামী মার্চে ফুটবল টুর্নামেন্টের আয়োজনের কথা জানিয়েছে বিজেপি।

West Bengal News Live Updates: আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক

আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকে তৃণমূলের জাতীয় স্তরের পদাধিকারীদের নাম ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে, তৃণমূলের সাংগঠনিক স্তরে আনা হতে পারে One Plus Two ফর্মুলা। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি জাতীয় কার্যনির্বাহী সভাপতির পদ তৈরি করা হতে পারে।

প্রেক্ষাপট

কলকাতা: আজ তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতির বৈঠক (TMC National Working Committee)। সূত্রের খবর, এই বৈঠকে তৃণমূলের জাতীয় স্তরের পদাধিকারীদের নাম ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে, তৃণমূলের সাংগঠনিক স্তরে আনা হতে পারে One Plus Two ফর্মুলা। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি জাতীয় কার্যনির্বাহী সভাপতির পদ তৈরি করা হতে পারে।


অন্য দিকে, পুরভোটে (WB Municipal Elections 2022) তৃণমূলের টিকিট নিয়ে টানাপোড়েনে এ বার নেতা-নেত্রীর সংসারেই ভাঙন ধরল। দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে নামায়  স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস ধরালেন স্বামী। এমনই কাণ্ড ঘটিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী এবং তাঁর নির্দল স্ত্রী, যা  বিধানসভা ভোটের আগে সৌমিত্র-সুজাতার বিচ্ছেদ কাহিনির স্মৃতি উস্কে দিয়েছে।


পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ অব্যাহত। তাতে এ বার কড়া পদক্ষেপ করতে শুরু করল তৃণমূল। টিকিট না পেয়ে যে নেতারা নির্দল প্রার্থী হিসেবে ভোটে নামছিলেন, তাঁদের এ বার বহিষ্কারের পথে এগোল দল। কোচবিহারে তেমনটাই হয়েছে। পুরভোটে দলে ‘নির্দল’ বিদ্রোহ রুখতে সেখানে কড়া পদক্ষেপ করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলেন তাঁরা। ভবিষ্যতে বহিষ্কৃতদের কোনও ভাবেই দলে ফেরানো হবে না বলে জানিয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। যদিও বহিষ্কৃত নির্দল প্রার্থী তাতে আমল দিতে নারাজ। 


একই ভাবে খড়গপুরে দল থেকে অপসারিত যুব তৃণমূল সভাপতি। আর ছেলের অপসারণ নিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল প্রার্থী। পুরভোটের মুখে যা নিয়ে সরগরম খড়গপুর। বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় অপসারণ, সাফাই তৃণমূল বিধায়কের। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।


আবার পুরভোটের প্রচারে অভিনব উপায়ও বার করতে দেখা যাচ্ছে নেতাদের। বাঁকুড়ায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে রান্না করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। কোচবিহারে পোস্টে উঠে আলো ঠিক করলেন তৃণমূল প্রার্থী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.