রাণা দাস, পূর্ব বর্ধমান: উৎসবের মরসুম ফুরনোর আগেই সংঘর্ষ। কালীঠাকুর বিসর্জন দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত কালনা। দুই পাড়ার মধ্যে সংঘর্ষের সৃষ্টি। ঘটনার জেরে আজ সকালে এক পক্ষের লোকজন চড়াও হয় অপর পক্ষের ওপর। একইসঙ্গে চলে ভাঙচুর, মারধর। ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষেরই বেশ কয়েক জন।
রবিবার ঘটনার সূত্রপাত হয়। গত রবিবার রাতে কালনার কীর্তন মাঠ পাড়ার একটি ঠাকুর বিসর্জনের জন্য পীরতলা পাড়ায় যাচ্ছিল। সেই পথে ওই পাড়ার কিছু যুবক তাদের ঠাকুর আটকায়। অভিযোগ উঠেছে কীর্তন মাঠ পাড়ার যুবকদের লক্ষ্য করে গালিগালাজও করে পীরতলা পাড়ার কিছু যুবক। এই থেকেই শুরু হয় দুই পক্ষের বচসা। যা ধীরে ধীরে হাতাহাতির রূপ নেয়।
সমস্যা মেটাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা এসে বিষয়টি মিটিয়ে দেয়। এরপর অভিযোগ আজ সকালের দিকে পীরতলা পাড়ার বেশ কিছু যুবক এসে কীর্তন মাঠ পাড়ার যুবকদের বাড়িতে চড়াও হয়। মোটরবাইক থেকে শুরু করে বাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: Malda : বাড়িতে বিস্ফোরণ, চাঁচলে বরাত জোরে প্রাণরক্ষা মা-সন্তানের !
অন্যদিকে হুগলির মগরায় গতরাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে ডাকাতি, তাও আবার বিএসএফ কর্মীর বাড়িতে। বাধা দিতে গেলে বাড়ির লোকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মাথা ফাটিয়ে নগদ ও গয়না লুঠ করা হয়েছে। যদিও সময় মতো পৌঁছে যায় পুলিশ। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মগরার ত্রিবেনী পালপাড়ায়।
মগরার ত্রিবেনীর পালপাড়ায় প্রতাপ সিংহের বাড়িতে গতকাল রাত দুটো নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতী দল। প্রতাপ বিএসএফে কর্মরত, আপাতত রাজস্থানে পোস্টিং তাঁর। ছুটিতে বাড়িতে রয়েছেন এই সময়। প্রতাপ জানান, সবাই তখন ঘুমিয়ে পড়েছিলেন বাড়িতে। সেই সময় রান্নাঘরের জানলা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। দোতলায় তাঁর বাবা হরিনাথ সিংহ নাতি প্রতীককে নিয়ে শুয়েছিলেন। ঘরে ঢুকে বাবাকে মারধর করে লুঠপাট চালাতে থাকে দুষ্কৃতীরা। দাদুকে মারতে দেখে দশ বছরের প্রতীক দুষ্কৃতীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তাকেও মারধর করে দুষ্কৃতীরা।