পূর্ব বর্ধমান: রাজু ঝা খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য Raju Jha Murder Case)।  প্রত্যক্ষদর্শী মুড়ি বিক্রেতা আবু জিয়া শেখ দাবি করেছেন, 'একবার নয়, শক্তিগড়ে গাড়ি থেকে নেমে তিনবার মুড়ি কিনেছিলেন লতিফের গাড়িচালক'। খুনের আগে সাধামাঠা এই মুড়ি কেনার ঘটনা কি কোনও ইঙ্গিত দেয় ? আছে কি লুকিয়ে কোনও বড় সঙ্কেত ? মূলত খুনের ১২ দিন পরেও অধরা আততায়ীরা।


 'তৃতীয়বার মুড়ি কেনার পরই হঠাৎ এলোপাথাড়ি গুলির শব্দ'


প্রত্যক্ষদর্শী মুড়ি বিক্রেতার আরও দাবি, 'সন্ধে ৭টা নাগাদ শক্তিগড়ে দাঁড়ায় লতিফের সাদা গাড়ি। তৃতীয়বার মুড়ি কেনার পরই হঠাৎ এলোপাথাড়ি গুলির শব্দ। চোখের সামনেই খুন হন গাড়ির ভিতরে থাকা রাজু ঝা।' সম্প্রতি এই ঘটনার পর রাজু ঝা-র দুর্গাপুরের (Durgapur) বাড়িতে যান অর্জুন সিংহ। যেখানে গিয়ে রাজু ঝা-র পরিবারের পাশে থাকার আশ্বাসই দিয়েছেন তিনি। প্রসঙ্গত, কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুন করা হয়েছিল কয়েকদিন আগেই। যে ঘটনার পর শোকপ্রকাশ করে নিহত কয়লা মাফিয়াকে নিজের ছোট ভাই বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। 


সিট গঠন করে তদন্ত শুরু


খুনের ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও অধরা দুষ্কৃতীরা। যার পরই অর্জুন সিংহের বক্তব্য, শক্তিগড়ে জাতীয় সড়কের ওপরে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, তার পিছনে বড় মাথারা রয়েছে, এটা পরিষ্কার। তাই ঘটনার রহস্য ভেদ করতে কয়েকদিন সময় লাগবে বলেই মনে করেন তিনি। পুলিশের ওপর আস্থা রাখার বার্তাও দেন তিনি। 


আরও পড়ুন, ভূমিকম্প ! সকাল সকাল কেঁপে উঠল শিলিগুড়ি, কম্পন এই জেলাগুলিতে


আবদুল লতিফই কয়লা মাফিয়া রাজু ঝা খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী


প্রসঙ্গত, কয়লা মাফিয়া (Coal Smuggler) রাজু ঝা খুনের পর, থেকেই বেপাত্তা আবদুল লতিফ। মূলত গরু পাচারকাণ্ডের কিংপিন, নাম জড়িয়েছে কয়লা পাচারকাণ্ডেও সেই আবদুল লতিফই কয়লা মাফিয়া রাজু ঝা খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী। লতিফের গাড়িতেই শনিবার, রাজুকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। তার পর থেকে যেন কর্পূরের মতো কার্যত উবে গেছেন লতিফ। এখানেই প্রশ্ন উঠছে, রাজু-খুনের রহস্যের চাবিকাঠি কি তাহলে লুকিয়ে রয়েছেন আবদুল লতিফের কাছেই ? আর এসবের মধ্যেই, গরু পাচারকাণ্ডের কিংপিন শেখ আবদুল লতিফকে ফের তলব করে ED।