বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ৮ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) - 


সর্বোচ্চ তাপমাত্র- ২৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৫ ডিগ্রি সেলসিয়াস


আরও পড়ুন ; শীতের ব্যাটে রানের খরা, বঙ্গে ফের ঊর্ধ্বমুখী পারদ


বঙ্গের আবহাওয়া-


শীতের আমেজ বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিক। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গের বাকি জেলা ও উত্তরবঙ্গেও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিন ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার পরিবর্তন হবে। পশ্চিমী ঝঞ্ঝায় ফের আটকে যাবে উত্তুরে হাওয়া। তার জেরে বঙ্গে ফের কমবে শীতের আমেজ।


ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা। বছরের শুরুতেই শীতের ব্যাটে রানের খরা। ঠান্ডার আমেজ গায়ে মেখে শীতের মরশুমি ফল, পিঠে পুলি, খাওয়ার আনন্দ মাটি।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  শুক্রবার থেকে ৪ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।  কিছু কিছু জেলায় কুয়াশার সতর্কতা থাকছে।  আগামী ১০ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, ঝাড়খণ্ড সংলগ্ন রাজ্যের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।