বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান(Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া(Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।


দেখে নেওয়া যাক আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত) - 


সর্বোচ্চ তাপমাত্র- ২৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৫ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৭ শতাংশ, ন্যূনতম ৩৬ শতাংশ।


আজ পশ্চিম বর্ধমানে আবহাওয়ার আপডেট - (এই তথ্যের মেয়াদ থাকবে ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত) - 


সর্বোচ্চ তাপমাত্র- ২৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৪ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার- বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৩ শতাংশ, ন্যূনতম ৩৫ শতাংশ।


আরও পড়ুন : কলকাতায় ঊর্ধ্বমুখী পারদ, আজ দিনভর কেমন থাকবে মালদার আবহাওয়া?


বঙ্গের আবহাওয়া-


বড়দিন কাটতেই হাওয়া বদল। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।


আরও পড়ুন ; ছাঙ্গুতে আটকে পড়া প্রায় ৪০০ পর্যটক উদ্ধার, সান্দাকফুতে তুষারপাত


গতকাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছিল, ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।