বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ৩৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি- হাল্কা বৃষ্টি, পরিষ্কার আকাশ
আর্দ্রতা - ৬৩ শতাংশ
সূর্যোদয়- ৫টা ১ মিনিটে
সূর্যাস্ত- ৬টা ২৭ মিনিটে
আরও পড়ুন ; আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ? কী বলছে হাওয়া অফিস
বৃষ্টির সম্ভাবনা-
প্রসঙ্গত, গত কয়েকদিন একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার জেরে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে গতকাল সন্ধ্যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামে। বুধবারেও কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। তবে একটানা বৃষ্টিহীনতায় আমন আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে সারাদিন। হালকা বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশের জন্য অস্বস্তি বাড়তে পারে। কারণ আদ্রতাই মূলত গত কয়েকদিন ধরে খলনায়কের কাজ করছে।
তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও প্রবল বর্ষণে একাকার উত্তরবঙ্গ।