পূর্ব বর্ধমান: গলসিতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলীয় নেতার অনুগামীদের বিরুদ্ধে। দলের জেলা সহ সভাপতি জাকির হোসেনের অনুগামীরাই হামলা চালিয়েছে দাবি আক্রান্ত তৃণমূল কর্মীর। অভিযোগ, গতকাল চায়ের দোকানে বসে থাকা ওই তৃণমূল কর্মীকে লাঠি, রড দিয়ে মেরে পা ভেঙে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছে। 


স্থানীয় সূত্রে খবর, গলসি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের জেলা সহ সভাপতি জাকির হোসেনের বিবাদের জেরেই হামলার ঘটনা ঘটে। গোষ্ঠীদ্বন্দ্বের স্পষ্ট ইঙ্গিত মিলেছে ব্লক সভাপতির কথায়। ঘটনায় রাজনীতি-যোগ অস্বীকার করেছেন জেলা সহ সভাপতি। টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাসক-কোন্দল, কটাক্ষ বিজেপির। গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 


উল্লেখ্য, ১০০ দিনের টাকা আত্মসাৎ, ঘনিষ্ঠকে টেন্ডার পাইয়ে দেওয়া, পানীয় জলের সংযোগ দেওয়ার নামে টাকা আদায়-সহ একাধিক আর্থিক দুর্নীতিতে জড়িত দলেরই দুই পঞ্চায়েত প্রধান। তাঁদের বিরুদ্ধে তদন্ত চেয়ে জেলাশাসককে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়।


বিধায়কের অভিযোগের আঙুল পূর্বস্থলীর দোগাছিয়া ও জাহাননগর পঞ্চায়েতের দুই তৃণমূল প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত দুই প্রধানই আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। দলের বিধায়কই তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলছেন, এই ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। দলে আলোচনা করলেই ভাল হত, দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তি ঢাকতে সাফাই তৃণমূল নেতৃত্বের। বিধায়কের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক। 


অন্যদিককে, মালদার বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। অভিযোগ বন্যা পরিস্থিতি নিয়ে উদাসীন জেলা প্রশাসন। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি এলাকায় দুর্গতদের ত্রাণ বিলিতে প্রশাসন উদাসীন, অভিযোগ বিধায়কের। নিজের পিঠ বাঁচাতে প্রশাসনের ঘাড়ে দায় চাপাচ্ছেন বিধায়ক, কটাক্ষ বিজেপির।


তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।শাসকদলের বিধায়কের অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি জেলাশাসক। অন্যদিকে, গঙ্গা ও ফুলহারের জল বাড়ায় রতুয়া ১ নম্বর ব্লকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। 


আরও পড়ুন: North Dinajpur: ফের পঞ্চায়েতের দখল নিল তৃণমূল, উচ্ছ্বাস আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতে


আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল