ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: শ্মশান দুর্নীতি (Crematorium Scam) মামলায় অধিকারী পরিবারের (Adhikary Family) নাম উঠে এসেছে আগেই। এ বার ওই মামলায় সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) গাড়িচালককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম গোপাল সিংহ। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। কাঁথি ক্যানাল পাড়া এলাকা থেকে কাঁথি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শ্মশানকাণ্ডে আর্থিক তছরুপে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 


শ্মশান দুর্নীতি মামলায় সৌমেন্দুর নাম


রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে সম্প্রতি ইলেকট্রিক চুল্লি নির্মাণের জন্য চিহ্নিত জমিতে দোকানঘর তৈরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ সামনে আসে। সৌমেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করেন কাঁথি (Contai) পুরসভার চেয়ারম্যান। কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তিনি প্রকল্পের টাকা তছরুপ করেন বলে অভিযোগ ওঠে। 


পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথির রাঙামাটি শ্মশানকে নিয়েই যাবতীয় বিবাদ। দীর্ঘদিন ধরে ওই শ্মশানে ইলেকট্রিক চুল্লি বসানোর দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী। সম্প্রতি সেই এলাকা পরিদর্শনে যান চেয়ারম্যান সহ পুরবোর্ডের সদস্যরা। কিন্তু সেখানে পৌঁছে দেখা যায়, যেখানে চুল্লি বসার কথা, সেখানে সারি দিয়ে ১৪টি দোকানঘর দাঁড়িয়ে রয়েছে। 


আরও পড়ুন: Adhikari Family: বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতি! ফের কাঠগড়ায় অধিকারী পরিবার, শুভেন্দুর দাদা-বৌদিকে জিজ্ঞাসাবাদে তলব


স্থানীয় দোকানদারদের দাবি, ২০১৯-'২০ সালে এই দোকানগুলি তৈরি হয়। ৮-৯ লাখ টাকায় পুরসভার থেকে দোকানগুলি কেনেন ব্য্যবসায়ীরা।  কিন্তু তৃণমূল পরিচালিত বর্তমান পুরসভার চেয়ারম্যানের দাবি, দোকান নির্মাণ এবং বিক্রি সংক্রান্ত কোনও তথ্য, পুরসভার নথিতে নেই। 


শ্মশানের জমিতে দোকান নির্মাণ করে বিক্রির অভিযোগ


২০১৯-২০ সালে কাঁথি পুরসভার চেয়ারম্যান ও পরবর্তী কালে পুর প্রশাসক পদে ছিলেন সৌমেন্দু। তাই সরাসরি তাঁর দিকেই আঙুল উঠেছে। প্রশাসনিক পদে থেকে অর্থের তছরুপ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ-সহ একাধিক ধারায় মামলায় দায়ের হয়েছে। ঠিকাদার সতীনাথ দাস অধিকারী এবং সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরাকেও আগেই গ্রেফতার করা হয়েছে এই মামলায়। এ বার গ্রেফতার হলেনব সৌমেন্দুর গাড়িচালক।