শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : নন্দীগ্রামের গোকুলনগরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোনাচূড়ায় কুণাল ঘোষ (Kunal Ghosh)। জোড়া সভা ঘিরে তেতে উঠল রবিবাসরীয় রাজনীতি ! বিজেপির বাড়িতে ঢুকে ভোট আনতে হবে, দলীয় কর্মীদের বার্তা দিলেন কুণাল ঘোষ ! অন্যদিকে, নন্দীগ্রামে পঞ্চায়েতে ভোটে জিতবে বিজেপিই, চ্যালেঞ্জ বিরোধী দলনেতার।
তেতে উঠছে ব্যাটলফিল্ড নন্দীগ্রাম !
সামনে পঞ্চায়েতের যুদ্ধ ! তার আগে তেতে উঠছে ব্যাটলফিল্ড নন্দীগ্রাম ! রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন গোকুলনগরে,
তখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জনসংযোগ সারলেন সোনাচূড়ায় ! আর তাঁদের চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জ ঘিরেই ফের তেতে উঠল নন্দীগ্রামের মাটি।
দলীয় কর্মীদের উদ্দেশে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বার্তা, ভোট আনতে হবে বিজেপির বাড়িতে ঢুকে। পুরনো নেতারা থাকবে। নতুনরাও থাকবে। শুভেন্দুর ভিত নড়ে গেছে। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ, আমাদের কোনও চিন্তা নেই, বিজেপির ১৭টার মধ্যে ১২টায় আমাদের প্রধান বসবে, বাকিগুলো আমরা আঙুল যেদিকে দেখাব, সেদিকে।
পঞ্চায়েত নির্বাচনের আগে, পরস্পরের গড়ে ঢুকে হুঙ্কার দিতে ছাড়ছেন না নেতারা। ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর ঘরের মাঠ কাঁথিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেদিন অভিষেকের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারে সভা করেন শুভেন্দুও। সেই মেগা ডুয়েলের পরে, এবার সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই হাজরায় সভা করবেন বিরোধী দলনেতা।
শুভেন্দু জানান, কালকে হাজরায় আমার সভা আছে। ওরা এসেছিল আমার বাড়িতে সভা করতে, কথায় কথায় বলে কাঁথি চল। কাল ওর পাড়ায় সভা আমাদের, আমি আর সুকান্ত করব।
অন্যদিকে, পাল্টা কুণাল ঘোষ বলেন, বলছে যাদের চাকরি তারা কালীঘাট যাবে মিছিল করে, কিন্তু আমরাও তাহলে বলছি ১০০ দিনের কাজের বকেয়া টাকার জন্য শান্তিকুঞ্জে যান।
রবিবার নন্দীগ্রামের গোকুলনগরে ৩৬০০ বুথ কর্মীকে নিয়ে পঞ্চায়েতের প্রস্তুতি বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই সময় নন্দীগ্রামের সোনাচূড়ায় পূর্ব নির্ধারিত জনসংযোগ কর্মসূচি - চাটাই বৈঠকে যোগ দেন কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণ বিষয়, সম্প্রতি কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়া, নেতা ও কর্মীদের একাংশ এদিন ফের বিজেপিতে ফিরে যান শুভেন্দু অধিকারীর হাত ধরে। তা নিয়েও শুরু হয়ে যায় দুই নেতার বাগযুদ্ধ ! এপ্রসঙ্গে শুভেন্দু বলেন, যত চাটাই সভা হবে, দলে ততই ছাঁটাই হবে।
পঞ্চায়েতের ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। কিন্তু, জমে উঠেছে বাকযুদ্ধ।
আরও পড়ুন ; 'মমতা-পুলিশ গরু পাচারের ব্যবস্থা করে দিচ্ছে' ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু অধিকারী