বিটন চক্রবর্তী ও সন্দীপ সরকার, নন্দীগ্রাম : হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার নন্দীগ্রামের (Nandigram) দাউদপুরের। বচসা-হাতহাতিতে জড়াল তৃণমূলের (TMC) দুই পক্ষ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র-
তৃণমূলের দু’পক্ষের মধ্যেই ব্যাপক বচসা। হাতাহাতি থেকে ধস্তাধস্তি, বাদ গেল না কিছুই ! রবিবার সকালে গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ।
আরও পড়ুন ; সমবায়ের মাধ্যমে সরকারি স্বীকৃতি নয়াচরের মৎস্যজীবীদের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দাউদপুরে এদিন ছিল হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। অভিযোগ, এই নির্বাচনে যুযুধান তৃণমূলেরই দুই শিবির ! যার একদিকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির অনুগামীরা আর অন্যদিকে তৃণমূলের পরিচালিত দাউদপুর পঞ্চায়েতের প্রধানের অনুগামীরা ! দু’পক্ষেরই দাবি, তাদের প্রার্থী তালিকায় দলের অনুমোদন রয়েছে।
নন্দীগ্রামের দাউদপুর পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা সামসুল ইসলাম বলেন, আমাদের অনুমোদন রয়েছে। অন্য গোষ্ঠীর অনুমোদন নেই।
যদিও নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সানোয়ার খান বলেন, আমাদের ব্লকের অনুমোদন রয়েছে।
এদিন সকাল থেকে তৈরি হয় তৃণমূলের দুটি ক্যাম্প। জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বেলা বাড়তে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। যার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। যদিও কয়েকদিন আগে দুই শিবিরের সঙ্গে কথা বলে একটি প্রার্থী তালিকা করার বার্তা দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি !
গত ২৫ তারিখেই তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র বলেছিলেন, রাজ্যের নির্দেশে দুই শিবিরের সাথে কথা বলে একটি তালিকা প্রস্তুত করে লিফলেট আকারে তা জানিয়ে ভোট হবে। কিন্তু জেলা সভাপতির এই নির্দেশের পরও এদিনের ঘটনা এড়ানো গেল না!
এনিয়ে আগেই তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া বলেছিলেন, 'দাউদপুর অঞ্চলের জনপ্রিয় নেতা সামসুল ইসলাম। তাঁর উদ্যোগে ৬ জনের একটি প্যানেল জমা পড়েছে। সেটার অনুমোদন আছে। আর ব্লকগত ভাবে দিতে গেলে জেলার অনুমোদন লাগে। আমরা আর কাউকে অনুমোদন দিইনি।'
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে নন্দীগ্রামে হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে দু’পক্ষের কোন্দল ঘিরে অস্বস্তিতে তৃণমূল।