সন্দীপ সমাদ্দার ও পূর্ণেন্দু সিংহ, পুরুলিয়া ও বাঁকুড়া: দক্ষিণেশ্বরের পর পুরুলিয়া, রাজ্যে ফের শ্যুটআউট। পুরুলিয়ার বান্দোয়ানে ডিওয়াইএফআই নেতাকে গুলি করার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। গুলি চালনার ঘটনায় ৩ জনকে গ্রেফতরা করা হয়েছে। ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জখম নেতার নাম কৃষ্ণপদ টুডু। মিটিং করে ফিরছিলেন বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব।
দলের অভিযোগ:
ওই এলাকায় একটি কর্মসূচি চলছিল। সেখানে পার্টির সক্রিয়তা বেড়েছিল। তারপরেই এই ঘটনা ঘটে। দলীয় কার্যালয় থেকে ফিরছিলেন ওই ডিওয়াইএফআই নেতা। তখনই হামলা চালানো হয়। দাবি সিপিএমের স্থানীয় নেতৃত্বের।
তৃণমূলের দাবি:
তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, 'বান্দোয়ানে দিদির সুরক্ষাকবত প্রোগ্রাম ছিল। সারাদিন ধরে চলেছে। বিষয়টি জানা নেই। বিস্তারিত জেনে বলতে পারব।'
দক্ষিণেশ্বরে শ্যুটআউট: ঘটনার সূত্রপাত এদিন সকালে। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, রহড়াতে কিছুদিন আগে একটা ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানতে পারে, সেই ডাকাতিতে যারা অভিযুক্ত তারা ওই হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছে, এদিন সকালে একজন একটা ঘর নেয়। মোট ২টো ঘরে ৩ জন ছিলেন। পুলিশ ছবি দেখিয়ে হোটেল কর্মীদের কাছে জানতে চান, সংশ্লিষ্টদের মধ্যে কেউ হোটেলে আছে কি না, তখনই কর্তৃপক্ষ চিহ্নিত করতে পারে তাদের। হোটেল থেকে ইতিমধ্যেই নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরপর দোতলায় যান পুলিশ আধিকারিকরা। পুলিশ আসার সঙ্গে সঙ্গেই সম্ভবত টের পান পুলিশ এসেছে। বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। তাতেই গুলিবিদ্ধ হন সিভিক ভলান্টিয়ার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজন। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। আহত ওই সিভিক ভলান্টিয়ারকে প্রথমে বেলঘরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
কদিন আগেই কলকাতাতেই চলেছে গুলি। বড়দিনের আগের রাতে হাইল্যান্ড পার্কে একটি পানশালায় ঝামেলা হয়। সেখান থেকে এক যুবককে গাড়িতে তুলে কামালগাজিতে নিয়ে গিয়ে গুলি চালানোর ঘটনা ঘটে। তাতে গুরুতর জখম হন ওই যুবক। পানশালা থেকে বেরিয়ে আসার পরই ঘটে যায় হাড়হিম করা ঘটনা। অভিযোগ, গাড়ির মধ্যে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা ছাড়াও, তাঁকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন: রাজ্যে বাড়ছে চিকেন পক্সে আক্রান্তের সংখ্য়া, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের