অর্ণব মুখোপাধ্যায়, ঝালদা, পুরুলিয়া: পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যাকাণ্ডের রহস্যভেদ এখনও হয়নি। তার সঙ্গেই খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর কিনারাও এখন হয়নি। এরই মধ্যে নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেই তৃণমূল কর্মী এবার পাল্টা তপন কান্দুর পরিবারের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ করলেন। হুমকিতে অভিযুক্ত তৃণমূল কর্মী ভীম তিওয়ারি বলেন, 'আমার ওপর প্রেসার ক্রিয়েট করছে, আমি মানসিক ভাবে বিপর্যন্ত, নিরঞ্জনের মতো হবে কি না জানি না।' এদিনই ঝালদার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস।


কী ঘটনা:
তপন কান্দু খুনের FIR’এ নাম রয়েছে এই তৃণমূল কর্মী ভীম তিওয়ারির। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। রবিবার এর বিরুদ্ধেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলে।


তপন কান্দুর পরিবারের দাবি:
রবিবার নিহত কংগ্রেস কাউন্সিলের ছেলে দেব কান্দু বলেন, 'বাজার থেকে ফেরার পথে আমাকে ভীম আটকায়। গালিগালাজ করে হুমকি দেয় মেরে ফেলব।' বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি সিবিআইকেও অভিযোগ জানিয়েছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলে। এর পরই তৃণমূল কর্মী ভীম তিওয়ারি তলব করে সিবিআই। বিকেল সাড়ে ৩টের সময় ঝালদা ফরেস্ট অফিসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যান তিনি। তাঁকে আধঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারেরা। নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু বলেছিলেন, 'পুরুলিয়া যাওয়ার আগেই তো হুমকি দিয়েছে। ওরাই তো আমার স্বামীর খুনের ষড়যন্ত্র করেছে।'


পাল্টা দাবি:
এরপর বাইরে বেরিয়ে নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবারের বিরুদ্ধে পাল্টা চাপ সৃষ্টির অভিযোগ তোলেন অভিযুক্ত তৃণমূল কর্মী! ভীম তিওয়ারি বলেন, 'আমি কাউকে হুমকি দিইনি। ওরা ফাঁসানোর চেষ্টা করছে। চাপ সৃষ্টি করছে। আমি কাল পুরুলিয়ায় ছিলাম।


ঝালদাকাণ্ডে অভিযোগ-পাল্টা অভিযোগের পর্ব চলছে। শেষপর্যন্ত কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডের রহস্যভেদে সিবিআই কবে করতে পারে, সেদিকেই রয়েছে সবার নজর।


আরও পড়ুন: চেয়ারম্যানের শপথের পর পেরিয়েছে মাসখানেক, এখনও হয়নি পূর্ণাঙ্গ পুরবোর্ড