সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরসভা নির্বাচনের (WB Municipal Polls 2022) ভোটগ্রহণে ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগেও রাজনৈতিক হিংসা এবং অশান্তির খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এ বার পুরুলিয়ায় (Purulia News) তৃণমূলের (TMC) কার্যালয় পুড়িয়ে (Fire) দেওয়ার অভিযোগ উঠল। চোখে পড়ে যাওয়ায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা গিয়েছে যদিও। কিন্তু এই ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।
পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে তৃণমূলের প্রার্থী রবিশঙ্কর দাস। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে কেউ বা কারা সেখানকার একাধিক ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে অগুন ধরিয়ে দেন। ২১ নম্বর ওয়ার্ডের চুনাভাটির ১৬৫ -১৬৬ নম্বর বুথ এবং কর্পূর বাগান এলাকার সুফল পল্লি বাই লেনে অবস্থিত ১১৯-১২০ নম্বর বুথে আগুন ধরানো হয় বলে অভিযোগ তাঁর।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাতের অন্ধকারে আগুন ধরানো হয়। বিষয়টি পুরুলিয়া সদর থানার পুলিশের নজরে আসার পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। তাতেই ভয়াবহ পরিস্থিতি এড়ানো গিয়েছে কিছুটা হলেও।
এই ঘটনায় বিজেপি-র (BJP) দিকেই অভিযোগের তির তৃণমূলের। তাদের দাবি, এলাকায় তৃণমূল শক্তিশালী। তাই ভয় পেয়ে এই ধরনের কাজ করতে হচ্ছে বিরোধী শিবিরকে। বিজেপি যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী গৌতম সহিস বলেন, ‘‘তৃণমূল এখানে ধরাশায়ী হবে। আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। নিজেরা আগুন লাগিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে তৃণমূল।’’
উল্লেখ্য, ওই ২১ নম্বর ওয়ার্ডটি আসলে তফসিলি জাতির জন্য সংরক্ষিত। তৃণমূল, বিজেপি-র পাশাপাশি সেখানে এ বারে প্রার্থী হয়েছেন সিপিএম-এর (CPM)C প্রাক্তন কাউন্সিলর মীরা রায়ও।
ভোটের আগের দিন, শনিবার এমন ভূরি ভূরি অশান্তির অভিযোগ উঠে আসছে। বর্ধমানে বিজেপি-র নির্বাচনী কার্যালয়ের বাইরে বোমা রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাদেরও নিশানায় তৃণমূলই। সেখানে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমা নিস্ক্রিয় করার জন্য। আবার, মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল। শুক্রবার রাতে ধুলিয়ানে মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।