কলকাতা: মধ্যরাতে আরজি করে তাণ্ডবের (R G Kar Chaos) ঘটনায় বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় ফের বিজেপি এবং সিপিএমকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর জি কর মেডিক্যাল ভাঙচুর করেছে সিপিএম-বিজেপি। 


আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে অপরাধীদের শাস্তির দাবিতে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে তিনি বলেন, "বাংলায় ব্যবস্থা নেওয়া হয়, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষককে মালা পরানো হয়। ডিওয়াইএফআইয়ের পতাকা নিয়ে হামলা চালানো হয়, বিজেপি গিয়েছিল জাতীয় পতাকা নিয়ে। আর জি কর মেডিক্যালে হামলা চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা। প্রমাণ লোপাটের চেষ্টা করতে ঢুকেছিলেন, ভুল করে গিয়েছিলেন সেকেন্ড ফ্লোরে। সিপিএম-বিজেপি মনে রেখো, হাসপাতাল গুন্ডামির জায়গা নয়, সেবার জায়গা।''         


এদিকে আরজি কর মেডিক্যালের ভিতরে ভাঙচুর, হামলার ঘটনায় আরও ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীর কাজে বাধা- সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রাক স্বাধীনতার রাতে আচমকা ব্যারিকেড ভেঙে শয়ে শয়ে দুষ্কৃতী ঢুকে পড়ে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশের সামনেই অবাধে চলে তাণ্ডব। জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর, HDU, ENT বিভাগ-সহ ১৮টি জায়গায় ভাঙচুর চলে।

ঘটনার ২৪ ঘণ্টারও অনেকটা সময় পর বৃহস্পতিবার গভীর রাতে থানায় অভিযোগ দায়ের করে আরজি কর কর্তৃপক্ষ। সেদিনই ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ফুটেজ থেকে বেশ কয়েকজনকে চিহ্নিত করে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় কলকাতা পুলিশের তরফে। ২৪ ঘণ্টার মধ্যেই তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। কিন্তু তাদের অনেকেরই দাবি, ঘটনার সঙ্গে তাঁরা জড়িতই নন। তবে হামলা, ভাঙচুর চালানোর কথা স্বীকার করেছে দমদম পূর্ব সিঁথির বাসিন্দা সৌমিক দাস ও লেকটাউনের বেদিয়া পাড়ার বাসিন্দা শেখ শাহজাহানের পরিবার। আরজি কর মেডিক্যালে হামলা, ভাঙচুরের ঘটনায় এপর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Mamata Banerjee: চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ, পথে মমতা, মৌলালি থেকে শুরু মিছিল