কলকাতা: আর জি কর হাসপাতালে গিয়ে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিলেন, কলেজের প্রাক্তনী, অশীতিপর চিকিৎসকরা। অন্য়দিকে, আর জি কর হাসপাতালের ঘটনায় একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে-দিকে চলছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পুলিশি সমন নিয়ে আরও জোরাল হল প্রতিবাদ। মুখ খুললেন, শহরের বিশিষ্ট চিকিৎসকরা।
আর জি কর মেডিক্য়াল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে, সোমবার তার পাশে দাঁড়ালেন বর্ষীয়ান চিকিৎসকরাও। চিকিৎসক ও আর জি করের প্রাক্তনী তৃষিত রায় বলেন, "ছাত্র-ছাত্রীরা আমাদের ছেলে-মেয়ের সমান, তাঁরা কেমন আছে? তাঁদের শরীর স্বাস্থ্য, তাঁদের একটু দেখতে এসেছি।'' আরেক প্রাক্তনীর কথায় , "১৯৬৪ আমি প্রথম বর্ষে যোগদান করেছিলাম এখানে ১৯৬৯ সালে পাস করেছি, আমরা এসেছি এখানে, জাস্টিস চাইতে এসেছি, জাস্টিস, আমাদের নাতি-নাতনিদের জন্য।''
অশক্ত শরীর। কিন্তু আর ঘরে বসে থাকতে পারেননি আর জি কর মেডিক্য়াল কলেজের বহু প্রাক্তনী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে গলা মিলিয়ে, প্রাক্তনীদের গলাতেও একই সুর, we want justice।আর জি কর মেডিক্যাল কলেজের এক প্রাক্তনী বলছেন, "১৯৬৪ সালে আমরা প্রথম বর্ষে যোগদান করেছিলাম, আমার ছোট ছোট ভাই, সন্তানদের সুরক্ষা যেন থাকে, আমাদের কন্যা সন্তান, তাঁদের যেন সুরক্ষা থাকে, তাই বিচার চাইতে এসেছি।'' ডা. সুমিতা চট্টোপাধ্যায় আরজি করের প্রাক্তনী। তিনি বলেন, "আমি ১৯৬৮ সালে প্রথম বর্ষে যোগদান করেছিলাম। স্কুল হচ্ছে আমাদের প্রথম মা, দ্বিতীয় হচ্ছে আর জি কর, এটা আমার দ্বিতীয় এবং সারা জীবনের সঙ্গী মা, এখানে কি না এসে পারা যায়?''
এদিকে আর জি কর-কাণ্ডে তোলপাড় রাজ্য থেকে দেশ। বিচার চেয়ে বাড়ছে প্রতিবাদের ঢেউ। আজ স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন ABVP. অন্যদিকে, চিকিৎসকদের পুলিশি তলব নিয়ে তোলপাড়, বিক্ষোভের মধ্যেই, আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। জোড়া প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি আজ নজরে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট। চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় দেশের সর্বোচ্চ আদালত যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে, আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে তার শুনানি হওয়ার কথা। অন্যদিকে, CP-র CBI হেফাজতের পক্ষে সওয়াল করে পুলিশের জোড়া সমন পাওয়ার পর, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Protest: চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদ, একই সারিতে হাঁটলেন ফিরদৌস, ঋজু ও তরুণজ্যোতিরা