কলকাতা: ভরদুপুরে কাগজ কুড়োনোর সময় রাস্তায় পড়ে থাকা বোমা ফেটে মৃত্যু (Bomb Blast) হল একজন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার (Kolkata) প্রাণকেন্দ্র ধর্মতলার কাছে অবস্থিত তালতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ মধ্য কলকাতার এসএন ব্যানার্জি রোডের ওপর অবস্থিত তালতলা এলাকায় কাগজ কুড়োচ্ছিলেন বাপি দাস নামে ৫৮ বছরের এক ব্যক্তি। আচমকা রাস্তার ধারে পড়ে থাকা একটি প্ল্যাস্টিক ব্যাগে হাত দিতেই প্রবল বিস্ফোরণ হয়। এর জেরে জখম হন বাপি দাস। তাঁকে শিয়ালদার এনআরএস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
তালতলার মতো ওই রকম জনবহুল জায়গায় আচমকা এই বোমা বিস্ফোরণের ঘটনার জেরে যানজটেরও সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে তালতলা থানার পুলিশ কর্মীরা গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি চালান। বম্ব স্কোয়াড়ের সদস্যরাও গোটা এলাকা খতিয়ে দেখেন। ফরেনসিক পরীক্ষাও করা হচ্ছে।
আরও পড়ুন: Mamata Banerjee: অনেক অসম্মান করছেন আপনারা, আন্দোলনকারী ডাক্তারদের বললেন মুখ্যমন্ত্রী
এই ঘটনার খবর শোনার পরেই রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গোটা ঘটনাটির তদন্ত এনআইএ-কে দিয়ে করানোর দাবি জানিয়েছেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, "এই বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি মনে করি এনআইএ-কে দিয়ে তদন্ত করা উচিত। কারণ আমার মনে হয় না পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারবে। এই ঘটনা প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ব্যর্থ। যদি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির হাল এই রকম হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।"
এমনিতেই আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা। তার মাঝেই তালতলায় ভর দুপুরে বোমা বিস্ফোরণ হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar News: 'ভিডিও রেকর্ডকারীদের ঢুকতে দেওয়া হয়নি', অপেক্ষায় মমতা, অপেক্ষায় ডাক্তাররা !