সুদীপ্ত আচার্য, কলকাতা: প্রবল তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় স্বস্তির বৃষ্টি (South Bengal Rain)। আজ দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 


বিশদ...
তার অপেক্ষায় গত প্রায় কুড়ি দিন ধরে চাতক পাখির মতো বসেছিল কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ। তীব্র দহনজ্বালা থেকে একমাত্র সে-ই যে স্বস্তি দিতে পারে, একথা জানা থাকলেও আকাশে মেঘের ছিটেফোঁটাও দেখা যায়নি বেশ কিছু দিন। অবশেষে গত সপ্তাহে আশার বাণী শোনায় আবহাওয়া দফতর। তখন থেকে পাড়ার আ়ড্ডার ঠেক থেকে অফিসের ক্যান্টিন, সর্বত্র আলোচনা ছিল এই নিয়েই। কবে আসবে কালবৈশাখী? বস্তুত, এ বছর এপ্রিলে কালবৈশাখীর অনুপস্থিতি কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে আবহাওয়াবিদদেরও। তবে দহনজ্বালা থেকে উদ্বেগ, সব কিছু এক লহমায় উড়ে গেল সোম-সন্ধ্যায়। আকাশ ঢাকল কালো মেঘে। তার পর গুড় গুড় আওয়াজ। ঝোড়ো হাওয়া অবশ্য আগে থেকেউ কালবৈশাখীর আগমনী শোনাচ্ছিল। সময়ের সঙ্গে তারও দাপট বাড়ে। এলোমেলো হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টির ছাঁট--- শান্ত হয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।
কলকাতার আগে অবশ্য মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে বাঁকুড়া, পুরুলিয়া ও নদীয়া। তখন থেকেই অপেক্ষার প্রহর গোনা বেড়ে যায় মহানগরের বাসিন্দাদের। আকাশে মেঘের দেখা মেলায় কলকাতার মানুষ টের পেয়েছিলেন, আজ সন্ধেতেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। হলও তাই। প্রাণ জুড়িয়ে নামে বৃষ্টি। মুষলধারে বর্ষণে ভিজে শান্ত হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের মাটি। 


প্রেক্ষাপট...
চলতি বছর গরমের রেকর্ড করেছে বাংলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খন্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেই কারণেই একটি নিম্মচাপ অক্ষরেখা তৈরি হয় যার ফলে পশ্চিমবঙ্গের নানা অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। মূলত দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদা বীরভূম প্রভৃতি জেলায় বৃষ্টির সম্ভাবনা ছিল।  দক্ষিণবঙ্গের মানুষের প্রাণ জুড়িয়ে সেই পূ্র্বাভাস সত্যি হল এদিন। সোমবার সন্ধেয় যখন কলকাতায় বৃষ্টি নামে, তখন অন্যান্য দিনের তুলনায় দৃশ্যমানতার ফারাক সাদা চোখেই ধরা পড়ছিল। পরের দিকে বৃষ্টির বেগ ধরে এলেও আকাশে মেঘের গুড়গুড়ানি দীর্ঘক্ষণ চলে। ছিল ঝোড়ো হাওয়ার তীব্রতাও। সব মিলিয়ে এক ধাক্কায় অনেকটা নেমে যায় শহরের তাপমাত্রা।


 


 


আরও পড়ুন:১০০ বছর পর অক্ষয় তৃতীয়ায় এমন শুভ যোগ, ফুলেফেঁপে উঠবে ৩ রাশির অর্থভাগ্য