রুমা পাল, কলকাতা: 'রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি (CRPC 144) সত্ত্বেও কী ভাবে ধর্না করছে তৃণমূলের (TMC Dharna)?' মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানতে চাইল রাজভবন (Raj Bhawan Writes Letter To Chief Secretary)। রাজ্য প্রশাসন কী ভাবে এর অনুমতি দিল, চিঠিতে সে কথাও জানতে চাওয়া হয়েছে।
আর যা...
সূত্রের খবর, রাজভবনের পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়, 'যেখানে ১৪৪ ধারা জারি, সেখানে ধর্নার অনুমতি কে দিয়েছে? কী ভাবে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে অবস্থান চলছে?' একই সঙ্গে প্রশ্ন, মঞ্চ সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কি? তাৎপর্যপূর্ণভাবে, আজ অর্থাৎ রবিবার বিকেলে কলকাতা ফিরছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঠিক সে দিনই রাজভবন থেকে এই চিঠি মুখ্যসচিবকে পাঠানো হয়েছে। গত কয়েক দিন ধরে রাজ্যপালের সঙ্গে তৃণমূল প্রতিনিধিদের দেখা করা নিয়ে আলোড়নের সাক্ষী বঙ্গ রাজনীতি। উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি দেখে রাজ্যপালের দিল্লি ফিরে যাওয়ার পর সেই টানাপড়েন চরমে ওঠে। পরে তৃণমূলের প্রতিনিধিদের একাংশ তাঁর সঙ্গে দেখা করেন। কিন্তু তখন থেকেই প্রশ্ন উঠছিল, তিনি কলকাতায় কবে ফিরবেন? এদিন জানা যায়, বিকেলেই শহরে ফিরছেন রাজ্যপাল বোস। তার আগে রাজভবনের তরফে মুখ্যসচিবকে চিঠি দিয়ে স্পষ্ট জানতে চাওয়া হয়, ধর্নামঞ্চ বাঁধার জন্য এখানে কে অনুমতি দিয়েছিল? আইনের কোন ধারা মেনে সেই অনুমতি দেওয়া হয়? ধর্নামঞ্চ সরানোর ব্যাপারে কোনও প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে কিনা?
গত কাল যা ঘটে...
তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর অবশ্য জানা শোনা গিয়েছিল, রাজ্যের ১০০ দিনের বকেয়া নিয়ে তিনি সিভি আনন্দ বোস আশ্বাসবাণী শুনিয়েছেন। দার্জিলিঙে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর বলেন, 'মানুষের দাবি মেটানোর চেষ্টা করবেন রাজ্যপাল। তবে রাজনৈতিক বাধা থাকলে উনি কিছু করতে পারবেন না।' দার্জিলিঙে গিয়েই রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের ৩ প্রতিনিধি। তার পরেই এই বার্তা। সঙ্গে জানা যায়, খুব তাড়াতাড়ি কলকাতায় আসবেন সি ভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যপাল।' শুধু তাই নয়। কল্যাণের সংযোজন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের ভবিষ্যৎ নেতা, একথাও বলেছেন রাজ্যপাল।' সেই বার্তার কয়েক দিনের মধ্যেই অভিষেকের ধর্নামঞ্চ নিয়ে এমন কড়া চিঠি কেন গেল রাজভবনের তরফে?
আরও পড়ুন:'কারও কাছে মাথা নত করব না', ফিরহাদ-মদনদের বাড়িতে CBI তল্লাশির সময় পোস্ট তৃণমূলের