প্রদ্যোৎ সরকার, নদিয়া  : কার্তিক মাসের পূর্ণিমা (Kartik Purnima 2022 )। উত্তরভারতে দেব দীপাবলি ( Dev Deepaboli 2022 ) । সারা ভারতে গুরু নানকের জন্মদিবস উদযাপন। আর বাংলার মাটিতে রাস উৎসব ( Rash Utsav 2022 ) । পূর্ণিমা তিথিতে এই উৎসবে মেতে ওঠেন কৃষ্ণপ্রেমীরা। লোকমুখে প্রচলিত কথা অনুসারে, এই দিন বৃন্দাবনের গোপিনীদের সঙ্গে জোছনার আলোয় অপূর্ব এক লীলায় মেতেছিলেন গোপিকাকান্ত রাধাকান্ত ।  গোপিনীদের নাচে - গানে ও শ্রীকৃষ্ণের বাঁশীতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবন ভূমি। বাংলার চৈতন্য ধাম নবদ্বীপের রাস উৎসব বিশেষ আকর্ষণ। 

আরও পড়ুন : 


১০ লক্ষ প্রদীপে কাশীতে দেব দীপাবলি পালন! দেবভূমের সৌন্দর্য্যে 'মোহিত' মোদিও


শাক্ত ও বৈষ্ণব ধারার মিশেলে পালিত হয় রাস। পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন রাস উৎসবেও থিম পুজোর আধিক্য। নবদ্বীপেও করোনার প্রভাবে আগের দুই বছর রাস ঘিরে ছিল নিরাপত্তার ঘেরাটোপ, নিয়ম বিধির কড়াকড়ি। এবার করোনা কাল কাটিয়ে অনেকটাই স্বাভাবিক প্রাচীন জনপদ চৈতন্যভূমি নবদ্বীপ। অন্যান্য বছরে তুলনায় এবছর থিম পুজোর আধিক্য চোখে পড়ার মতো।


কুটিরপাড়া মুক্তি সূর্যের ক্লাবের থিম সিঁদুরের বিনিময়ে বীর বন্দনা। সরকার পাড়া নিশান ক্লাব পরিচালিত গঙ্গা মাতা ও নটরাজ পুজোর থিম চোখে পড়ার মতো। ৪৫ তম বর্ষে পদার্পণ করা এ বছরের থিম নারায়ণের সৃষ্টি। এখানকার চোখ ধাঁধানো আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে। ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে ইতিমধ্যেই মেতে উঠেছে চৈতন্যভূমি নবদ্বীপ।

রাস উৎসব উপলক্ষ্যে চৈতন্য ভূমি নবদ্বীপে সাড়ে ৩৫০ টিরও বেশি দেব-দেবীর পুজো হয়।  ধুমধাম করে রাস উত্‍সব পালিত হচ্ছে নবদ্বীপে। এবছর সাবেকী পুজোর পাশাপাশি নজর কাড়ছে থিম। চোখ ধাঁধানো আলোয় সেজে উঠেছে চৈতন্যভূমি। রাস উত্‍সবে দর্শনার্থীদের ঢল। 


অন্যদিকে, মঙ্গলবার থেকে কোচবিহার শহরে শুরু হচ্ছে রাসমেলা। ২০ দিন ধরে মেলা চলবে। ঐতিহ্যবাহী রাস উৎসবে মেতেছে পটাশপুরের পঁচেটগড়! রাজবাড়ির এই রাস উৎসব প্রায় ৫০০ বছরের পুরনো। এখনও জাঁকজমক করে উত্‍সব পালন হয়। রাজবাড়ির পাশেই বসে মেলা। ১৭ নভেম্বর পর্যন্ত চলবে রাস মেলা।