কলকাতা : তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতি, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পর এবার নতুন নাম। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে শোনা গেল বিভাস অধিকারীর (Bibhas Adhikari) নাম। 'বিভাস অধিকারী তাপস মণ্ডলের মতোই একজন', ২১ ফেব্রুয়ারি দাবি করেছিলেন কুন্তল ঘোষ। গতকাল খোঁজ মেলার পর বিভাসের প্রসঙ্গে তোলেন গোপাল দলপতিও।


যদিও কুন্তল-গোপালকে চেনেন না বলে দাবি করলেন বিভাস অধিকারী। 'নিজেদের দিক থেকে নজর ঘোরাতেই ভাসিয়ে দেওয়া হচ্ছে একের পর এক নাম। মানিক ভট্টাচার্যর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। 'মানিক ভট্টাচার্যর সঙ্গে ঘনিষ্ঠতা না রেখে কলেজ চালাবে এমন কেউ ছিল না।' মন্তব্য একাধিক বিএড, ডিএলএড কলেজের কর্ণধার বিভাস অধিকারীর।


পার্থ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য কুন্তলের-


এদিকে গতকালই পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন কুন্তল ঘোষ। ইডি সূত্রে খবর, যুব তৃণমূল নেতার দাবি, জেলের মধ্যেই তাঁকে রীতিমতো শাসিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।


ইডি-র কাছে কুন্তল দাবি করেন, পার্থ তাঁর কাছে জানতে চান, কেন তাঁর নাম বলা হয়েছে ? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন, জানতে চান পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পর্কে কুন্তলের বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।


গোপাল দলপতিকে নিয়েও সম্প্রতি শোরগোল পড়ে যায়। তাঁর খোঁজ মিলছে না খবর সামনে আসে । যদিও তিনি পালিয়ে যাননি, সিবিআই-কে (CBI) জানিয়েই সেবি-র (SEBI) কাজে দিল্লিতে গিয়েছেন বলে আগের দিনই টেলিফোনে এবিপি আনন্দকে (ABP Ananda Exclusive) এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দেন গোপাল দলপতি (Gopal Dalapati)। তাঁর কথায়, 'মামলা মিটিয়ে ৩-৪ দিনে ফিরব।' হৈমন্তী-বিতর্কের মধ্যে গোপালের খোঁজ মিলছে না বলেও জল্পনা ছড়িয়েছিল। তার মধ্যেই এবিপি আনন্দকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া গোপালের। 


ফোনে বিস্ফোরক দাবি করেন গোপাল। তিনি বলেন, 'মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় নথি নিয়েছিলেন কুন্তল ঘোষ। ব্যাঙ্ক স্টেটমেন্টে নমিনির জায়গায় লেখা ছিল হৈমন্তীর নাম। সেটি দেখে হৈমন্তীর নাম বলছেন কুন্তল।' নিজেদের কুর্কীতি ঢাকতে এসব করছেন যুব তৃণমূল নেতা, দাবি করেন গোপাল।


এদিকে হৈমন্তীর নামে কোম্পানি খোলা নিয়ে গোপালের দাবি, স্ত্রী কসমেটিক্সের ব্যবসা করতে চাওয়ায় তা খোলা হয়েছিল। তবে এও জানান, হৈমন্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে তাঁর। খুব তাড়াতাড়ি কলকাতায় গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন। হৈমন্তীও সঠিক সময়ে সামনে আসবেন বলে দাবি তাঁর। 


আরও পড়ুন ; জেলের মধ্যে শাসানি পার্থর! ইডি-র কাছে অভিযোগ কুন্তলের