পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : গ্রুপ ডি (Group D Recruitment Scam) মামলায় এখনও পর্যন্ত মাত্র একজন গ্রেফতার। চার্জশিটে নাম থাকা সত্ত্বেও বাকিদের কেন ধরা হচ্ছে না ? ফের সিবিআই-এর (CBI) তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারক। এদিন ফের খারিজ হয়ে গেল এসপি সিন্হা, সুবীরেশ ভট্টাচার্যদের জামিনের আর্জি। ১১ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 


বিচারকের ক্ষোভের মুখে সিবিআই


নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় এজেন্সিকে। বৃহস্পতিবার গ্রুপ ডি ও নবম-দশমের মামলায় এসএসসির (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ ৮ জনকে আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করা হয়।


এদিন শুনানির শুরুতেই সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারক বলেন, গ্রুপ ডি মামলায় শুধুমাত্র একজন গ্রেফতার হয়েছে, অথচ চার্জশিটে একাধিক নাম রয়েছে। তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না? এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে তদন্তকারী অফিসার? যদি তাঁদের গ্রেফতার না করেন তাহলে ছেড়ে দিন। তিনি আরও বলেন, গ্রুপ সি ও নবম-দশমের তদন্ত ঠিকঠাক হলেও বাকিগুলোর কী হচ্ছে? কী চলছে এসব? এটা কি সিভিল কেস ? গোটা বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিচারক।


CBI-এর আইনজীবীকে কার্যত চুপ করিয়ে তিনি বলেন, আমি জানি আপনাদের কাছে কোনও উত্তর নেই। গ্রুপ ডি মামলায় একমাত্র গ্রেফতার হওয়া সুব্রত সামন্তকে নিয়ে আমি কী করব? টাকা নিলেও উনি কি কোনও সরকারি আধিকারিক? প্রশ্ন করেন বিচারক। আদালতে পেশের আগে, এদিন ফের নিয়োগ দুর্নীতিকাণ্ডে দায় এড়ানোর চেষ্টা করেন নবম-দশমের মামলায় ধৃত কৌশিক ঘোষ।                             


 এদিকে, এদিন ফের শান্তিপ্রসাদ, সুবীরেশদের জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক। ১১ মে পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত।                                                 


আরও পড়ুন- কালিয়াগঞ্জ জুড়ে ১৪৪ ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা


 


আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !