আবির দত্ত, কলকাতা : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়কের (TMC MLA) প্রাক্তন আপ্ত সহায়ক। তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । সকাল ১১ থেকে প্রবীর কয়ালকে (Prabir Kayal) জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও জারি রয়েছে প্রশ্ন-পর্ব। প্রবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ মাসে দু'কোটিরও বেশি টাকার লেনদেনের অভিযোগ। কোথা থেকে জমা পড়ল এত টাকা? জানতে চায় সিবিআই (CBI)।


সিবিআই সূত্রে দাবি, ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত একাধিকবার প্রবীর কয়ালের অ্যাকাউন্টে টাকার লেনদেন হয়েছে। এর মাঝে একবার দু'মাসে ২ কোটির বেশি টাকা পড়েছে অ্যাকাউন্টে। এই বিপুল পরিমাণ টাকা কি আসলে নিয়োগ দুর্নীতির টাকা ? এর সঙ্গে কী তৃণমূল বিধায়কের কোনও যোগসূত্র রয়েছে ? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। 


অর্থের বিষয়ে যাবতীয় খোঁজ জানতেন তাঁর প্রাক্তন আপ্ত সহায়কই। এমনইটাই সিবিআইকে জানিয়েছিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক। যদিও 'তাঁকে ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্র হয়েছে তাঁর বিরুদ্ধে' বলে এবিপি আনন্দের কাছে মুখ খুলেছিলেন প্রবীর কয়াল। অ্যাকাউন্টে ২ কোটির বেশি টাকা লেনদেন প্রসঙ্গে প্রবীর কয়াল সাক্ষাৎকারে দাবি করেছিলেন, 'তাপস সাহার সঙ্গে আর্থিক বিষয়ে কোনও লেনদেন হয়নি। ওই টাকাটা একজন সরকারি কনট্রাক্টরের।'                                                                                            


আরও পড়ুন- 'মেয়েকে গ্রেফতার করা অন্যায়' সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত


এদিকে, প্রবীর কয়ালকে নিজের প্রাক্তন আপ্তসহায়ক হিসেবেই মানতে নারাজ তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা। পাশাপাশি কোনওরকম আর্থিক লেনদেনও তাঁর সঙ্গে হয়নি বলেই দাবি করেছেন তিনি। তাপস সাহার অভিযোগ, 'গাড্ডায় পড়ে বাঁচার জন্য অন্যের ওপর অভিযোগ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।'                                          


 



আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস