সুজিত মণ্ডল, নদীয়া: চিকিৎসায় গাফিলতির অভিযোগে নদিয়ার (Nadia Medical Negligence) রানাঘাটে নার্সিংহোম ভাঙচুর করলেন রোগীর আত্মীয়-পরিজনেরা। আক্রান্ত নার্সিংহোমের এক চিকিৎসকও। ঘটনাস্থলে পৌঁছেছে রানাঘাট থানা পুলিশ।


কী ঘটেছিল? 
পরিবারের দাবি, গত রবিবার দুপুরে, রানাঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডের সাধুর বাগান এলাকার বাসিন্দা, ২২ বছরের  অন্তঃসত্ত্বা পূজা রায়কে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল। তিনি নার্সিংহোমেরই চিকিৎসক অনুপম বিশ্বাসের চিকিৎসাধীন ছিলেন। প্রসূতির পরিবারের দাবি, নার্সিংহোমে নিয়ে আসার পর চিকিৎসক তাঁর আলট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন। পরীক্ষা করানোর পর প্রসূতির বাড়ির লোকজন জানতে পারেন, ২৬ সপ্তাহ আগে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়েছিল। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ ও সেখানকার চিকিৎসক, প্রসূতির আত্মীয়-পরিজনদের জানিয়েছিলেন, গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়েছে আগেই। এর পরই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায়, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে রানাঘাটের ওই নার্সিংহোমে প্রসূতি ভাঙচুর চালান রোগীর আত্মীয়-পরিজনেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ।


আগেও অভিযোগ...
চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল বা নার্সিংহোমে উত্তেজনা এ রাজ্যে অপরিচিত নয়। গত এপ্রিলেই এই অভিযোগে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে এম আর বাঙুর হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর হাসপাতালে আনা হয়েছিল কসবার বাসিন্দা আমন সাউকে। পর দিন সকালে, বছর কুড়ির তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। পরিবারের অভিযোগ সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। তাই নিয়েই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। শুধু তাই নয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে কাঠগড়ায় ওঠে সরকারি হাসপাতালও। অভিযোগ, সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেট  দেওয়ার পরও নড়েচড়ে ওঠে সে। বিতর্কে জড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘটনার তদন্ত হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তার আগে, গত ডিসেম্বরে, রোগীমৃত্যুকে কেন্দ্র করে এসএসকেএম-এ উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর করা হয় বলে দাবি। চিকিৎসকদের মারধরেরও অভিযোগ ওঠে। তবে এই প্রথমবার নয়, রোগীর ইস্যুতে আগে একাধিকবার উত্তাল হয়েছে এই হাসপাতাল চত্বর।


আরও পড়ুন:নিঝুম সন্ধ্যা, আঁধার রাত, আর ধূসর গোলক, প্রথম দর্শনেই বাজিমাত, কক্ষপথ থেকে চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান-৩