সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাজ্য সফরে অমিত শাহ। ইতিমধ্যেই তাঁকে চিঠি লিখে, দেখা করতে চেয়েছেন আর জি কর হাসপাতালের নিহত তরুণী-চিকিসকের মা-বাবা। এই অবস্থায়, কুণাল ঘোষ বলেন, যেহেতু তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চান, তাই এই বিষয়টাকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা উচিত। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।


আর জি কর-কাণ্ডে তোলপাড় বঙ্গ-রাজনীতি তার মধ্যেই, প্রথমবার বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তাঁকে চিঠি লিখেছেন নিহত তরুণী-চিকিসকের মা-বাবা। তাই প্রশ্ন একটাই, নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কী দেখা করবেন অমিত শাহ? শনিবার রাতেই কলকাতায় অমিত শাহ। রবিবার সকালে পেট্রাপোল সীমান্তে, নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ও মৈত্রী গেটের উদ্বোধন করবেন। দুপুরে সল্টলেকের EZCC-তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনাপর্বে থাকবেন অমিত শাহ। রবিবার সন্ধেতেই দিল্লি ফিরে যাবেন তিনি। তার মধ্যেই কী নিহত চিকিৎসকের মা-বাবাকে সাক্ষাতের জন্য সময় দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? এবিপি আনন্দর 'ঘণ্টা খানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে তদন্তের বিষয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর দ্বারস্থ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন নিহত চিকিৎসকের মা-বাবা।


এরপর, অমিত শাহকে লেখা চিঠিতে নিহত চিকিৎসকের বাবা লেখেন, 'আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করছি। আপনার সুবিধামতো যে কোনও জায়গায় গিয়ে দেখা করতে চাই। আমার মেয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর, আমরা ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখন অসহায় বোধ করছি। আমি সস্ত্রীক আপনার সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় আলোচনা করতে চাই। আমরা আপনার গাইডেন্স ও সাহায্য চাইছি।' 


সূত্রের দাবি, সাক্ষাতের জন্য অমিত শাহকে চিঠি দিয়েছেন 'তিলোত্তমা'র বাবা-মা।তাঁরা বুঝতে পেরেছেন যে তদন্তের বিষয়টি CBI দেখছে, আর, বিচার দেবে আদালত। তাঁরা এই বিষয়ে কিছু বলতে চান। এখনও পর্যন্ত ধর্ষণ ও খুনের মামলায়, CBI একজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে, যাকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এখন, যেহেতু অভিভাবকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চান, তাই এই বিষয়টাকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা উচিত। আমরা সবাই চাই ওই তরুণী চিকিৎসক বিচার পাক। বিজেপি সাংসদ   শমীক ভট্টাচার্য বলেন, এটা সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যাপার, এটা নিয়ে তৃণমূল রাজনীতি করতে পারে।


আরও পড়ুন, দলীয় নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ! 'কে বেশি খেল, কে কম..'


তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক   কুণাল ঘোষ বলেন, 'অমিত শাহর ব্যস্ত শিডিউল, কিন্তু তারপরও নির্যাতিতার মা-বাবাকে সময় দেওয়া উচিত।' আর জি করকাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় CBI প্রথম চার্জশিটে, খুন-ধর্ষণকাণ্ডে শুধুমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসাবে দেখিয়েছে তারা। যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।