কলকাতা: জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করতেই চড়া সুর কল্যাণের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণে তৃণমূল সাংসদ । 'কী এমন আন্দোলন হল যে ৫ কোটি টাকা তুলতে হল? আমরাও আন্দোলন করেছি, একটাও পয়সা তুলতে হয়নি। সিপিএম ঠিক এভাবেই করত। যারা কর্মবিরতিতে নেমেছিল, তারাই তো থ্রেট কালচার করছে', রিষড়ার সভায় আক্রমণে কল্যাণ।
মাসের শুরুতেও নিশানা করেছিলেন কল্যাণ। ১০ দফা দাবি না মান হলে মানুষকে পরিষেবা দেব না। এটাও থ্রেট কালচার। কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিশানা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আড়াল থেকে রাজনীতি করার অভিযোগেও সরব হয়েছিলেন তিনি। পাল্টা জবাব দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেছিলেন, 'এটা কি আমরা আমাদের ব্য়ক্তিগত স্বার্থের জন্য় করছি কিছু? এখানে একটা সামগ্রিক হাসপাতালের সুরক্ষার একটা কথা বলা হয়েছে।' আর জি কর-কাণ্ডের পর বিভিন্ন মেডিক্য়াল কলেজে থ্রেট কালচারের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য়ে।
শাসক ঘনিষ্ঠ চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে এনিয়ে সরব হয় একাধিক মেডিক্য়াল কলেজের জুনিয়র ডাক্তার ও চিকিৎসক পড়ুয়াদের একটা বড় অংশ। সাগর দত্ত মেডিক্য়াল কলেজে জুনিয়র ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর। ন্য়াশনাল মেডিক্য়াল কলেজে জুনিয়র ডাক্তারদের হুমকি ও হেনস্থা। এবং চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্য়ুর অভিযোগে বীরভূমের রামপুরহাট মেডিক্য়ালের ফিমেল ওয়ার্ডে ঢুকে পরিজনদের বিক্ষোভের প্রতিবাদে যেদিন ফের রাজ্য় জুড়ে কর্মবিরতিতে যান আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেদিনই থ্রেট কালচারের প্রসঙ্গ টেনে তাঁদেরই নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।
কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, চাপ দিয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করা যায় না এক নম্বর। আর চাপ দিয়ে সরকার বদল করা যায় না।থ্রেট কালচার কারা করছে আজকে সেটাই মানুষের কাছে প্রশ্ন। জিজ্ঞাসা করুন। ১০ দফা দাবি না মানলে আমি যাব না এটা থ্রেট কালচার। এটা কী ধরনের সংস্কৃতি? এটা কোনও পেশার কাজ? কিঞ্জল নন্দ বলেছিলেন, ডাক্তারদের মারা, ডাক্তাররা ডিউটি করতে করতে ধর্ষণ-খুন হচ্ছে এবং ডাক্তারদেরকে এসে বাড়ির লোকজন ২০ জন, ২২ জন এসে মারছে ডাক্তাররা চিকিৎসা দেওয়া সত্ত্বেও সেই জায়গাটা কোন সংবিধানে আছে এবং যারা করছে তাদেরকে রক্ষা করা যে কোন সংবিধানে আছে সেটাও আমি জানতে চাই। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেও আক্রমণ শানিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
আরও পড়ুন, রাতেই কলকাতায় অমিত শাহ, নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।