কলকাতা: অনিকেত মাহাতো, আলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্যর পর এবার অসুস্থ তনয়া পাঁজা। তনয়া কলকাতা মেডিক্যালের পড়ুয়া চিকিৎসক। এর আগে অনশনের ৮ দিনের মাথায় গতকাল অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসককে ভর্তি করা হয় এনআরএসে। এনআরএস হাসপাতালেরই অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য।


অনিকেত মাহাতো, আলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়ের পরপর অসুস্থ হন পুলস্ত্য আচার্য। ধর্মতলায় অনশনের ৮ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসককে ভর্তি করা হল এনআরএসে। এনআরএস হাসপাতালেরই অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। ইউরিনে কিটোনের মাত্রা বেড়ে, বমি বমি ভাব পুলস্ত্য আচার্যের, জানালেন এনআরএসের অধ্যক্ষ। নেফ্রোলজি, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন, অ্যানাস্থেসিয়ার চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন। 


এদিকে, লাগাতার অনশনের  জেরে অসুস্থ অনিকেত মাহাতো। ভর্তি রয়েছেন আর জি কর মেডিক্যালের CCU-তে। অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা। মা দুর্গার আরাধনায় যখন মেতে উঠেছে বাঙালি, তখন ধর্মতলার বুকে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। লাগাতার অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতেই তাঁকে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয় তাঁর।


হাসপাতালের তরফ থেকে প্রাপ্ত তথ্য় অনুযায়ী, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অনিকেত মাহাতো।তাঁর শারীরিক অবস্থার সামান্য় উন্নতি হয়েছে। এখন স্বাভাবিক ভাবে কথা বলতে পারছেন। গায়ে জ্বর নেই, পালস রেটও স্বাভাবিক। তবে তাঁর শরীরে যে কিটোন বডি পাওয়া গিয়েছে তা দুশ্চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার তাঁর শরীরে কিটোন বডির মাত্রা ছিল ৪ শুক্রবার তা নেমেছে সাড়ে তিনে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের মতে, সঙ্কটজনক হলেও তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।সেরে উঠতে সময় লাগবে তাঁর। হাসপাতালের সূত্রে খবর, আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই রাখা হবে অনিকেতকে।


আরও পড়ুন, পূর্ণিমা কান্দুর মৃত্যুতে CBI তদন্তের দাবি, ঝালদায় এলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।