কলকাতা : স্বাস্থ্যভবনের সামনে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে সেখানে আসা অগ্নিমিত্রা পালকে দেখে 'গো ব্যাক' স্লোগান জুনিয়র ডাক্তারদের। যদিও অগ্নিমিত্রা দাবি করছেন, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেন, কিন্তু তিনি আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসেননি। কেন ওইদিকে আসতে হয়েছে তাঁকে সেকথাও খোলসা করেন বিজেপি নেত্রী।


এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেন, 'আমাদের এই মিছিলকে ভাঙার প্রচেষ্টা বলে মনে করেছি। আমরা তাই গো ব্যাক স্লোগান দিয়েছি। উনি একজন নেত্রী। সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতেই পারেন। প্রতিবাদ অবস্থানের বাইরে, পার্টি অফিসে যেখানে ইচ্ছা দিতে পারেন। কিন্তু, এই অবস্থানমঞ্চে নয়। উনি অবস্থানমঞ্চের সামনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে মন্তব্য দিয়েছেন। আমাদের এটুকুতে আপত্তি। এই ব্যারিকেডের ওপারে রাজনৈতিক রং ফেলে বহু মানুষ এসেছেন। বহু মানুষ সাধারণ জামাকাপড়-জুতো পরে এসেছেন। আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। আমাদের পাশে বসে গতদিনও রাত কাটিয়েছেন। কই আমরা তো বাধা দিইনি। কোনও রাজনৈতিক রং আমাদের প্রতিবাদে লাগতে দেব না।'


যদিও অগ্নিমিত্রা বলছেন, 'সৌভাগ্যবশত ও দুর্ভাগ্যবশত যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, সেটা আমাদের পার্টি অফিসের সামনে। দুপাশ দিয়ে রাস্তা বন্ধ। গাড়িটাকে অন্যত্র রেখে হাঁটতে হাঁটতে আসছি। ডাক্তাররা ভাবছিলেন, আমি বোধহয় ওঁদের আন্দোলনে যোগ দিতে এসেছি। সম্পূর্ণভাবে সমর্থন করি, কিন্তু আমি ওঁদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি। আমার ১২টা প্রেস কনফারেন্স। আমার এখানে কাজ আছে। আমার এটা স্টেট অফিস। আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দু'দিকটা বন্ধ রেখে দেন...একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞাসা করলাম, বলল দুই দিকটাই বন্ধ। অগত্যা আমাকে ওঁদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। বিজেপি সম্পূর্ণভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আছি। তাঁরা আমাকে গো ব্যাক বলুক বা যা-ই বলুক, আমি দিদিভাই হিসাবে তাঁদের পাশে আছি। তাঁদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আমরা আসিনি। আমি এসেছি আমার কাজে। কিন্তু, তাঁদেরও বোঝা উচিত আজ যাঁরা এই রাস্তা দিয়ে আসছেন, তাঁদের যেতে হবে। কোনও এজেন্ডা নিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না। '


আরও পড়ুন ; 'ভগবান আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে, এর থেকে লজ্জার কিছু নেই', মধ্যরাতে আন্দোলনকারীদের পাশে নিহত চিকিৎসকের মা-বাবাও


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।