RG Kar Case Live Updates: আন্দোলনের ৪২ দিন পর উঠছে কর্মবিরতি, শুধুমাত্র জরুরি বিভাগে যোগদান

RG Kar News Live Updates: আর জি কর ইস্যুতে উত্তাল বাংলা। থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের। 

ABP Ananda Last Updated: 19 Sep 2024 11:31 PM
WB News Live Updates: ধর্না উঠতে চললেও স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে অনড় জুনিয়র ডাক্তারদের

ধর্না উঠতে চললেও স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে অনড় জুনিয়র ডাক্তারদের। থ্রেট কালচার বন্ধে কমিটি তৈরির দাবি। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নিহতের বাবার।

West Bengal News LIVE: স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

WB News Live Updates: আন্দোলনের ৪২ দিন পর উঠছে কর্মবিরতি, শুধুমাত্র জরুরি বিভাগে যোগদান

আন্দোলনের ৪২ দিন পর উঠছে কর্মবিরতি, শুধুমাত্র জরুরি বিভাগে যোগদান

West Bengal News LIVE: শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করছেন জুনিয়র ডাক্তাররা

শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করছেন জুনিয়র ডাক্তাররা

WB News Live Updates: কাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান তুলে নেবেন জুনিয়র ডাক্তাররা

কাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান তুলে নেবেন জুনিয়র ডাক্তাররা

West Bengal News LIVE: আর জি কর-কাণ্ডের ৪১ দিন, আন্দোলনে জুনিয়র ডাক্তাররা

আর জি কর-কাণ্ডের ৪১ দিন, আন্দোলনে জুনিয়র ডাক্তাররা

WB News Live Updates: আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা, মুখ্যসচিবের নিরাপত্তা-নির্দেশিকা স্বাস্থ্যসচিবকে

আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের। অন ডিউটি রুম থেকে CCTV, প্যানিক অ্যালার্ম, হেল্পলাইন চালুর নির্দেশ। 

West Bengal News LIVE: হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের

হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের

WB News Live Updates: সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর জামিন

সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর জামিন

West Bengal News LIVE: জামিন পেলেন কলতান দাশগুপ্ত

জামিন পেলেন কলতান দাশগুপ্ত

WB News Live Updates:আর জি কর মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের

আর জি কর মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের

West Bengal News LIVE: সিবিআই নজরে সল্টলেকের হোটেল

সিবিআই নজরে সল্টলেকের হোটেল। ৯ অগাস্ট রাতে এক মহিলাকে নিয়ে হোটেলে ওঠেন আর জি করের টিএমসিপি নেতা। অ্যাপের মাধ্যমে বুকিং। ভিজিটর্স বুক নিয়ে সিজিও-তে হোটেল কর্মীরা। 

WB News Live Updates: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে উর্দি পরে 'মত্ত' পুলিশ কর্মীর ছবি ভাইরাল!

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে উর্দি পরে 'মত্ত' পুলিশ কর্মীর ছবি ভাইরাল! রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে উর্দি পরে 'মত্ত' পুলিশ কর্মীর ছবি ভাইরাল! সাসপেন্ড অভিযুক্ত পুলিশকর্মী, শুরু বিভাগীয় তদন্ত। 

West Bengal News LIVE: আর জি কর মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের

আর জি কর মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের

WB News Live Updates: স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী

স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী

WB News Live Updates: স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী

স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী

West Bengal News LIVE: ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা

ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। নতুন করে জল ঢুকেছে হুগলির খানাকুলে। ভাসছে ২০টিরও বেশি গ্রাম। জল ঢুকেছে একাধিক স্কুল ও হাসপাতালে। রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। উদয়নারায়ণপুরে আরও ভয়াবহ হয়ে উঠেছে বন্যা পরিস্থিতি। ১০টি গ্রাম পঞ্চায়েতের কমপক্ষে ১১২টি গ্রাম প্লাবিত। প্রায় ৪০ হাজার মানুষ গৃহহীন। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙে বিপত্তি। 
পাঁশকুড়া স্টেশন, বিডিও অফিস-সহ শহরের ১৮টি ওয়ার্ডই জলমগ্ন। ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হু-হু করে জল ঢুকতে শুরু করেছে। ডেবরা ও ঘাটালের বিস্তীর্ণ এলাকাও জলের তলায়। এদিকে পরিমাণে কমলেও এখনও জল ছাড়ছে ডিভিসি।

WB News Live Updates: DVC-র ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল

DVC-র ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল। ঘুরে দেখলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

West Bengal News LIVE: এবার সিবিআই র‍্যাডারে আর জি কর মেডিক্যালের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে

এবার সিবিআই র‍্যাডারে আর জি কর মেডিক্যালের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে

RG Kar News: স্বাস্থ্য ভবন চত্বর থেকে ত্রিপল, পাখা খুলে নেওয়ার প্রসঙ্গে কী মন্তব্য শিল্পী সমীর আইচের?

'ঘটনার দায় সরকারকেই নিতে হবে', স্বাস্থ্য ভবন চত্বর থেকে ত্রিপল, পাখা খুলে নেওয়ার প্রসঙ্গে মন্তব্য শিল্পী সমীর আইচের।

West Bengal News LIVE: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে ডাক্তারদের বিক্ষোভ

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে ডাক্তারদের বিক্ষোভ। দুর্নীতির অভিযোগে বিক্ষোভ চিকিৎসকদের।

RG Kar News LIVE Updates: ফের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ফের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News LIVE Updates: ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে হাওড়ার উদয়নারায়নপুর এবং আমতায় বন্যা পরিস্থিতির অবনতি

ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতায় বন্যা পরিস্থিতির অবনতি হয়। গত দুদিন হু হু করে জল ঢোকার ফলে উদয়নারায়ণপুর এবং আমতার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পুজোর মুখে এই ভয়াবহ বন্যায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই ক্ষতি সামাল দেবেন। গত দুদিন টানা জল ঢোকার ফলে প্লাবিত হাওড়ার নিম্ন দামোদর এলাকা। দামোদর নদীর জল বাঁধ টপকে উদয়নারায়ণপুর এবং আমতায় ঢুকছে। এর ফলে উদয়নারায়নপুরের ১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০ টি গ্রাম পঞ্চায়েত কার্যত বানভাসি। ১১২ টি গ্রাম জলমগ্ন হয়েছে। ৪০ হাজার মানুষ গৃহহীন।  

RG Kar News LIVE Updates: মুখ্যসচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ জুনিয়র চিকিৎসকরা

মুখ্যসচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার পাশাপাশি কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের। মুখ্যসচিবের কাছ থেকে মেল না আসায়, মনোজ পন্থকে মেল করলেন চিকিৎসকরাই। সরকারের থেকে নতুন নির্দেশিকা চেয়ে মেল করলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ অবস্থানের দশম দিন ও কর্মবিরতির ৪১ তম দিন। 

RG Kar News LIVE Updates: মুখ্যমন্ত্রীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকে 'ফটো সেশন' বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকে 'ফটো সেশন' বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 'বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী যাওয়ায় আরও সমস্যা হচ্ছে মানুষের। একইসঙ্গে প্রশাসনও ত্রাণের কাজের পরিবর্তে ব্যস্ত থাকছে মুখ্যমন্ত্রীর তদারকিতে। নিজের সরকারের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আজও পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ১ হাজার পুলিশ কর্মী মোতায়েন ছিলেন। এই পুলিশ কর্মীরা ত্রাণের কাজে লাগতে পারতেন।মানুষের ক্ষোভের ভয়েই কি এত পুলিশ মোতায়েন করতে হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায়? এইসব এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর ভুয়ো প্রতিশ্রুতি ও অক্ষমতা শুনতে শুনতে ক্লান্ত', সোশাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 

RG Kar News LIVE Updates: সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর গ্রেফতারিতে হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর গ্রেফতারিতে হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। 'ফোনের অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল? গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কী করে অডিও ক্লিপ পেলেন? তাঁর ক্ষেত্রে পুলিশ কী পদক্ষেপ করেছে? যে সোর্স থেকে পেয়েছেন তার তথ্যানুসন্ধান করেছেন?', পুলিশকে প্রশ্ন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। 

RG Kar News LIVE Updates: ধর্নার ১০ দিনের মাথায় স্বাস্থ্য ভবন চত্বর থেকে খুলে নেওয়া হল ত্রিপল, পাখা

ধর্নার ১০ দিনের মাথায় স্বাস্থ্য ভবন চত্বর থেকে খুলে নেওয়া হল ত্রিপল, পাখা। ধর্নায় থাকা আন্দোলনকারী চিকিৎসকদের ব্যবহারের জন্য রাখা বায়ো টয়লেটও তুলে নেওয়া হল। বিদ্যুৎচালিত পাখা না থাকায় গরমে হাতপাখাই ভরসা আন্দোলনকারী চিকিৎসকদের। অন্য অনুষ্ঠানের যুক্তি দেখিয়ে সব সরানো হচ্ছে, অভিযোগ চিকিৎসকদের। পুলিশের চাপে ধর্নাস্থল থেকে ত্রিপল, পাখা খুলছেন ডেকরেটররা, অভিযোগ আন্দোলনকারীদের। কাউকে কোনও চাপ দেওয়া হয়নি, অভিযোগ খারিজ করে পাল্টা দাবি পুলিশের। 

RG Kar News LIVE Updates: পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে সুকান্ত মজুমদার

পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

West Bengal News LIVE Updates: পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। 'DVC-র সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক রাখব কি না, ভাবতে হবে, বারবার অন্য রাজ্যের ছাড়া জলে রাজ্য প্লাবিত। কখনও ঝাড়খণ্ড, বিহার থেকে ছাড়া জলে দক্ষিণবঙ্গ প্লাবিত। কখনও ভুটান থেকে ছাড়া জলে উত্তরবঙ্গে প্লাবিত। কেন্দ্র উদাসীন, রাজ্যকে বিপদে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে'। বন্যাদুর্গত পাঁশকুড়ায় গিয়ে কেন্দ্র ও DVC-কে দুষলেন মুখ্যমন্ত্রী। 

RG Kar News LIVE Updates:আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের নজরে সল্টলেকের হোটেল

আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের নজরে সল্টলেকের হোটেল। ৯ অগাস্ট রাতে কে ছিল সেই হোটেলে? হোটেলের ভিজিটর্স বুক ও নথি চেয়ে পাঠাল সিবিআই। নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হোটেল কর্মী। অ্যাপের মাধ্যমে বুকিং করা হয়েছিল হোটেলের ঘর, উল্লেখ সিবিআইয়ের নোটিসে। 

RG Kar News LIVE Updates: সিঁথি থানায় কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা

সিঁথি থানায় কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। সিঁথি থানার পর টালা থানায় যাবেন সিপি। এরপর সিপি মনোজ ভার্মার আর জি কর হাসপাতালে যাওয়ার কথা

RG Kar News LIVE Updates: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় চিকিৎসক-বিধায়ককে আজই তলব ইডি-র

আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়কে আজই  তলব ইডি-র। ২ দিন আগে, মঙ্গলবার তাঁর সিঁথির বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি-র আধিকারিকরা হানা দেন সুদীপ্ত রায়ের হুগলির দাদপুরের বাগানবাড়িতেও। আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত। ইডি-র দাবি, দুর্নীতির তদন্তে আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখার পর, তাঁর নাম উঠে আসে। এর আগে ১২ সেপ্টেম্বর, আর্থিক দুর্নীতি মামলায় সুদীপ্ত রায়ের সিঁথির বাড়ি ও নার্সিংহোমে অভিযান চালায় সিবিআই। 

West Bengal Live: জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে দুর্গাপুর ব্যারাজ

ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে দুর্গাপুর ব্যারাজ। গতকাল রাত ১২টা থেকে ১ লক্ষ ৫০ হাজার ৭০০ কিউসেক জল ছাড়া শুরু হয়। আজ ভোর ৫টা থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ কিউসেক। গত দু’দিন বৃষ্টি হয়নি। এর ফলে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে DVC. গতকাল রাত ১২টা থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। ফলে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ কমেছে। 
বৃষ্টি না হলে, জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে আরও কমানো হবে বলে DVC জানিয়েছে। 

West Bengal News LIVE: ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি হুগলির খানাকুলে

ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি হুগলির খানাকুলে। নতুন করে জল ঢুকেছে একাধিক গ্রামে। ইতিমধ্যেই খানাকুলের ২০টির বেশি পঞ্চায়েত এলাকা প্লাবিত। জল ঢুকেছে একাধিক স্কুলেও। জল উঠতে শুরু করেছে খানাকুল হাসপাতালেও। জলের তলায় একাধিক রাস্তা। ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

West Bengal News LIVE Updates: হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির অবনতি

হাওড়ার উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতির অবনতি। ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১১২টি গ্রাম ভাসছে। নতুন করে একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। জলের জেরে আনুমানিক ৪০ হাজার মানুষ গৃহহীন। গৃহহীনদের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে প্রশাসনের তরফে। উদ্ধারকাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

RG Kar News Live: থ্রেট কালচার বন্ধের দাবিতে উত্তাল মালদা মেডিক্যাল কলেজ

একদিকে যখন ৩ দফা দাবি নিয়ে নবান্নে বৈঠকে যোগ দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে, তখন থ্রেট কালচার বন্ধের দাবিতে উত্তাল মালদা মেডিক্যাল কলেজ। অধ্যক্ষ, সুপারকে ঘেরাও করে বিক্ষোভ।

RG Kar News Live News: সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল

আর জি কর-কাণ্ডে গ্রেফতারির পরে আরও বিপাকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শোকজের জবাব না মেলায় রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। 

RG Kar News Live: আর জি কর-কাণ্ডের আবহে সরকারকে সতর্কবার্তা পরমব্রতর

মানুষ ভোট দিয়েছে মানেই 'টেকেন ফর গ্র্যান্টেড' করে নেওয়া নয়। আর জি কর-কাণ্ডের আবহে এভাবেই সরকারকে সতর্কবার্তা দিলেন পরমব্রত চট্টোপাধ্য়ায়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ের গণকনভেনশনে মাউথ অরগ্য়ান বাজিয়ে, ছবি এঁকে গতকাল প্রতিবাদ জানান সনাতন দিন্দা-সৃজিত মুখোপাধ্য়ায়রা। উপস্থিত ছিলেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, অভিজিৎ চৌধুরী থেকে হাওড়ার স্কুলের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। 

RG Kar News Live News: বিনীত গোয়েলের পদত্যাগে খুশি নন নির্যাতিতার পরিবার

বদলি করে কী হবে! আমরা শাস্তির দাবি করেছিলাম। আমরা বদলিতে খুশি নই। আমরা প্রশাসনের কাছে শাস্তির দাবি করছি। রাজ্য় সরকারের সিদ্ধান্ত নিয়ে এভাবেই অসন্তোষ প্রকাশ করল নিহত চিকিৎসকের পরিবার। পাশাপাশি তারা জানিয়েছে, ছাত্রদের দাবি ন্য়ায়সঙ্গত, তাই নিরাপত্তা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে বলব।

RG Kar News Live: মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই-এর তলব

মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই-এর তলব। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। কয়েকদিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়। সে সময় সিবিআই দফতরে যেতে পারেননি মীনাক্ষী। আজ সকাল ১১টায় সিজিও-তে যাবেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। 

RG Kar News Live News: ৮ অগাস্ট দুপুরেও কি আর জি কর মেডিক্যালেই ছিল সঞ্জয় রায়?

৮ অগাস্ট দুপুরেও কি আর জি কর মেডিক্যালেই ছিল সঞ্জয় রায়? হাসপাতালে আহত আরেক সিভিক ভলান্টিয়ারকে এক্স রে করতে নিয়ে যাওয়ার সময়ও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সঞ্জয়ের ছবি। ইতিমধ্যে আহত সেই সিভিক ভলান্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ফলে আরেকবার প্রশ্ন উঠল, তাহলে কি আর জি কর মেডিক্যালে অবাধ যাতায়াত ছিল তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয় রায়ের? 

RG Kar News Live: পরমের 'চরম'-বার্তা

বিচার চেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গণ কনভেনশন। সামিল চিকিৎসক থেকে শিল্পী। ভোট দেওয়া মানেই টেকেন ফর গ্র্যান্টেড নয়, সতর্কবার্তা পরমের। 

RG Kar News Live News: নবান্নে বৈঠকের পর হতাশ চিকিৎসকরা

থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের।

RG Kar News Live: রফা আটকাল 'মিনিটসে'!

কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস।

প্রেক্ষাপট

বাড়ি-নার্সিংহোমে তল্লাশির পর এবার সুদীপ্ত রায়কে তলব ইডির। আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূলের চিকিৎসক-বিধায়ককে আজই সিজিও কমপ্লেক্সে সমন।


কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। 


থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের। 


সন্ধে ৬টা ৪০ থেকে ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক। কার্যবিবরণী লিপিবদ্ধ করতেই রাত ১২টা পার! মধ্যরাতে নবান্ন থেকে বেরোলেন মুখ্যসচিব-ডিজিপি।


থ্রেট কালচার বন্ধ করা থেকে সুরক্ষা। ৩ দফা দাবিতে অনড় ডাক্তাররা। পাশে নির্যাতিতার পরিবার। 


থ্রেট কালচার বন্ধ ও সটুডেন্ট কাউন্সিল চালুর দাবিতে মালদা মেডিক্যালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। সন্ধে থেকে ঘেরাও অধ্যক্ষ, সুপার। 


দাবি মেনেছে সরকার, এবার কাজে ফিরুন, আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে ডাক্তারদের আবেদন অভিষেকের। 


তৃণমূলের সাংসদ পদ ছাড়া নিয়ে কটাক্ষ সৌগতর, পাল্টা জহর বললেন, 'সৌগতকে তো এবার সিটই দিচ্ছিল না। আজে বাজে কথা বলা বন্ধ করুন।'


বিচার চেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গণ কনভেনশন। সামিল চিকিৎসক থেকে শিল্পী। ভোট দেওয়া মানেই টেকেন ফর গ্র্যান্টেড নয়, সতর্কবার্তা পরমের।


আরও বিপাকে সন্দীপ। সুদীপ্তকে আইএমএ বেঙ্গলের কড়া চিঠির পরেই সক্রিয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ১১দিনেও শোকজের জবাব না মেলায় রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত।


চিকিৎসক ধর্ষণ-খুনের পরে কাদের সঙ্গে ফোনে কথা? সুদীপ্ত রায়ের বাড়ি-নার্সিংহোমে তল্লাশির পরে এবার ২ ডাক্তারকে ডেকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। 


এবার মুখ্যমন্ত্রীকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভাঙার আর্জি আইএমএ বেঙ্গলের। নির্বাচনে দুর্নীতি, দ্রুত মামলার নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি সার্ভিস ডক্টর্স ফোরামের।


আর জি করে চিকিৎসকে ধর্ষণ-খুনের প্রতিবাদে নাগেরবাজারে মশাল মিছিল সুকান্তর। কাঁথিতে সভা শুভেনদুর। 


আর জি কর-কাণ্ডে সুরক্ষা বিতর্কের মধ্যেই কৃষ্ণনগরে হাসপাতাল চত্বরেই মদের আসর! পূর্ত দফতরের ধৃত ২ ঠিকা শ্রমিকের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা পুলিশের। আদালতে জামিন।


১১। আর জি কর-কাণ্ডের জেরে এবার জৌলুস কমছে মল্লিকবাড়ির পুজোরও। সবাই দুঃখে আছে...এ বছর ১০০ বছর...এবার অন্যরকম হবে। বাইরের জন্য দরজা বন্ধ থাকবে


খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ! ট্যাংরায় নাকা চেকিংয়ের সময় ট্রাফিক সার্জেন্ট, কনস্টেবলের উপর দলবল নিয়ে চড়াও। গ্রেফতার মাত্র ৩! এখনও অধরা বাকিরা।


কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের মামলায় বেকসুর খালাস জগন্নাথ সরকার, মুকুল রায়-সহ ৩। বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে দোষী সাব্যস্ত ২। আজ  সাজা ঘোষণা।


দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা-পরিস্থিতি। কামারপুকুর-ঘাটালে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ত্রাণ নিয়ে ক্ষোভ উগরে দিলেন দুর্গতরা। (অ্যাম...) 
সামনে পেয়ে প্রশ্ন


 বানভাসি দুই মেদিনীপুর, বীরভূম, হুগলি, হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পুড়শুরা, ঘাটাল গিয়ে ডিভিসির ঘাড়ে দায় চাপালেন মুখ্যমন্ত্রী। 


তৃতীয় মোদি সরকারের ৪ মাসেই এক দেশ, এক ভোট কার্যকর করার প্রস্তুতি। কোবিন্দ কমিটির প্রস্তাবে মন্ত্রিসভার সম্মতি। শীতকালীন অধিবেশনেই আসছে বিল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.