ঝিলম করঞ্জাই, কলকাতা: আরজি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে আর্থিক অনিয়মের ভুরি ভুরি অভিযোগ। আর এবার ভাইরাল হল আর জি কর মেডিক্য়ালের এক অ্য়াসোসিয়েট প্রফেসরের বিস্ফোরক অভিযোগের ভিডিও। যা নিয়ে ফের পড়ে গিয়েছে শোরগোল। 


আরজি কর মেডিক্যালের কলেজের কমিউনিটি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার রায় বলেন, 'আমাকে প্রিন্সিপাল স্যরের কাছে একটা ঘরে নিয়ে যাওয়া হল ডেকে এবং ২ জন গুন্ডা ব্যক্তিকে আমার কাছে পাঠানো হল। তারা আমাকে বলল আপনি কেন দেননি? আমি বললাম দিতে যাব কেন? আমার মার্কস যদি কেউ চেঞ্জ করে, তাহলে আমি সেই মার্কস দিতে যাব কেন?'


আরজি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রশাসনিক কাজকর্মে অনিয়মের ভুরি ভুরি অভিযোগ উঠছে। এই আবহেই এবার ভাইরাল হল আরজি কর মেডিক্য়ালের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্য়াসোসিয়েট প্রফেসরের এই বিস্ফোরক অভিযোগ। বৃহস্পতিবার আরজি কর মেডিক্যালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে আয়োজন করা হয় একটি কনভেনশনের। যেখানে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তাররা। ছিলেন একাধিক বিভাগের প্রধানরাও। সেখানেই এই বিস্ফোরক অভিযোগ করেন অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার রায়, যা সন্দীপ ঘোষের ক্ষেত্রে নিঃসন্দেহে অস্বস্তিদায়ক। 


আরজি কর মেডিক্যালের কলেজের কমিউনিটি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার রায় বলেন, 'আমাকে বলা হল, যদি অনেকগুলো ছেলেমেয়ে ফেল করে যায়, তাহলে আপনি কী করবেন? এখানেও অনেকে ফোন করছে কাউকে অনার্স মার্ক দিতে হবে, তাঁকে যদি আপনি দিয়ে দেন তাহলে কী হবে? কত রকম প্রশ্ন। আমি বলছি এই সবের মধ্যে আমি নেই। আমি কোথাও দিইনি। আমাদের কমিউনিটি মেডিসিন কখনও এইসব কাজ করে না। আমাকে বলল আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছে হয়েছে? আমি বললাম সে কি মশাই? আপনি যদি আজকে করেন, এবং পৃথিবীর যে কোনও প্রান্তে করেন, আমি সেখানেই চলে যাব। এখানে কে থাকবে?'


কনভেনশনে উপস্থিত ছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের সুপার ও ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, আমার ইচ্ছে হয়েছে সারাজীবনটাই আমি আন্দোলন করেই এখানে উঠে এসেছি। আজ পর্যন্ত কোনওদিন হয়নি আমি কোনও ক্লাস করেছি। প্রক্সি দেওয়ায় বিশ্বাসী ছিলাম। কিন্তু আজকে যদি আমি পারতাম, যদি আমাকে জোর করে এখানে এমএসভিপি না হতে হত, যদি আমি ওখানে থাকতাম, তাহলে আমার গলাতে একটাই স্বর থাকত। কিন্তু ডাইসি সিচুয়েশনে আমি কারও চাপে কখনও নত হই না। তাই আমার এই একটাই কথা থাকবে, আমাদের লাস্ট যে কথাটা ছিল, আমরা আমাদের অবস্থানেই অনড় থাকব।'


শেষপর্যন্ত কী হবে? CBI তদন্তে কী উঠে আসবে? সেদিকেই সবার নজর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য