কলকাতা: আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে সোমবার চলছে দ্বিতীয় শুনানি। এদিন শুনানির সময় উঠে আসে ঘটনার দিনের সিসটিভি ফুটেজের প্রসঙ্গ। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে মৃত্যুর সময়, শংসাপত্র দেওয়ার সময় নিয়ে। সেই সূত্রেই প্রশ্ন ওঠে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ নিয়েও।


এদিন রাজ্যকে আদালত প্রশ্ন করে ঘটনার দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে কি না? সেই সময় রাজ্য জানায় সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। রাজ্যকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, 'রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তথ্যপ্রমাণ সংগ্রহের ফুটেজ কি দেওয়া হয়েছে? কলকাতা পুলিশ কি সিবিআইকে দিয়েছে?' সলিসিটর জেনারেল জানান, তথ্যপ্রমাণ সংগ্রহের ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। তা নাকচ করে রাজ্যের তরফে কপিল সিবল দাবি করেন পুরো সিসিটিভি ফুটেজই সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। তবে রাজ্য জানায়, সিসিটিভি ফুটেজ পুরোটা দেওয়া হয়েছে, তবে তাতে টেকনিক্যাল গ্লিচ ছিল। সিবিআইয়ের দাবি, ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে ৪ টি ক্লিপিংসে। শুনানির সময় পরে আবার আদালতের তরফে জিজ্ঞেস করা হয়, অভিযুক্ত ঢোকার পর কারা ঢুকেছে? সেই বিষয়গুলির ফুটেজ আছে কি না। অভিযুক্ত ঢোকার পর থেকে শুরু করে গোটা সিসিটিভি ফুটেজ কি সিবিআইয়ের হাতে আছে? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তখন ফের সিবিআই জানায় তাদের কাছে ২৭ মিনিটের ফুটেজ রয়েছে। তখনও পাল্টা রাজ্য জানায় পুরো সময়ের ফুটেজই দেওয়া হয়েছে।


সার্চ ও সিজার নিয়েও প্রশ্ন:
সার্চ এবং সিজার কখন হয়? রাজ্যকে প্রশ্ন আদালতের। সুপ্রিম কোর্টে রাজ্য় জানায়, 'রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টার মধ্যে, আগেই ছবি তোলা হয়েছিল।' ময়নাতদন্তের জন্য দেহ পাঠাবার পর এটা হয়, জানাল রাজ্য।


যখন নিহত তরুণীকে পাওয়া যায় তখন অর্ধনগ্ন অবস্থায় ছিল, আঘাতের চিহ্ন ছিল, সওয়াল সিবিআই-এর। 'রাজ্য নমুনা সংগ্রহ করে কলকাতা  CFSL কে পাঠিয়েছিল, সিবিআই সিদ্ধান্ত নিয়েছে AIIMS এবং অন্য ফরেন্সিককে পাঠানোর, নমুনা সংগ্রহ করেছে সেটা গুরুত্বপূর্ণ', সওয়াল সিবিআই-এর।  ১৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি, পরবর্তী স্টেটাস রিপোর্ট দিতে হবে সিবিআইকে, নির্দেশ সুপ্রিম কোর্টের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: 'আনুগত্য কিনতে চায় বলেই প্রত্যাখ্যান...' দুর্গাপুজো অনুদান ফেরালো শহরের আরও ২ ক্লাব