সত্যজিৎ বৈদ্য, সুদীপ্ত আচার্য, কলকাতা : সিবিআই দাবি করছে, টালা থানার OC, অভিজিৎ মণ্ডল বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যদিও অনেকেই বলছেন, চিকিৎসকের খুন-ধর্ষণের পর ঘটনাস্থলে তো CP-সহ লালবাজারের শীর্ষকর্তারা ছিলেন। তাহলে যদি প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে, সেটা কি OC-র পক্ষে একা করা কি সম্ভব? কারণ, এটাই তো স্বাভাবিক যে, ঘটনাস্থলে উপস্থিত হওয়া শীর্ষকর্তাদের নির্দেশই তিনি তখন মেনে চলবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, OC কার নির্দেশে কাজ করেছিলেন? সোমবার টালা থানার ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে যান কলকাতা পুলিশের তিন IPS অফিসার। CBI তদন্তের মাঝেই ধৃত অফিসারকে কার্যত 'ক্লিনচিট' দিয়ে, তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা।  এখানে উঠেছে একাধিক প্রশ্ন, যা যা অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে, তা পুরোপুরি সম্পাদন করা কি ওসির নিজের ক্ষমতায় বা ইচ্ছেতে করা সম্ভব ? নিজের মতে কাজ করার এত স্বাধীনতা কি ওসি-র আছে ? তবে কি মেঘনাদের মতো তাঁকে দিয়ে এসব কিছু করিয়েছিলেন ওপরমহলের কেউ? 


আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় শনিবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে CBI। তাঁর বিরুদ্ধে, জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া, খবর পেয়েও একঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো, FIR-এ ১৪ ঘণ্টা দেরি, অথচ শেষকৃত্য়ে তাড়াহুড়োর মতো একের পর এক অভিযোগ তুলেছে CBI। 


৯ অগাস্ট আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পর পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্ত,  ডিসি ডিডি স্পেশাল বিদিত বুন্দেশ, অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা,  সহ একঝাঁক IPS অফিসাররা সেখানে গেছিলেন। এখানেই প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের প্রশ্ন, ঘটনাস্থলে লালবাজারের তাবড় IPS অফিসাররা উপস্থিত ছিলেন অথচ যাবতীয় দায় কি শুধুই OC-র? 

কার নির্দেশে কাজ করেছিলেন OC? একজন OC-র একার কোনও বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? প্রাক্তন ADG নজরুল ইসলাম বলছেন, এই ধরনের গুরুতর অপরাধের ঘটনায় কিছুতেই একা সিদ্ধান্ত নিতে পারেন না ওসি। তিনি রিপোর্ট করবেন এসি-কে। তারপর তা ডিসি ও সিপি-র কাছে পৌঁছবে। ওপরতলার পুলিশকর্তা যা নির্দেশ দেবেন, সেই অনুসারেই চলবে কাজ। প্রাক্তন পুলিশ কর্তা অজয় মুখোপাধ্য়ায়ও মনে করেন, এমন পরিস্থিতিতে উঁচুতলার পরামর্শেই কাজ করার কথা ওসির। 


বর্তমানে সিবিআই হেফাজতে আছেন টালা থানার OC অভিজিৎ মণ্ডল। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে কি বেরিয়ে আসবে কোনও রাঘব বোয়ালের নাম? 


আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে