RG Kar News Live : আর জি কর-কাণ্ডে সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে
RG Kar Doctor Murder Protest : নারকীয় ঘটনার প্রতিবাদে আজ পথে ক্রীড়াজগৎ, থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
LIVE
Background
কলকাতা : তদন্তভার আগেই গেছিল কেন্দ্রীয় এজেন্সি CBI-এর হাতে। এবার আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের নিরাপত্তাও গেল কেন্দ্রীয় বাহিনীর হাতে। আর জি কর-কাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের ওপর আস্থা রাখেনি কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা নিয়ে রাজ্য় প্রশাসনের ওপর আস্থা রাখল না সুপ্রিম কোর্টও। ২২ অগাস্টের মধ্যে CBI-এর কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছে সর্বোচ্চ আদালত। আজই আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে CISF।
অন্যদিকে আজই দ্রুত বিচারের দাবিতে CGO কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন অভিযান করবেন জুনিয়র ডাক্তাররা। শ্যামবাজারে আজ থেকে ৫ দিনের ধর্নায় বসবে বিজেপি। সেই সঙ্গে আজই রাজ্যজুড়ে বিক্ষোভে থাকবে SFI। নারকীয় ঘটনার প্রতিবাদে আজ পথে ক্রীড়াজগৎ, থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
আরজি করের ঘটনায় নিজেদের ঘরেই অস্বস্তি। সুখেন্দুশেখর রায়ের পর মুখ খুললেন জহর সরকার। বললেন, 'জেনে ভাল লাগছে, সরকার সিট গঠন করেছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। আগেই করা উচিত ছিল। দ্রুত তাঁকে সাসপেন্ড করা উচিত'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর
RG Kar News Update : কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক
আর জি কর মেডিক্যালের পর লালবাজারে গেলেন সিআইএসএফ কর্তা। কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক।
RG Kar Case : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বাগুইআটিতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বাগুইআটিতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা।
RG Kar News Update : কলকাতা ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরানো হল সন্দীপ ঘোষকে
আন্দোলনকারীদের চাপে আর জি কর মেডিক্যালের ৪ অফিসারকে সরাল সরকার । আর জি কর-কাণ্ডে তোলপাড়, সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে । সরানো হল আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাসিস্টান্ট সুপারকে । সরানো হল আর জি কর মেডিক্যালের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও। কলকাতা ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরানো হল সন্দীপ ঘোষকে ।
RG Kar Case : আর জি কর-কাণ্ডে তোলপাড়, সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে
আর জি কর-কাণ্ডে তোলপাড়, সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে । সরানো হল আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাসিস্টান্ট সুপারকে । সরানো হল আর জি কর মেডিক্যালের চেস্ট মেডিসিনের প্রধানকেও। পড়ুয়াদের দাবি মেনে সরানো হল আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ-সহ ৪ জনকে।
RG Kar News Update : কলেজ স্ট্রিটে মিছিল ইঞ্জিনিয়ারদের
আর জি কর কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নামলেন ক্রীড়াবিদ থেকে ইঞ্জিনিয়াররাও। ময়দান থেকে মিছিল ক্রীড়াবিদদের। শিয়ালদায় আইনজীবীদের মিছিল। কলেজ স্ট্রিটে মিছিল ইঞ্জিনিয়ারদের।