RG Kar News: মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএমের

RG Kar Issue: মেডিক্য়াল কলেজগুলিতে থ্রেট কালচারের অপসংস্কৃতি। শুরু হল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ। আর তাঁদের দেখেই ক্ষোভে ফেটে পড়লেন আন্দোলরত জুনিয়র ডাক্তাররা

ABP Ananda Last Updated: 26 Sep 2024 11:17 PM
WB News Live: রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হচ্ছে হাসপাতালের অধ্যক্ষদের

রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হচ্ছে হাসপাতালের অধ্যক্ষদের। সমিতিতে থাকবেন ১জন করে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার ও নার্স। রোগী কল্যাণ সমিতিতে থাকবেন একজন জনপ্রতিনিধিও। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: মধ্য়রাতে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গেলেন জেলাশাসক ও পুলিশ সুপার

আর জি কর-কাণ্ডের পর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। মধ্য়রাতে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গেলেন জেলাশাসক ও পুলিশ সুপার। ইঞ্জেকশন দিতে হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী টাকা দাবি করেন বলে অভিযোগ জানান এক রোগীর আত্মীয়। দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলাশাসক। 

RG Kar News: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদন খারিজ

গুরুতর অভিযোগ প্রমাণ হলে,সর্বোচ্চ সাজা হতে পারে। অভিযুক্তদের জামিন দিলে অবিচার করা হবে। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে নির্দেশনামায় জানালেন শিয়ালদা আদালতের বিচারক। একই সঙ্গে CBI-এর তরফে রুদ্ধদ্বার শুনানির আবেদনও খারিজ করেছে আদালত। 

West Bengal News Live Updates: জেল থেকে নিজের গড়ে কেষ্ট, জেলায় ফিরছেন অনুব্রতর অনুগামীরাও, এই আবহে হুঁশিয়ারি কাজল শেখের গলায়

জেল থেকে নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আর, তার সঙ্গে সঙ্গেই, জেলায় ফিরতে শুরু করেছেন তাঁর একসময়ের অনুগামীরাও। যার মধ্য়ে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান। আর এই আবহে এবার কার্যত হুঁশিয়ারি শোনা গেল, তৃণমূলের কোর কমিটির সদস্য় কাজল শেখের গলায়। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বললেন, আমি পঞ্চায়েতের পার্সেন্টেজ খেতে আসিনি। আমি নদীর বালি তুলে খেতে আসিনি। পাঙ্গা নিতে এস না, আমি চুড়ি পরে বসে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার উদ্দেশে এই বার্তা কাজল শেখের? 

WB News Live Updates: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, বৃষ্টি হলেই জমা জলের যন্ত্রণা, প্রতিবাদে মেমারিতে পঞ্চায়েত অফিসে তালা

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। বৃষ্টি হলেই জমা জলের যন্ত্রণা। প্রতিবাদে মেমারিতে পঞ্চায়েত অফিসে তালা, বর্ধমান-কালনা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের। জল-কাদাময় রাস্তা দিয়ে হাঁটালেন বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধানকে। অবিলম্বে মেরামতির আশ্বাস দেওয়ার পর মেলে মুক্তি। 

RG Kar News: আর জি কর মেডিক্যালে 'থ্রেট কালচার' তদন্ত কমিটির কাছে একের পর এক অভিযোগ

আর জি কর মেডিক্যালে 'থ্রেট কালচার' তদন্ত কমিটির কাছে একের পর এক অভিযোগ। এমবিবিএসে প্রথম দিকে ভাল রেজাল্ট করলেও, পরে অনেককে আগাম বলে ফেল করানো হয়েছে। হুমকি দিয়ে অনেক পড়ুয়াকে ফেল করানো হয়েছে। বেশ কয়েকজনকে যৌন নির্যাতনের অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিটির কাছে, খবর সূত্রের। অভিযুক্তদের নাম তদন্ত কমিটির হাতে তুলে দিল আর জি কর মেডিক্যাল কর্তৃপক্ষ। ১৩ জন ফ্যাকাল্টির বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ জুনিয়র ডাক্তারদের। 

WB News Live Updates: ইন্টার্ন চিকিৎসকদের মতো, পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশে ১২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইন্টার্ন চিকিৎসকদের মতো, পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে। ৩ মাস, ৬ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই। আমার এত ম্যান পাওয়ার নেই, মন্তব্য মুখ্যমন্ত্রীর। 


 

WB News Live Updates: জেলমুক্তির পর সাংবাদিক বৈঠকে অনুব্রত, জানালেন কালীপুজোর পর ব্লকে ব্লকে যাবেন

জেলমুক্তির পর সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল। কালীপুজোর পর ব্লকে ব্লকে যাব, জানালেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। সবাইকে নিয়ে চলব, বার্তা অনুব্রত মণ্ডলের। 

West Bengal News Live Updates: জেলমুক্তির পর প্রথম সাংবাদিক বৈঠক অনুব্রত মণ্ডলের

জেলমুক্তির পর প্রথম সাংবাদিক বৈঠক অনুব্রত মণ্ডলের। 'সবাইকে নিয়ে চলতে হবে। সবাই ভাল থাকুন। শান্তি বজায় রাখুন', বোলপুরের পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে বললেন অনুব্রত মণ্ডল। 

Kolkata News: তিলজলায় ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা

তিলজলায় ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা। ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক। বিরলের মধ্যে বিরলতম অপরাধ, অমানবিক অত্যাচার, শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না, সাজা ঘোষণা করে মন্তব্য আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্যর। ২০২৩-র ২৬ মার্চ এই ঘটনা ঘটে, খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। 

WB News Live Updates: পুলিশে ১২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশে ১২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইন্টার্ন চিকিৎসকদের মতো, পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে। ৩ মাস, ৬ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই। আমার এত ম্যান পাওয়ার নেই, মন্তব্য মুখ্যমন্ত্রীর। 


 

RG Kar News Update: গতকাল তুলকালামের পর আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

গতকাল তুলকালামের পর আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। আজ কমিটির সামনে ডাকা হয়েছে ১১ জনকে। গতকাল শুনানি না হওয়ায় রোহন কুণ্ডুকে ফের ডাকা হয়েছে। ১৩ জন ফ্যাকাল্টির বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ জুনিয়র ডাক্তারদের। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম তদন্ত কমিটির হাতে তুলে দিল আর জি কর মেডিক্যাল কর্তৃপক্ষ। আর জি কর মেডিক্যালে থ্রেট কালচারে অভিযুক্তর সংখ্যা বেড়ে ৭২। গতকাল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে আর জি কর মেডিক্যাল। অভিযুক্তরা বাইরে বেরোতেই শুরু হয় তুমুল বিক্ষোভ। হেনস্থা করা হয় অভিযুক্ত দুই পড়ুয়া চিকিৎসক আশিস পাণ্ডে ও নির্জন বাগচীকে। 

WB News Live Updates: ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা লুঠের অভিযোগ সুকান্ত মজুমদারের

এবার ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা লুঠের অভিযোগ সুকান্ত মজুমদারের। উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি লুঠ করা হচ্ছে। গুটখা থেকে কয়লা, সবক্ষেত্রে জিএসটি চুরি হচ্ছে। জিএসটি চুরির টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে। নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা গৌতম দেব-ঘনিষ্ঠ ধীরাজ ঘোষ ও বিনয় বর্মন, বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি গৌতম দেবের। 

RG Kar News: ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। ১৯ তারিখের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে ফের ইমেল। থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে ও প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন। ২ মাসের মধ্যে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন। থ্রেট কালচারে মদতদাতা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টাস্কফোর্স গঠন। ৭ দিনের মধ্যে র‍্যাগিং বিরোধী কমিটি, হস্টেল কমিটি, হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন। স্বচ্ছ পদ্ধতিতে বদলির দাবি স্মরণ করিয়ে মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে পেশ করা কিছু দাবি পূরণ হলেও এখন বেশিরভাগই বাকি, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। 

WB News Live Updates: রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' ও 'উত্তরবঙ্গ লবির প্রভাব' নিয়ে জনস্বার্থ মামলা

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' ও 'উত্তরবঙ্গ লবির প্রভাব' নিয়ে জনস্বার্থ মামলা। একটি অভিযোগেরও সত্যতা থাকলে সেটা অত্যন্ত গুরুতর, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি সহ একাধিক অভিযোগ আছে। এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন, মন্তব্য প্রধান বিচারপতির। অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের হলফনামা তলব। উত্তরবঙ্গ মেডিক্যালের এক অধ্যক্ষের রিপোর্টেও থ্রেট কালচারের উল্লেখ রয়েছে। ৪ জনের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে বলে দেখা যাচ্ছে। এক মহিলা চিকিৎসক বলছেন, তাঁকে তাঁর বাবা নিরাপত্তার জন্য ছুরি দিয়েছেন। আরেক মহিলা চিকিৎসক বলছেন, তিনি কর্মক্ষেত্রে পেপার স্প্রে নিয়ে যান। হাসপাতালের ৬০ শতাংশ মহিলা চিকিৎসক দুর্ব্যবহারের শিকার হন। মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। ২১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। 

Kolkata News: আর জি কর-কাণ্ডে রাস্তায় প্রতিবাদের ঢেউ, কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক

আর জি কর-কাণ্ডে রাস্তায় প্রতিবাদের ঢেউ, কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক। ২ মাসের জন্য ধর্মতলা চত্বরে মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। ২ মাস ধর্মতলা চত্বরে ৫জন বা তার বেশি মানুষের জমায়েতে 'না' কলকাতা পুলিশের। পুজোর কলকাতায় ধর্মতলা, বউবাজার এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস ও সংলগ্ন এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। বেন্টিঙ্ক স্ট্রিট বাদ দিয়ে ২ মাস ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। ২৩ নভেম্বর পর্যন্ত জারি ১৬৩ ধারা, বিজ্ঞপ্তি কলকাতার পুলিশ কমিশনারের। শান্তিশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ, লাঠি বা অস্ত্র নিয়ে মিছিল, বিক্ষোভ নয়, বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের। 

West Bengal Floods: দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকেই দায়ী করল বিজেপি

দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকেই দায়ী করল বিজেপি। 'ডিভিসি-র ছাড়া জলে নয়, রাজ্যের জলাধার থেকে ছাড়া জলে বানভাসি হয়েছে দক্ষিণবঙ্গ। ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী ও সুবর্ণরেখার জলেই ভেসেছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। রাজ্যের ৪টি জলাধার থেকে ছাড়া জলের পরিমাণ ডিভিসি-র থেকে বেশি। জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নজর ঘোরাতেই কি রাজ্যের জলাধার থেকে জল ছাড়া হয়েছে?' নথি দেখিয়ে প্রশ্ন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের। 

RG Kar Protests: আর জি কর মেডিক্যালে আন্দোলনের মঞ্চে বসেই এমবিবিএসের পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন সিনিয়র পিজিটি-রা

আর জি কর মেডিক্যালে আন্দোলনের মঞ্চে বসেই এমবিবিএসের পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন সিনিয়র পিজিটি-রা। সামনেই পরীক্ষা, তাই আন্দোলন ও লেখাপড়া একইসঙ্গে চালিয়ে যাওয়ার জন্য অভিনব পদক্ষেপ। আগামীদিনে আন্দোলনের গতিপ্রকৃতি কী হবে, তা নিয়েও আজ সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তাররা।

West Bengal News Live Updates: আগামী ২ মাস ধর্মতলা চত্বরে ৫ জনের বেশি জমায়েতে না

২ মাসের জন্য ধর্মতলা চত্বরে মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি কলকাতা পুলিশের। আগামী ২ মাস ধর্মতলা চত্বরে ৫ জনের বেশি জমায়েতে না। লাঠি বা অস্ত্র নিয়ে করা যাবে না মিছিল বা বিক্ষোভ। শহরের শান্তিশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ। ২৫ সেপ্টেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ধর্মতলা চত্বরে ১৬৩ ধারা জারি। বিজ্ঞপ্তি জারি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। 

RG Kar News: আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

গতকাল তুলকালামের পর আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। আজ কমিটির সামনে ডাকা হয়েছে ১১ জনকে। গতকাল শুনানি না হওয়ায় রোহন কুণ্ডুকে ফের ডাকা হয়েছে। 

WB News Live: মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএমের

মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা। সিপি-র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএমের। 'আর জি কর কাণ্ডের প্রতিবাদ ঠেকাতেই সমাবেশ বন্ধ করতে চাইছে পুলিশ। দুর্গাপুজোয় কি মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে বসে গল্প করাও কি নিষিদ্ধ?' প্রশ্ন মামলাকারীর। কাল ডাক্তারদের মিছিলেরও অনুমতি না দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা। কালই জোড়া মামলার শুনানি। 

RG Kar Protests: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে প্রতিবাদ, বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠনের ডাকে কলকাতা চলো অভিযান

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে প্রতিবাদ। ধর্মতলা চত্বরে জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়েই বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠনের ডাকে কলকাতা চলো অভিযান। 

Calcutta High Court: রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' ও 'উত্তরবঙ্গ লবির প্রভাব' নিয়ে জনস্বার্থ মামলা

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' ও 'উত্তরবঙ্গ লবির প্রভাব' নিয়ে জনস্বার্থ মামলা। একটি অভিযোগেরও সত্যতা থাকলে সেটা অত্যন্ত গুরুতর, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। 'মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি সহ একাধিক অভিযোগ আছে। এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন', মন্তব্য প্রধান বিচারপতির। অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের হলফনামা তলব। 

Tiljala Case Verdict: তিলজলায় ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা

তিলজলায় ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা। ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক। 
'বিরলের মধ্যে বিরলতম অপরাধ, অমানবিক অত্যাচার, শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না', সাজা ঘোষণা করে মন্তব্য আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্যর।

Tiljala Murder Update: তিলজলায় ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা

তিলজলায় ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা। ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক। 'বিরলের মধ্যে বিরলতম অপরাধ, অমানবিক অত্যাচার, শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না', সাজা ঘোষণা করে মন্তব্য আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্যর। ২০২৩-র ২৬ মার্চ এই ঘটনা ঘটে, খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা

Anubrata Mondal: কালীপুজোর পর থেকে তৃণমূলে প্রকাশ্য কর্মসূচিতে যোগ দেবেন অনুব্রত

'কালীপুজোর পর থেকে তৃণমূলে প্রকাশ্য কর্মসূচিতে যোগ দেবেন অনুব্রত। প্রতি ব্লকে বৈঠক ও সভা করবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। প্রতিদিন বিকেল থেকে সন্ধে অবধি থাকবেন তৃণমূলের জেলা অফিসে। গতকাল দলীয় নেতা-কর্মীদের নিজেই জানিয়েছেন জেল ফেরত তৃণমূলের জেলা সভাপতি, খবর সূত্রের।

Anubrata Mondal: কালীপুজোর পর থেকে তৃণমূলে প্রকাশ্য কর্মসূচিতে যোগ দেবেন অনুব্রত

'কালীপুজোর পর থেকে তৃণমূলে প্রকাশ্য কর্মসূচিতে যোগ দেবেন অনুব্রত। প্রতি ব্লকে বৈঠক ও সভা করবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। প্রতিদিন বিকেল থেকে সন্ধে অবধি থাকবেন তৃণমূলের জেলা অফিসে। গতকাল দলীয় নেতা-কর্মীদের নিজেই জানিয়েছেন জেল ফেরত তৃণমূলের জেলা সভাপতি, খবর সূত্রের।

RG Kar News: মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা

মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা। জোড়া মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা। ধর্মতলায় অনুমতি দেয়নি পুলিশ, অভিযোগ তুলে হাইকোর্টে সিপিএম। ধর্মতলায় জমায়েতে নিষেধাজ্ঞা, গতকাল রাতেই জানিয়েছে পুলিশ, দাবি সিপিএমের। কাল ডাক্তারদের মিছিলেরও অনুমতি না দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা। কালই জোড়া মামলার শুনানি

RG Kar Update: 'আর জি কর কাণ্ডে তথ্য লোপাটের এপিসেন্টার হিসেবে টালা থানাকে ব্যবহার করা হয়েছে', অভিযোগ সুকান্ত মজুমদারের

'আর জি কর কাণ্ডে তথ্য লোপাটের এপিসেন্টার হিসেবে টালা থানাকে ব্যবহার করা হয়েছে। ধৃত তৎকালীন ওসি-কে তৃণমূলের নেতারা চাপ দিয়ে প্রমাণ লোপাট করিয়েছেন। টালা থানার ধৃত প্রাক্তন ওসি-কে বলির পাঁঠা করা হচ্ছে', এই ঘটনায় যুক্ত রয়েছেন পুলিশ প্রশাসনের উচ্চ নেতৃত্বও, অভিযোগ সুকান্ত মজুমদারের

RG Kar Issue: এবার থেকে খোলা কোর্টরুমেই হবে আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি

এবার থেকে খোলা কোর্টরুমেই হবে আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি। শিয়ালদা আদালতের বিচারকের পর্যবেক্ষণ, এই মামলার স্বচ্ছতা, স্পষ্টতা, শুদ্ধতা ও বিচার বিভাগের মর্যাদা বজায় রাখতে খোলা আদালতে শুনানি হওয়া প্রয়োজন। এর আগে বন্ধ এজলাসে আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলার শুনানির আবেদন জানায় সিবিআই। তাদের সওয়াল, মামলার গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যাচ্ছে। বিচারক সেই আবেদন খারিজ করে দেন। পাশাপাশি, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদন খারিজের নির্দেশনামায় বিচারক লেখেন, এ ধরনের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে, বিরলতম অপরাধ হিসেবে সর্বোচ্চ সাজা হতে পারে, সেক্ষেত্রে এখন অভিযুক্তদের জামিন দিলে তা অবিচারের নামান্তর হবে। এরপরই আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন OC-র জামিনের আবেদন খারিজ করে দেন শিয়ালদা

RG Kar News: থ্রেট কালচারের শিকার তিনিই, বিস্ফোরক বক্তব্য চিকিৎসক শ্যামাপ্রসাদ দাসের

আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার মদত দেওয়ার অভিযোগ। একাধিক হাসপাতালে পড়েছিল তাঁর পোস্টারও। সেই চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস-ই এবার আনলেন বিস্ফোরক অভিযোগ। থ্রেট কালচারের শিকার তিনিই, বিস্ফোরক বক্তব্য চিকিৎসক শ্যামাপ্রসাদ দাসের।

RG Kar Issue: ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। ১৯ তারিখের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে ফের ইমেল। 'থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে ও প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন। ২ মাসের মধ্যে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন। থ্রেট কালচারে মদতদাতা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টাস্কফোর্স গঠন'।

RG Kar News: শহরের সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের ৩ দিনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ

শহরের সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের ৩ দিনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। তৈরি করা হয়েছে কলকাতার সব সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের তালিকা। একেকটি ব্যাচে ভাগ করে টানা ৩দিন প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। আর জি কর কাণ্ডের পর হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ পুলিশের। চুক্তিভিত্তিক কর্মীদের হাতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও

RG Kar Issue: মাত্র ৩ দিনের পুলিশি প্রশিক্ষণে হাসপাতাল পাহারা দেবেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা

মাত্র ৩ দিনের পুলিশি প্রশিক্ষণে হাসপাতাল পাহারা দেবেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। শহরের সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের ৩ দিনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। তৈরি করা হয়েছে কলকাতার সব সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের তালিকা

RG Kar News: রাতে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হল টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলকে

রাতে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হল টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলকে। সূত্রের খবর, শিয়ালদা আদালত থেকে গতকাল জেলে ফেরার পর অসুস্থ বোধ করেন অভিজিৎ। স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন OC-কে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়। আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময়, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন টালা থানার প্রাক্তন OC। সেই সময় একজন পুলিশ কর্মী তাঁকে ধরে ফেলেন। এরপর জেলে ফিরে হাসপাতালে ভর্তি হন টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। 

Job Announcement: পুজোর মুখে চাকরিপ্রার্থীদের সুখবর, অবশেষে প্যানেল প্রকাশ

পুজোর মুখে চাকরিপ্রার্থীদের সুখবর, অবশেষে প্যানেল প্রকাশ। কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি। ফাইনাল এবং ওয়েটিং-২টি প্যানেল প্রকাশ করল কমিশন। নিয়োগ বিজ্ঞপ্তির ৮ বছর পরে অবশেষে প্যানেল প্রকাশ। প্রায় ১৪ হাজার পদে নিয়োগের জন্য প্যানেল প্রকাশ। চূড়ান্ত প্যানেলের সবাই চাকরি পাবে, জানাল এসএসসি। ১-২দিনেই বিজ্ঞপ্তি, পুজোর আগে কাউন্সেলিং শুরুর তৎপরতা।

West Bengal Update: ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার

ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। বকেয়া কেন্দ্রের টাকা, ভরসা না করে এবার রাজ্যই দেবে আবাসের টাকা। ১১ লক্ষ মানুষকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। 'উপভোক্তা পিছু তিন কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য। ২০ ডিসেম্বরের মধ্যে ১১ লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা' , নবান্নে পঞ্চায়েত, পূর্ত দফতরের সচিবদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে সিদ্ধান্ত। ভার্চুয়ালি সমস্ত জেলার ডিএমের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের।

Kolkata Weather News: টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গা সকালের দিকে জলমগ্ন হয়ে পড়েছে

টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গা সকালের দিকে জলমগ্ন হয়ে পড়েছে। জল জমে চিনার পার্কে। কৈখালিতে হলদিরামের কাছে হাঁটু সমান জল জমে। সকালের দিকে গাড়ি বিকল হওয়ায় জলে নেমে আরোহীদের গাড়ি ঠেলতে দেখা যায়। কলকাতা বিমানবন্দরে ঢোকার রাস্তাতেও জল জমেছে।

Kolkata Weather: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারালেও, তার প্রভাবে ছত্তীসগঢ়ে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। কোঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নাগাড়ে বৃষ্টিতে দুই বঙ্গেই একাধিক নদীর জলস্তর বাড়তে পারে। পুজোর আগে ফের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা 

Rachana Banerjee: বন্য়া দেখতে গিয়ে, রচনা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় ঘিরে ফের তৈরি হল বিতর্ক

কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। বন্য়া দেখতে গিয়ে, রচনা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় ঘিরে ফের তৈরি হল বিতর্ক। বিজেপি কটাক্ষের সুরে বলছে, মুখ্যমন্ত্রীর উচিত হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদকে মিউজিয়ামে তুলে ধরা। বুধবার বানভাসি মানুষের অবস্থা দেখতে গিয়ে, ওল কেনেন তৃণমূল সাংসদ রচনা। 

Birbhum News: অনুব্রত ফিরতেই বীরভূম তৃণমূলে পট পরিবর্তন?

অনুব্রত ফিরতেই বীরভূম তৃণমূলে পট পরিবর্তন? জেলা কার্যালয় থেকে সরল তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া হোর্ডিং। দেখা গেল অনুব্রতর ছবি-কাটআউটে ছয়লাপ পার্টি অফিস। যদিও কাজল শেখের দাবি, ছবি সরানো ঠিক হয়নি।  

RG Kar Issue: আর জি কর-কাণ্ডের আবহে আরও জাঁকজমক উৎসবের ডাক দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক

গত বছর যা হয়েছে, এবার তার থেকেও ভাল করে পুজো করতে হবে। তার জন্য সবর রকম সাহায্য করতে রাজি। আর জি কর-কাণ্ডের আবহে আরও জাঁকজমক উৎসবের ডাক দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। নারায়ণ গোস্বামীর মন্তব্য ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। সমালোচনায় সরব হয়েছেন জুনিয়র ডাক্তার থেকে বিরোধীরা। 

District News: কাটোয়ায় শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত মহিলা চিকিৎসক

কাটোয়ায় শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত মহিলা চিকিৎসক। জামা বদলাতে গেলে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিবাদ করায় মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ। মাটিতে ফেলে মারধর করায় মাথাতেও আঘাত লেগেছে বলে অভিযোগ। অভিযুক্ত দোকান মালিকের স্ত্রী। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত চিকিৎসক। কাটোয়া থানায় মারধরের অভিযোগ দায়ের। অভিযুক্ত মহিলাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

RG Kar Issue: যত কাণ্ড টালা থানাতেই?

 টালা থানাতেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাটে ভুয়ো নথি তৈরির ছক? রিমান্ড লেটারে বিস্ফোরক সিবিআই। সন্দীপ-অভিজিতের জেল চেয়ে মুখ বন্ধ খামে রিপোর্ট। 

প্রেক্ষাপট

কলকাতা: থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ শুরু করল আর জি কর মেডিক্য়ালের বিশেষ তদন্ত কমিটি। কিন্তু প্রথম দিন ১২জনকে তলব করা হলেও, হাজির হলেন মাত্র পাঁচজন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১৩জন অধ্য়াপকের বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে আর জি কর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। অন্যদিকে, মেডিক্য়াল কলেজগুলিতে থ্রেট কালচারের অপসংস্কৃতি। শুরু হল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ। আর তাঁদের দেখেই ক্ষোভে ফেটে পড়লেন আন্দোলরত জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে, কলকাতার এসএসকেএম, আরজি কর-ই হোক বা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। গত কয়েক দিনে, থ্রেট কালচার নিয়ে একের পর এক বিস্ফোরক বক্তব্য, অডিও ক্লিপ সামনে এসেছে। আর গতকাল, আরজি কর মেডিক্যালে হুমকি দেওয়ায় অভিযুক্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে এই হাসপাতালেরই বিশেষ তদন্ত কমিটি। ১২ জনের এই তালিকায় নাম রয়েছে আর জি কর মেডিক্যালের ইন্টার্ন সারিফ হাসানেরও। 


সরকারি ত্রিপল। সেই ত্রিপল না পাওয়ার অভিযোগে এবার সরব হলেন বাঁকুড়ার ১ নম্বর ব্লকের গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, বিধায়ককে জানিয়েও হয়নি সুরাহা। অন্য়দিকে এই ত্রিপল না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধেই স্বজনপোষণের অভিযোগ তুলেছেন দলের সদস্য়। গোটা ঘটনাকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা সাফাইও দিয়েছে বিজেপি। সরকার বলেছিল- ত্রিপল মিলবে,  সেই আশাতেই বসেছিল সব হারানো মানুষগুলো। কিন্তু অভিযোগ, সেই প্রাপ্য়টুকু পাচ্ছেনা না তাঁরা ।  আর সেই অভিযোগে ক্ষোভে ফেটে পড়ল বাঁকুড়ার ১ নম্বর ব্লকের গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, বিধায়ককে জানিয়েও হয়নি সুরাহা। 


বাঁকুড়া  সোনামেলার বাসিন্দা  মীরা মাল বলছেন, 'কুকুরের মতো খাচ্ছি। ত্রিপল দিচ্ছে না। ভোটের সময় বলবে ভোট দিবি মা বোন।' মঞ্জুরা মাল বলছেন, 'গোটা ঘরে জল পড়ে। ঘরে থাকতে হয়। বাচ্চা নিয়ে শুতে পারিনি। ঘুমোতে পারিনি। সারা রাত জেগে থাকতে হয়। ত্রিপল পাইনি। আজকে দেব. কালকে দেব করে, কালকে গেলে বলে পরশু দেব। বিক্ষোভ এই কারণেই তো দেখাচ্ছি।'


একদিকে ত্রিপল না পেয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীদের একাংশ, তখন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে ত্রিপল বিলি নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠেছে দলেরই অন্দরে। বাঁকুড়ার বিজেপি জেলা কমিটির সদস্য় বিকাশ ঘোষ বলছেন, 'যে এলাকাগুলোতে বিজেপিকে ভোট দিয়েছে সেখানকার মানুষ ত্রিপল পাচ্ছে না। যেখানে তৃণমূল জিতেছে সেখানে বিধায়ক গিয়ে ভোট দিচ্ছে। নিজের ঘরে মজুত রাখছে। আমরা তো ভোট করি, বিধায়ক ভোট করে না।এর প্রভাব ভোট পড়বে।' বাঁকুড়া সাংগঠনিক জেলার যুব তৃনমূল সভাপতি রাজীব দে বলছেন, 'এটাই দুর্নীতির অভিযোগ। বিজেপির জেলা সভাপতি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ।' এই নিয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য় করতে চাননি বিজেপি বিধায়ক। সব মিলিয়ে বন্য়া দুর্গতদের জন্য় আসা সরকারি অনুদান নিয়েও দু্র্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জেলায়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.