প্রকাশ সিন্হা, কলকাতা: আজই হাজিরা না দিলে গ্রেফতারির ওয়ারেন্ট ইস্য়ু করে দেব। আরজি কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় অভিযুক্ত আখতার আলির উদ্দেশে এই ভাষাতেই হুঁশিয়ারি দিল আলিপুরের বিশেষ CBI কোর্ট। আদালতের কড়া ধমকের মুখেও গরহাজির আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার। আগামী ২৩ তারিখ ফের হাজিরার নির্দেশ।
দুপুর ২টোর মধ্যে হাজিরা না দিলে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া হবে। RG কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় অভিযুক্ত আখতার আলির উদ্দেশে মঙ্গলবার সকালে এই ভাষাতেই হুঁশিয়ারি দিল আলিপুরের বিশেষ CBI আদালত। তবে আদালতের ধমকের মুখেও এদিন আদালতে হাজির হননি আখতার আলি।RG কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় CBI-এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির। চার্জশিটে নাম রয়েছে শশীকান্ত চন্দক নামে এক ব্যক্তিরও। মঙ্গলবার শুনানিতে আখতার আলির আইনজীবী জানান, এদিন আমার মক্কেলের আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। আজই তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন, তাই তাঁকে ছাড় দেওয়া হোক। আর্জি খারিজ করে বিচারক বলেন, দুপুর ২টোর মধ্যে হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। টালা থানায়, RG কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন এই আখতার আলি। হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর আখতার আলির সেই অভিযোগকে ভিত্তি করেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে CBI... গ্রেফতার হন সন্দীপ।
কিন্তু, যিনি ছিলেন অভিযোগকারী, তিনিই এখন অভিযুক্ত।আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকেই অভিযুক্ত বলে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে CBI.এনিয়ে এদিন সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, যাঁকে (আখতার আলি) এক সময় হুইসেল ব্লোয়ার বলা হত, তিনি এখন অভিযুক্ত। CBI-এর এই দ্বিচারিতা কেন? হুইসেল ব্লোয়ারের অভিযোগে বাকিরা এক বছর জেলে থাকলে আখতার আলি কেন বাইরে? অন্যদিকে, আদালত গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি দিলেও এদিন গরহাজির ছিলেন আখতার আলি।এই প্রেক্ষিতে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার আবেদন করে CBI.
আখতার আলির আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ, তাই তিনি আসতে পারেননি। পাশাপাশি, আগামী ১৯ তারিখ আগাম জামিনের আবেদনের শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এরপর বিচারক নির্দেশ দেন, ২৩ তারিখ আখতার আলিকে বেলা ১২টায় হাজিরা দিতে হবে সিবিআই বিশেষ আদালতে। শশীকান্ত চন্দককে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত। গত মাসে দুর্নীতির অভিযোগে আখতার আলিকে সাসপেন্ড করে স্বাস্থ্য় দফতর।