কলকাতা: আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে নারকীয় হত্য়াকাণ্ডের প্রতিবাদ। 'রাত দখলে'র আহ্বান জানিয়ে, আজ স্বাধীনতার প্রাক মুহূর্তে রাত ১১:৫৫ মিনিটে রাজ্য়জুড়ে পথে নামছেন মেয়েরা। কলকাতা, জেলার গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদের ঝড় আছ়ড়ে পড়েছে দিল্লি, মুম্বই, পুণে, বেঙ্গালুরু পর্যন্ত। আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।' কীভাবে পৌঁছবেন গন্তব্যে? 


আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ খুনের প্রতিবাদে আজ রাতে রাজপথের দখল নেবে মেয়েরা। কোনও রাজনৈতিক ব্য়ানার, রাজনৈতিক পতাকা ছাড়াই, আজ রাত আলো করবে রাতজাগা তারারা। প্রথমে যাদবপুর, অ্য়াকাডেমি ও কলেজ স্ট্রিট এই তিন জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু, ধীরে ধীরে তা শহরের গণ্ডি পেরিয়ে, ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে নদিয়া, বীরভূম, জলপাইগুড়ি প্রতিবাদের গণ্ডি ছাড়িয়েছে রাজ্যের সীমানাও। আরজি করের নির্যাতিতার জন্য রাত জাগবে মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, পুণেও। 


সড়কপথে যাবেন কীভাবে? 


দুটি রুটে চলবে বাস। কলকাতা বাস-ও-পেডিয়া সোশাল মিডিয়ায় জানিয়েছে কোন পথে যাবে এই বাস। মূলত লেডিজ় স্পেশাল এই বাস মিলবে রাজপথে। 


১ নং রুটের বাস: বাসের নম্বর (WB 04F 4353)



  • আপ রুট: হাওড়া ময়দান (রাত ১১টা) থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় (ভায়া হাওড়া স্টেশন, কলেজ স্ট্রিট, শিয়ালদা স্টেশন) 

  • ডাউন রুট: শ্যামবাজার পাঁচ মাথার মোড় (রাত ১টা) থেকে হাওড়া ময়দান (ভায়া শিয়ালদা স্টেশন, কলেজ স্ট্রিট, হাওড়া স্টেশন)


২ নং রুটের বাস: বাসের নম্বর (WB 19G 6936)



  • আপ রুট: কামালগাজী/গড়িয়া ৫ নম্বর (রাত ১১টা) থেকে রবীন্দ্র সদন (ভায়া যাদবপুর ৮বি, গড়িয়াহাট, রাসবিহারী)

  • ডাউন রুট: রবীন্দ্র সদন (রাত ১টা) থেকে কামালগাজী/গড়িয়া (ভায়া রাসবিহারী, গড়িয়াহাট, যাদবপুর ৮বি) 


ক্য়াব পরিষেবা:


কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন ( CITU) সিদ্ধান্ত নিয়েছে তাদের ইউনিয়নের সব গাড়ি আজ রাস্তায় থাকবে।


মেট্রো পরিষেবা: 


রাতে রেক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলের। অতিরিক্ত দুই জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রাত ১০টা ও ১০টা ২০-তে ছাড়বে বিশেষ ট্রেন। দমদম ও নিউ গড়িয়া থেকে ছাড়বে, দাঁড়াবে সব স্টেশনে। প্রত্যেক স্টেশনে দাঁড়াবে বিশেষ মেট্রো। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Doctor's Protest: 'আগে দরকার চিকিৎসকদের সুরক্ষা' আন্দোলনকারীদের পাশে রোগী ও পরিজনরা