কলকাতা: আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের।


১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। আজ দুপুর দুটোয় কলেজ স্কোয়ারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে লালবাজার অভিযানে যাবেন জুনিয়র ডাক্তাররা। 


আর জি কর হাসপাতালের ঘটনায় একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে-দিকে চলছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পুলিশি সমন নিয়ে আরও জোরাল হল প্রতিবাদ। মুখ খুললেন, শহরের বিশিষ্ট চিকিৎসকরা। অন্য়দিকে, আর জি কর হাসপাতালে গিয়ে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিলেন, কলেজের প্রাক্তনী, অশীতিপর চিকিৎসকরা। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ।


 সোশাল মিডিয়ায় সরব বিভিন্ন পেশার মানুষ। এই প্রেক্ষাপটে, সম্প্রতি দুই চিকিৎসক, কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে দাবি,আর জি কর মেডিক্য়াল-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাঁদের তলব করা হয়।এ নিয়ে সোমবার ক্ষোভে ফেটে পড়ে চিকিৎসক মহল। চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, যেভাবে পুলিশি দমনপীড়ন চলছে তাতে প্রতিবাদ করা ছাড়া পথ নেই। নির্বোধের মতো অপ্রয়োজনীয় পদক্ষক্ষেপ। পুলিশ আতঙ্কিত হয়ে চিকিৎসকদের মধ্যে শত্রু খুঁজে বেড়াচ্ছে। 


 চিকিৎসক মানস গুমটা বলেন, 'যত আটকাবেন তত কিন্তু প্রতিরোধ বাড়বে শহর থেকে গ্রামে। সকালে খবর পেয়েছি ডাক্তার রাজা ধরকেও নাকি ডেকে পাঠিয়েছে।' আর জি কর মেডিক্য়াল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে, সোমবার তার পাশে দাঁড়ালেন বর্ষীয়ান চিকিৎসকরাও।


আরও পড়ুন, 'ধর্ষণ' নিয়ে কঠোর আইন আনতে চায় রাজ্য, আজ থেকে শুরু বিধানসভার বিশেষ অধিবেশন


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।