কলকাতা: কথা ছিল, RG কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল, জমায়েত হবে। স্বাধীনতা দিবসের আগের রাতে, ঠিক ১১.৫৫ মিনিটে। স্লোগান তোলা হয়েছিল, মেয়েরা রাত দখল করো। শুধু বাংলায় নয়, গোটা দেশে, এমনকী দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল শান্তিপূর্ণ আন্দোলনের রেশ। শঙ্খধ্বনি, মোমবাতি মিছিল, প্ল্যাকার্ড, ব্যানার, হোর্ডিং - সব মিলিয়ে রাতের দখল সত্যিই নিয়েছিল আমজনতা।


তবে শান্তিপূর্ণ সেই আন্দোলনের মধ্যেই অশান্ত হয়ে উঠল আর জি কর মেডিক্যাল হাসপাতাল। ৩০-৩৫ জন দুষ্কৃতী মিসে তাণ্ডব চালাল হাসপাতালে। ভাঙা হল চেয়ার, আন্দোলনকারীদের মঞ্চ, জরুরি বিভাগের সরঞ্জাম। প্রায় মিনিট ২০ ধরে চলল তাণ্ডব। পুলিশ ও ব়্যাফ হাসপাতালের প্রসূতি বিভাবে পালিয়ে বাঁচল। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হল। পরে হামলাকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ল পুলিশ। করা হল লাঠিচার্জ। দুষ্কৃতীদের সঙ্গে বাঁধল খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে চলল ইটবৃষ্টি।


 






আর এই পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আর জি কর হাসপাতালে গুণ্ডামি ও ভাঙচুর সব সীমা অতিক্রম করে গিয়েছে। জনপ্রতিনিধি হিসাবে আমি কলকাতা পুলিশ কমিশানারের সঙ্গে কথা বলেছি। তাঁকে বলেছি, এই হিংসার নেপথ্যে থাকা প্রত্যেককে চিহ্নিত করতে হবে। যারা দায়ী, প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। তারা রাজনৈতিকভাবে যে দলেরই সমর্থক হোক না কেন। প্রতিবাদী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত। সরকারের থেকে অন্তত এটা তাঁরা আশা করতেই পারেন। তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বাধিকার পাওয়া উচিত।'                                  


আরও পড়ুন: রঞ্জি ট্রফির প্রস্তুতিতে বিশেষ নকশা বাংলার, অভিষেক-মনদীপদের বিরুদ্ধে খেলবেন ঋদ্ধিরা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।