কলকাতা : ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কি একা এই ঘটনার সঙ্গে জড়িত? না তার সঙ্গে আরও আরও কেউ আছে? আছে কি কোনও রাজনৈতিক প্রভাবশালীর হাত ? মৃতা চিকিৎসকের শরীরে কি একজনেরই সিমেন স্যাম্পল পাওয়া গিয়েছে নাকি একাধিক? নানা রকম তথ্য উঠে আসছে আরজি কর-এ চিকিৎসকের মৃত্যুর পর থেকেই। বারবার পুলিশ কমিশনারও বলে আসছেন, 'রিউমার রটছে। সন্দেহ হলে আমাদের জানান। আমাদের লুকোনোর কিছু নেই।'
আবারও কলকাতা পুলিশের তরফে জারি করা হল বিবৃতি। বলা হল, এই মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ সর্বান্তঃকরণে মৃত চিকিৎসকের শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে। পুলিশের বক্তব্য, ' এই ঘটনায় মানুষের ক্ষোভ, শোক, রাগ অত্যন্ত স্বাভাবিক, বিশেষ করে চিকিৎসক সমাজের এবং মৃতার পরিজনদের। এই ক্ষোভ-শোক-ক্রোধের নতমস্তক শরিক আমরাও। এই যন্ত্রণা বর্ণনাতীত। '
তদন্তের গতি নিয়ে কী জানাল পুলিশ ?
পুলিশের আশ্বাস, তদন্ত চলছে আন্তরিক সততা এবং স্বচ্ছতার সঙ্গে। এই নারকীয় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করেছে তথ্যপ্রমাণসহ। আরও কেউ ঘটনায় জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশ যোগাযোগ রাখে মৃতার পরিবারের সঙ্গে । তদন্তের প্রতিটি পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হচ্ছে ।
পুলিশের আবেদন
কলকাতা পুলিশের দাবি, ইদানিং ফেসবুকে এই ঘটনা নিয়ে বিভিন্ন 'অসত্য, অনুমাননির্ভর এবং বিভ্রান্তিকর তত্ত্ব' ছড়ানো হচ্ছে। তাই নেটিজেনদের একাংশের কাছে পুলিশের অনুরোধ, না-যাচাই-করা এই সব ব্যাখ্যা বা রটনায় যোগ দেবেন না। পুলিশের দাবি ' এতে তদন্তের ক্ষতি হয়, ন্যায়ের প্রক্রিয়া ব্যাহত হয়, এবং সর্বোপরি শোকগ্রস্ত পরিবারটি আরও বেশি করে যন্ত্রণাদগ্ধ হয়'
কলকাতা পুলিশের আশ্বাস, ' সততা, আন্তরিকতা এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত চলছে। কাল্পনিক তত্ত্ব এবং গুজব ছড়ালে সেই তদন্তেরই গতি ব্যাহত হয়। ' বিক্ষোভরত ছাত্রছাত্রীদের প্রতি পুলিশের বার্তা, যত দ্রুত সম্ভব ন্যায়বিচার সুনিশ্চিত করা হবে। কলকাতা পুলিশ দ্রুত চার্জশিট জমা করবে।
ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।
আরও পড়ুন
RG কর কাণ্ডে জড়িত বড় মাথা? সঞ্জয়ের সঙ্গে আর কে কে ? ভাইরাল অডিও-য় খুলে গেল বড় সত্যি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।